কলকাতা, 11 জুন : ধাপায় নয়, এখন থেকে গড়িয়া মহাশ্মশানে দাহ করতেহবে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহগুলিকে । আজ কলকাতা পৌরনিগমের তরফে নির্দেশিকা জারি করেএকথা জানানো হয় । গড়িয়া মহাশ্মশানে অজ্ঞাত পরিচয় মৃতদেহ দাহ করতে গিয়ে কলকাতাপৌরনিগমের কর্মীরা বিক্ষোভের মুখে পড়ার পরই এই নির্দেশিকা জারি করা হয় ।
ধাপাতেইসাধারণত অজ্ঞাত পরিচয়ের মৃতদেহগুলিকে দাহ করা হয় । কিন্তু এখন সেখানে মৃত কোরোনাআক্রান্তদের দেহ দাহ করা হচ্ছে । তাই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের দেহ গড়িয়ামহাশ্মশানে দাহ করার জন্য মৌখিকভাবে বলা হয় কলকাতা পৌরনিগমের কর্মীদের । সেই মতোআজ 13 টিঅজ্ঞাত পরিচয়ের মৃতদেহ নিয়ে গড়িয়া মহাশ্মশানে দাহ করতে যান পৌরকর্মীরা । সেই সময়ওই মৃতদেহগুলি কোরোনা আক্রান্তদের বলে পৌরকর্মীদের বাধা দেন স্থানীয় বাসিন্দারা ।বাধ্য হয়ে মৃতদেহ দাহ না করে ফিরে আসেন পৌরকর্মীরা ।
![Notice issued by KMC](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7577841_435_7577841_1591892052686.png)
এরপর আজই পৌরনিগমের কমিশনার বিনোদকুমার একটি নির্দেশিকা জারি করে । তাতে বলা হয়, এবার থেকে গড়িয়া মহাশ্মশানে দাহ করাহবে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের মৃতদেহ ।
অন্যদিকেঅজ্ঞাত পরিচয় ব্যক্তিদের মৃতদেহ গলে পচে যাওয়ার প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন,"এতে অযথাআতঙ্কিত হওয়ার কিছু নেই । অজ্ঞাত পরিচয়ের মৃতদেহগুলি 45 দিন পর্যন্ত রাখতে হয় । তারপর সেইদেহগুলি সৎকার করতে হয় । ফলে দীর্ঘ দিন মর্গে থাকার জন্য দেহগুলি পচে গলেযায় ।"