কলকাতা, 20 জুন : রাস্তা সম্প্রসারণ করে চওড়া করা হলেও বহু জায়গায় বাতিস্তম্ভের অবস্থান বদল হয়নি । ফলে রাস্তার ধারে থাকা বাতিস্তম্ভ এখন রাস্তার মাঝে চলে এসেছে । এর জেরে মাঝে মধ্যেই ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা (KMC will take Initiative to Avoid Accidents) । এবার শহরজুড়ে এমন বাতিস্তম্ভগুলি চিহ্নিত করতে আধিকারিকদের নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম । পৌরনিগমের আওতাভুক্ত বাতিস্তম্ভ রাস্তার মাঝে থাকলে, সেগুলি ধারে সরানো হবে । সিইএসসি পোস্ট থাকলে সেটা তাদের সরিয়ে দিতে হবে দ্রুত । সেই জন্য সিইএসসিকে আবেদন জানানো হবে ।
ঘটনার সূত্রপাত সার্ভে পার্ক থানার ক্যানাল নর্থ রোডে । রাজাপুর যুবক সংঘের সামনে একটি বাইক দুর্ঘটনা ঘটে । যার জেরে দুই যুবকের মৃত্যু হয় । বেপরোয়া গতিতে বাইক চালানোর জন্য এই দুর্ঘটনা হয়েছিল । আচমকা সেই বাইক এসে ধাক্কা মারে রাস্তার মাঝে থাকা বাতিস্তম্ভে । ছিটকে পড়ে যান দুই যুবক । মৃত্যু হয় তাঁদের ।
আরও পড়ুন : Rally in KMC: অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ বন্ধের দাবিতে কলকাতা পৌরনিগমে ইঞ্জিনিয়রদের মিছিল
এই ঘটনার প্রসঙ্গ টেনে পৌরনিগমে মাসিক অধিবেশনে প্রশ্ন তোলেন 103 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর নন্দিতা রায় । আগামিদিনে এমন পরিণতি এড়াতে বাতিস্তম্ভগুলোর অবস্থান বদলে রাস্তার ধারে করার দাবি করেন তিনি । মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এমন বেশিরভাগ বাতিস্তম্ভগুলি সিইএসসি'র আওতাভুক্ত । তবুও কলকাতা পৌরনিগমের অধীনে এমন বাতিস্তম্ভ আছে কি না, তা আলোক বিভাগের আধিকারিকদের খতিয়ে দেখতে বলা হয়েছে । তেমন থাকলে রাস্তার ধারে সরানো হবে । সিইএসসিকেও এমন বাতিস্তম্ভগুলি স্থানান্তর করতে বলা হবে ।