কলকাতা, 4 জুন: 'টক টু মেয়র' অনুষ্ঠান হলে বারে বারে নাগরিকদের বলতে শোনা যায় পরিষেবা নিয়ে একাধিকবার অভিযোগ জানিয়ে লাভ হয়নি । বেশ কয়েকবার পৌর কর্মীদের কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করেছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম । তাঁকে বলতে শোনা গিয়েছে, 'আসি যাই মাইনে পাই' এমন করে কাজ করা চলবে না । জনগণের টাকায় বেতন হয় তাই তাদের দ্রুত পরিষেবা দিতে হবে । এবার সেই কথার বাস্তবায়ন করছে পৌর কর্তৃপক্ষ । কর্মীদের প্রতিনিয়ত কাজ কর্মের উপর কর্পোরেট ধাঁচে নজরদারি করবে কলকাতা পৌরনিগম ।
কর্মীদের জন্য আসছে নতুন অ্যাপ ৷ যার নাম 'কেএমসি এমপ্লইজ ৷' এই নতুন অ্যাপকে আধিকারিকরা বলছে কর্মীদের ওয়ার্ক ডায়েরি । বিভিন্ন কাজে ফিল্ডে যাওয়া কর্মীরা নির্দিষ্ট কোড দিয়ে লগ ইন করবেন অ্যাপে । জিপিএস অন থাকবে ৷ এর মাধ্যমে আধিকারিকরা মুহূর্তে জানতে পারবেন তার বিভাগের কর্মীরা কোন জায়গায় কাজে গিয়েছেন । ফিল্ড থেকে কর্মী আধিকারিকরা অ্যাপের মাধ্যমে এলাকার বা কাজের ছবি ও বিস্তারিত বিবরণ পাঠাবেন । আধিকারিকরা এই রিপোর্ট চাইলেই যখন ইচ্ছা দেখতে পারবেন ওই অ্যাপে । এই অ্যাপের মাধ্যমে কর্মীর অবস্থানও সহজেই জানা যাবে । কর্মী কত বার ফিল্ডে গিয়েছে বা কত সময় ছিল, তাও জানা যাবে । কাজ কতটা এগিয়েছে পরিদর্শনে গিয়ে সেই রিপোর্টেও অ্যাপে জমা দিতে হবে । ফিল্ড থেকে বাধ্যতামূলকভাবে একটা ছবি পাঠাতেই হবে ৷
আরও পড়ুন: ডিএ আন্দোলনের মঞ্চ তৈরির সরঞ্জাম ঢুকতে দিয়ে সাসপেন্ড 3 নিরাপত্তারক্ষী
এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "কর্মীরা ফিল্ড থেকে যে সব তথ্য দেবে সব নথিবদ্ধ হবে । এমনকী তাদের অবস্থানও জানা যাবে । আধিকারিকরা তাদের উপর নজর রাখবে ।" এক আধিকারিক জানান, জনগণের করের টাকায় কর্মীদের বেতন দেওয়া হয় । তবে এখনও কর্মীদের মধ্যে একাংশের ফাঁকি দেওয়ার প্রবণতা রয়েছে । একজন বেশি কাজ করে একজন করে না । তার ফলে অনেক সময় কাজের যে ভারসাম্য সেটা নষ্ট হয় । নাগরিকরা সঠিক সময় পরিষেবা পায় না, ক্ষোভ প্রকাশ করে । এই নতুন অ্যাপ ওয়ার্কড ডায়েরি মাধ্যমে সেই সমস্ত জায়গা আর থাকবে না । সমস্যা অনেকটা কমবে । কর্ম সংস্কৃতি ফিরবে ।