কোরোনায় মৃত কলকাতা পৌরনিগমের এক স্বাস্থ্যকর্মী - কোভিড
কোরোনা পরিস্থিতির মোকাবিলা করতে বন্দর এলাকায় কাজ করতেন তিনি । তাঁর মৃত্যুর খবর পেয়ে পরিবারকে সমবেদনা জানিয়ে গভীর শোকপ্রকাশ করেছেন কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম ।
কলকাতা, 30 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পৌর নিগমের এগজ়িকিউটিভ হেলথ অফিসার ডক্টর রকিবউদ্দিন আহমেদ । কলকাতা পৌরনিগমের 15 নম্বর বোরোতে এগজ়িকিউটিভ হেলথ অফিসার পদে ছিলেন তিনি । খিদিরপুর, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ এলাকায় কোরোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করতেন তিনি । সপ্তাহ দুয়েক আগে তিনি কোরোনায় আক্রান্ত হন । বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি ছিলেন । অবস্থার অবনতি হওয়ায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । আজ সকালে মৃত্যু হয় তাঁর ৷ ইতিমধ্যেই একজন চিকিৎসক সহ এক পৌর কর্মীর কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । একাধিক পৌরকর্মীও আক্রান্ত হয়েছেন ।
কোরোনা পরিস্থিতির মোকাবিলা করতে বন্দর এলাকায় কাজ করতেন তিনি । তাঁর মৃত্যুর খবর পেয়ে পরিবারকে সমবেদনা জানিয়ে গভীর শোকপ্রকাশ করেছেন কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম । এর আগে 107 নম্বর ওয়ার্ডের হেলথ অফিসার ডক্টর দিবাকর দাস কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান । কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তথা প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র ঘোষও কোরোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন ।
ফিরহাদ হাকিম বলেন, ‘‘খুবই দুঃখজনক ঘটনা । কোরোনা প্রতিরোধ করতে রাস্তায় নেমে কাজ করতে হচ্ছে পৌর নিগমের চিকিৎসকদের । অনেক সময় চিকিৎসা করতে গিয়ে পৌরকর্মীরা ও পৌর চিকিৎসকরা নিজেরাই কোরোনায় আক্রান্ত হচ্ছেন । তবে আশার খবর, সংক্রমণের সংখ্যা প্রত্যেকদিনই কমে আসছে । অগাস্ট মাসের প্রথম সপ্তাহে প্রতিদিন 800 জন করে আক্রান্ত হয়েছে । বর্তমানে তা কমে প্রতিদিন 400 জন আক্রান্ত হচ্ছেন ।’’