ETV Bharat / state

ভ্যাকসিনের জন্য রাতভর লাইনে দাঁড়ানোর দুর্ভোগ এড়াতে চালু হচ্ছে কুপন - coupon system for vaccination

টিকা প্রাপকদের আগের দিন আধার কার্ড অথবা ভোটার কার্ডের ফটোকপি নিয়ে সেন্টারে যেতে হবে ৷ সেখানেই স্ট্যাম্প মেরে সময় লিখে দেওয়া হবে ৷ ওটা দেখিয়েই পরের দিন প্রত্যেকে টিকা নিতে পারবেন ৷

মানুষের দুর্ভোগ এড়াতে চালু হচ্ছে কুপন
মানুষের দুর্ভোগ এড়াতে চালু হচ্ছে কুপন
author img

By

Published : Jul 24, 2021, 11:52 AM IST

কলকাতা, 24 জুলাই : করোনার টিকা নেওয়ার জন্য বহু সেন্টারে দীর্ঘক্ষণ মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে । লাইনে দাঁড়িয়েই কোথাও চলছে বচসা ৷ কোথাও মারধর ৷ তার উপর করোনা টিকা নিয়েও তৈরি হচ্ছে বিভ্রান্তি ৷ দুর্ভোগে পড়তে হচ্ছে মানুষকে । আর এই সমস্যা দূর করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ এবার থেকে কুপনের ব্যবস্থা করা হচ্ছে ৷ টিকা নেওয়ার আগের দিন বিকেল চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত কুপন দেওয়া হবে ৷


তবে কুপন জালিয়াতির একটা সম্ভাবনা থেকে যায় ৷ তাই টিকা প্রাপকদের আগের দিন আধার কার্ড অথবা ভোটার কার্ডের ফটোকপি নিয়ে সেন্টারে যেতে হবে ৷ সেখানেই স্ট্যাম্প মেরে সময় লিখে দেওয়া হবে ৷ ওটা দেখিয়েই পরের দিন প্রত্যেকে টিকা নিতে পারবেন ৷ মেগা সেন্টারগুলোতে অত্যাধিক লাইন দিতে হচ্ছে টিকার জন্য । 18 বছরের উর্ধ্বে টিকা দেওয়া হচ্ছে মেগা সেন্টার থেকে । তাই টিকার জন্য আগের দিন রাত থেকেই লাইনে দাঁড়াচ্ছেন অনেকেই । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, প্রত্যেকটা মেগা সেন্টারে থাকবেন স্বাস্থ্য আধিকারিকরা । বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটার মধ্যে মেগা সেন্টারে ভোটার কার্ড ও আধার কার্ড নিয়ে যেতে হবে ৷ স্বাস্থ্য আধিকারিকরা পরিচয় পত্রের ফটোকপিতে স্ট্যাম্প মেরে সময় লিখে দেবেন । প্রত্যেকটি মেগা সেন্টারে পুলিশ মোতায়েন থাকবে । পুলিশ সেই পরিচয় পত্র দেখেই টিকাকরণ কেন্দ্রে ঢুকতে দেবে । এই মুহূর্তে কলকাতার 18 টি মেগা সেন্টার রয়েছে । এছাড়াও, কলকাতায় বাকি যে 148টি সেন্টার রয়েছে সেখানেও যদি প্রয়োজন হয় তাহলে এই পদ্ধতি চালু করা হবে ।

আরও পড়ুন, Corona in India : ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

কলকাতায় আপাতত বন্ধ হয়েছে টিকাকরণ । কোভ্যাকসিন না থাকার ফলে কলকাতা পৌরনিগম টিকা দিতে পারছে না । এর ফলে বহু মানুষ সমস্যায় পড়েছে । পুর প্রশাসক জানিয়েছেন কবে ভ্যাকসিন আসবে, তা জানা নেই । আজ রাতে যদি টিকা আসে তাহলে সোমবার থেকে কোভ্যাকসিন দেওয়া হবে । সেই সঙ্গে তিনি জানিয়েছেন, যদি কোভ্যাকসিন আসে তাহলে শুধুমাত্র দ্বিতীয় ডোজ় দেওয়া হবে । কারণ প্রায় এক লাখ 40 হাজার মানুষ এই মুহূর্তে দ্বিতীয় ডোজ়ের জন্য অপেক্ষা রয়েছে । যত দেরি হবে, সেই তালিকায় সংখ্যা আরও বাড়তে থাকবে । পর্যাপ্ত কোভ্যাকসিন না থাকায় প্রথম ডোজ় দেওয়া হবে না ।

কলকাতা, 24 জুলাই : করোনার টিকা নেওয়ার জন্য বহু সেন্টারে দীর্ঘক্ষণ মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে । লাইনে দাঁড়িয়েই কোথাও চলছে বচসা ৷ কোথাও মারধর ৷ তার উপর করোনা টিকা নিয়েও তৈরি হচ্ছে বিভ্রান্তি ৷ দুর্ভোগে পড়তে হচ্ছে মানুষকে । আর এই সমস্যা দূর করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ এবার থেকে কুপনের ব্যবস্থা করা হচ্ছে ৷ টিকা নেওয়ার আগের দিন বিকেল চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত কুপন দেওয়া হবে ৷


তবে কুপন জালিয়াতির একটা সম্ভাবনা থেকে যায় ৷ তাই টিকা প্রাপকদের আগের দিন আধার কার্ড অথবা ভোটার কার্ডের ফটোকপি নিয়ে সেন্টারে যেতে হবে ৷ সেখানেই স্ট্যাম্প মেরে সময় লিখে দেওয়া হবে ৷ ওটা দেখিয়েই পরের দিন প্রত্যেকে টিকা নিতে পারবেন ৷ মেগা সেন্টারগুলোতে অত্যাধিক লাইন দিতে হচ্ছে টিকার জন্য । 18 বছরের উর্ধ্বে টিকা দেওয়া হচ্ছে মেগা সেন্টার থেকে । তাই টিকার জন্য আগের দিন রাত থেকেই লাইনে দাঁড়াচ্ছেন অনেকেই । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, প্রত্যেকটা মেগা সেন্টারে থাকবেন স্বাস্থ্য আধিকারিকরা । বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটার মধ্যে মেগা সেন্টারে ভোটার কার্ড ও আধার কার্ড নিয়ে যেতে হবে ৷ স্বাস্থ্য আধিকারিকরা পরিচয় পত্রের ফটোকপিতে স্ট্যাম্প মেরে সময় লিখে দেবেন । প্রত্যেকটি মেগা সেন্টারে পুলিশ মোতায়েন থাকবে । পুলিশ সেই পরিচয় পত্র দেখেই টিকাকরণ কেন্দ্রে ঢুকতে দেবে । এই মুহূর্তে কলকাতার 18 টি মেগা সেন্টার রয়েছে । এছাড়াও, কলকাতায় বাকি যে 148টি সেন্টার রয়েছে সেখানেও যদি প্রয়োজন হয় তাহলে এই পদ্ধতি চালু করা হবে ।

আরও পড়ুন, Corona in India : ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

কলকাতায় আপাতত বন্ধ হয়েছে টিকাকরণ । কোভ্যাকসিন না থাকার ফলে কলকাতা পৌরনিগম টিকা দিতে পারছে না । এর ফলে বহু মানুষ সমস্যায় পড়েছে । পুর প্রশাসক জানিয়েছেন কবে ভ্যাকসিন আসবে, তা জানা নেই । আজ রাতে যদি টিকা আসে তাহলে সোমবার থেকে কোভ্যাকসিন দেওয়া হবে । সেই সঙ্গে তিনি জানিয়েছেন, যদি কোভ্যাকসিন আসে তাহলে শুধুমাত্র দ্বিতীয় ডোজ় দেওয়া হবে । কারণ প্রায় এক লাখ 40 হাজার মানুষ এই মুহূর্তে দ্বিতীয় ডোজ়ের জন্য অপেক্ষা রয়েছে । যত দেরি হবে, সেই তালিকায় সংখ্যা আরও বাড়তে থাকবে । পর্যাপ্ত কোভ্যাকসিন না থাকায় প্রথম ডোজ় দেওয়া হবে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.