ETV Bharat / state

lamppost Issue : দুর্ঘটনা এড়াতে রাস্তার মাঝে থাকা বাতিস্তম্ভ সরাবে কলকাতা পৌরনিগম - KMC will take Initiative to Avoid Accidents

সার্ভে পার্ক থানার ক্যানাল নর্থ রোডে বাতিস্তম্ভে আচমকা বাইক আরোহীর ধাক্কা ৷ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয় ৷ সেই প্রসঙ্গ টেনে পৌরনিগমে মাসিক অধিবেশনে বাতিস্তম্ভ নিয়ে প্রশ্ন তোলেন সিপিএম কাউন্সিলর নন্দিতা রায় । আগামিদিনে এমন পরিণতি এড়াতে বাতিস্তম্ভগুলোর অবস্থান বদলে রাস্তার ধারে করার দাবি করেন । পালটা মেয়র জানান, বাতিস্তম্ভগুলি নিয়ে আলোক বিভাগের আধিকারিকদের খতিয়ে দেখতে বলা হয়েছে (KMC will take Initiative to Avoid Accidents)।

lamppost Issue
বাতিস্তম্ভ চিহ্নিত করে সরাবে কলকাতা পৌরনিগম
author img

By

Published : Jun 20, 2022, 10:53 PM IST

কলকাতা, 20 জুন : রাস্তা সম্প্রসারণ করে চওড়া করা হলেও বহু জায়গায় বাতিস্তম্ভের অবস্থান বদল হয়নি । ফলে রাস্তার ধারে থাকা বাতিস্তম্ভ এখন রাস্তার মাঝে চলে এসেছে । এর জেরে মাঝে মধ্যেই ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা (KMC will take Initiative to Avoid Accidents) । এবার শহরজুড়ে এমন বাতিস্তম্ভগুলি চিহ্নিত করতে আধিকারিকদের নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম । পৌরনিগমের আওতাভুক্ত বাতিস্তম্ভ রাস্তার মাঝে থাকলে, সেগুলি ধারে সরানো হবে । সিইএসসি পোস্ট থাকলে সেটা তাদের সরিয়ে দিতে হবে দ্রুত । সেই জন্য সিইএসসিকে আবেদন জানানো হবে ।

ঘটনার সূত্রপাত সার্ভে পার্ক থানার ক্যানাল নর্থ রোডে । রাজাপুর যুবক সংঘের সামনে একটি বাইক দুর্ঘটনা ঘটে । যার জেরে দুই যুবকের মৃত্যু হয় । বেপরোয়া গতিতে বাইক চালানোর জন্য এই দুর্ঘটনা হয়েছিল । আচমকা সেই বাইক এসে ধাক্কা মারে রাস্তার মাঝে থাকা বাতিস্তম্ভে । ছিটকে পড়ে যান দুই যুবক । মৃত্যু হয় তাঁদের ।

আরও পড়ুন : Rally in KMC: অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ বন্ধের দাবিতে কলকাতা পৌরনিগমে ইঞ্জিনিয়রদের মিছিল

এই ঘটনার প্রসঙ্গ টেনে পৌরনিগমে মাসিক অধিবেশনে প্রশ্ন তোলেন 103 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর নন্দিতা রায় । আগামিদিনে এমন পরিণতি এড়াতে বাতিস্তম্ভগুলোর অবস্থান বদলে রাস্তার ধারে করার দাবি করেন তিনি । মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এমন বেশিরভাগ বাতিস্তম্ভগুলি সিইএসসি'র আওতাভুক্ত । তবুও কলকাতা পৌরনিগমের অধীনে এমন বাতিস্তম্ভ আছে কি না, তা আলোক বিভাগের আধিকারিকদের খতিয়ে দেখতে বলা হয়েছে । তেমন থাকলে রাস্তার ধারে সরানো হবে । সিইএসসিকেও এমন বাতিস্তম্ভগুলি স্থানান্তর করতে বলা হবে ।

কলকাতা, 20 জুন : রাস্তা সম্প্রসারণ করে চওড়া করা হলেও বহু জায়গায় বাতিস্তম্ভের অবস্থান বদল হয়নি । ফলে রাস্তার ধারে থাকা বাতিস্তম্ভ এখন রাস্তার মাঝে চলে এসেছে । এর জেরে মাঝে মধ্যেই ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা (KMC will take Initiative to Avoid Accidents) । এবার শহরজুড়ে এমন বাতিস্তম্ভগুলি চিহ্নিত করতে আধিকারিকদের নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম । পৌরনিগমের আওতাভুক্ত বাতিস্তম্ভ রাস্তার মাঝে থাকলে, সেগুলি ধারে সরানো হবে । সিইএসসি পোস্ট থাকলে সেটা তাদের সরিয়ে দিতে হবে দ্রুত । সেই জন্য সিইএসসিকে আবেদন জানানো হবে ।

ঘটনার সূত্রপাত সার্ভে পার্ক থানার ক্যানাল নর্থ রোডে । রাজাপুর যুবক সংঘের সামনে একটি বাইক দুর্ঘটনা ঘটে । যার জেরে দুই যুবকের মৃত্যু হয় । বেপরোয়া গতিতে বাইক চালানোর জন্য এই দুর্ঘটনা হয়েছিল । আচমকা সেই বাইক এসে ধাক্কা মারে রাস্তার মাঝে থাকা বাতিস্তম্ভে । ছিটকে পড়ে যান দুই যুবক । মৃত্যু হয় তাঁদের ।

আরও পড়ুন : Rally in KMC: অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ বন্ধের দাবিতে কলকাতা পৌরনিগমে ইঞ্জিনিয়রদের মিছিল

এই ঘটনার প্রসঙ্গ টেনে পৌরনিগমে মাসিক অধিবেশনে প্রশ্ন তোলেন 103 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর নন্দিতা রায় । আগামিদিনে এমন পরিণতি এড়াতে বাতিস্তম্ভগুলোর অবস্থান বদলে রাস্তার ধারে করার দাবি করেন তিনি । মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এমন বেশিরভাগ বাতিস্তম্ভগুলি সিইএসসি'র আওতাভুক্ত । তবুও কলকাতা পৌরনিগমের অধীনে এমন বাতিস্তম্ভ আছে কি না, তা আলোক বিভাগের আধিকারিকদের খতিয়ে দেখতে বলা হয়েছে । তেমন থাকলে রাস্তার ধারে সরানো হবে । সিইএসসিকেও এমন বাতিস্তম্ভগুলি স্থানান্তর করতে বলা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.