ETV Bharat / state

করোনায় জেরবার কলকাতা, বাড়ানো হচ্ছে শ্মশান-কবরস্থান - COVID 19 Positive cases in Kolkata

কলকাতা পৌরনিগম দ্রুত কবরস্থান ও শ্মশান তৈরি করার জন্য টেন্ডার ডাকার পরিকল্পনা নিয়েছে ।

COVID 19 Positive cases in Kolkata
ফাইল ছবি
author img

By

Published : May 8, 2021, 5:36 PM IST

কলকাতা, 8 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার গোটা দেশ । কোরোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর সংখ্যা অনেক তাই বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় । এই পরিস্থিতি সামাল দিতে শহরে করোনার জন্য আরও বাড়ানো হচ্ছে শ্মশান কবরস্থানের সংখ্যা । কলকাতা 80 নম্বর ওয়ার্ডে আট চালায় করোনা মৃতদেহ দাহ করার জন্য একটি শ্মশান তৈরি করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম ।

একইভাবে মৃতদেহ কবর দেওয়া জন্য বাইপাসে বানতলার একটি জলাশয়ের পাশে একটি জায়গা কে চিহ্নিত করা হয়েছে । কলকাতা পৌরনিগম দ্রুত কবরস্থান ও শ্মশান তৈরি করার জন্য টেন্ডার ডাকার পরিকল্পনা নিয়েছে ।

এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন নিমতলা শ্মশান, বিরজু নালা করোনা মৃতদেহ সৎকার করা হচ্ছে । শ্মশানের সংখ্যা বাড়াতে 80 নম্বর ওয়ার্ডে আট চালায় করোনা মৃতদেহ দাহ করার জন্য একটি শ্মশান তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে । আগামী 6 মাসের মধ্যে এসে শ্মশান তৈরি করার কাজ শেষ হয়ে যাবে ।

আরও পড়ুন : করোনা আক্রান্তের অন্তিম যাত্রায় 150 জন, পরে মৃত্য়ু 21 জনের

এছাড়াও ধাপায় একটি করোনা মৃতদেহ সৎকারের চুল্লি খারাপ হয়ে গিয়েছে ৷ তাও দ্রুত মেরামত করে চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি । সেই সঙ্গেই বাইপাসের বানতলা পাশে আর একটি জায়গা দেখা হয়েছে করোনা মৃতদেহ কবর দেওয়ার জন্য । এতদিন পর্যন্ত বাগমারি কবরস্থানের একটি নির্দিষ্ট অংশের করোনার মৃতদেহ কবর দেওয়া হচ্ছিল । এই কবরস্থানের জায়গা পড়ে এলে নতুন কবরস্থানে কবর দেওয়া হবে ।

কলকাতা, 8 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার গোটা দেশ । কোরোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর সংখ্যা অনেক তাই বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় । এই পরিস্থিতি সামাল দিতে শহরে করোনার জন্য আরও বাড়ানো হচ্ছে শ্মশান কবরস্থানের সংখ্যা । কলকাতা 80 নম্বর ওয়ার্ডে আট চালায় করোনা মৃতদেহ দাহ করার জন্য একটি শ্মশান তৈরি করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম ।

একইভাবে মৃতদেহ কবর দেওয়া জন্য বাইপাসে বানতলার একটি জলাশয়ের পাশে একটি জায়গা কে চিহ্নিত করা হয়েছে । কলকাতা পৌরনিগম দ্রুত কবরস্থান ও শ্মশান তৈরি করার জন্য টেন্ডার ডাকার পরিকল্পনা নিয়েছে ।

এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন নিমতলা শ্মশান, বিরজু নালা করোনা মৃতদেহ সৎকার করা হচ্ছে । শ্মশানের সংখ্যা বাড়াতে 80 নম্বর ওয়ার্ডে আট চালায় করোনা মৃতদেহ দাহ করার জন্য একটি শ্মশান তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে । আগামী 6 মাসের মধ্যে এসে শ্মশান তৈরি করার কাজ শেষ হয়ে যাবে ।

আরও পড়ুন : করোনা আক্রান্তের অন্তিম যাত্রায় 150 জন, পরে মৃত্য়ু 21 জনের

এছাড়াও ধাপায় একটি করোনা মৃতদেহ সৎকারের চুল্লি খারাপ হয়ে গিয়েছে ৷ তাও দ্রুত মেরামত করে চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি । সেই সঙ্গেই বাইপাসের বানতলা পাশে আর একটি জায়গা দেখা হয়েছে করোনা মৃতদেহ কবর দেওয়ার জন্য । এতদিন পর্যন্ত বাগমারি কবরস্থানের একটি নির্দিষ্ট অংশের করোনার মৃতদেহ কবর দেওয়া হচ্ছিল । এই কবরস্থানের জায়গা পড়ে এলে নতুন কবরস্থানে কবর দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.