ETV Bharat / state

KMC Area Increase: ফের আরে বহরে বাড়তে চলেছে কলকাতা কর্পোরেশন এলাকা

বাড়তে চলেছে কলকাতা কর্পোরেশন এলাকা ৷ 109, 112 ও 113 নম্বর ওয়ার্ড সংলগ্ন কিছু পঞ্চায়েত এবং পৌর এলাকা কলকাতা কর্পোরেশনের আওতায় আসবে। তার মধ্যে রয়েছে 109 নম্বর ওয়ার্ড সংলগ্ন খেয়াদহ 2 গ্রাম পঞ্চায়েতের জগদীপতা মৌজা ও মুকুন্দপুর মৌজা।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 11:00 PM IST

Updated : Oct 4, 2023, 11:06 PM IST

কলকাতা, 4 অক্টোবর: কলকাতা কর্পোরেশন এলাকার আয়তন আবারও বাড়তে চলেছে । পৌরনিগমের সামনের অধিবেশনেই এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হবে বলে খবর। বেশ কিছু ওয়ার্ডের সঙ্গে লাগোয়া পঞ্চায়েত এলাকাকেও এবার যুক্ত করা হবে বলেই কর্পোরেশন সূত্রে খবর ৷ তবে নতুন কোনও ওয়ার্ড এখনই তৈরি হচ্ছে না। তাই আগের মতোই 144টি ওয়ার্ডই থাকছে ।

ফিরহাদ হাকিম কলকাতার মেয়র পদে বসার পর থেকেই কলকাতা কর্পোরেশনের লাগোয়া বেশকিছু পঞ্চায়েত এলাকা কর্পোরেশনের অন্তর্ভুক্তি করানোর জন্য উদ্যোগ নেওয়া হয় । শেষমেষ সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে । সম্প্রতি মেয়র পরিষদের বৈঠকে তা অনুমোদনও হয়েছে। এবার আসন্ন মাসিক অধিবেশনে এই প্রস্তাব পাস হবে বলে খবর। বাইপাস সংলগ্ন দক্ষিণ-পূর্ব কলকাতার কিছু পঞ্চায়েত অঞ্চল এবং সোনারপুর-রাজপুর মিউনসিপ্যালিটির একটি ওয়ার্ড কলকাতার সঙ্গে যুক্ত হতে চলেছে। অধিবেশনে অনুমোদন মিললে এই প্রস্তাব পাঠানো হবে পৌর ও নগরোন্নয়ন দফতরের অনুমতির জন্য।

জানা গিয়েছে, 109, 112 ও 113 নম্বর ওয়ার্ড সংলগ্ন কিছু পঞ্চায়েত এবং পৌর এলাকা কলকাতা কর্পোরেশনের আওতায় আসবে। তার মধ্যে রয়েছে 109 নম্বর ওয়ার্ড সংলগ্ন খেয়াদহ 2 গ্রাম পঞ্চায়েতের জগদীপতা মৌজা ও মুকুন্দপুর মৌজা। বাকি 112 এবং 113 নম্বর ওয়ার্ড সংলগ্ন রাজপুর-সোনারপুর মিউনসিপ্যালিটির রানিয়া মৌজা কলকাতায় ঢুকবে । এটি রাজপুর-সোনারপুর মিউনসিপ্যালিটির 35 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে।

আরও পড়ুন: পরিত্যক্ত সম্পত্তিতে আবর্জনা পরিষ্কারের নজরদারি চার্জ বাড়াল কলকাতা পৌরনিগম

এই এলাকাগুলির দ্রুত উন্নতি হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে। তবে পঞ্চায়েত এলাকায় হওয়াতে আবার সমস্যার শিকার হচ্ছেন বাসিন্দারা । করোনা, ডেঙ্গির মতো সমস্যায় কর্পোরেশন চাইলেও এই এলাকাগুলিতে ব্যবস্থা নিতে পারেনি, আইনি জটিলতার কারণে । ফলে এই সমস্ত জায়গা আবার কর্পোরেশনের মাথা ব্যথার কারণও হয়েছে। তাই কর্পোরেশনের আওতায় এলে এই সব সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে । সমস্ত পৌর পরিষেবা পৌঁছবে এখানকার বাসিন্দাদের কাছে । এই বিষয়ে এক আধিকারিকরা জানাচ্ছেন, এলাকা পুনর্মূল্যায়ণ করার ক্ষেত্রে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই নতুন ওয়ার্ড এই মুহূর্তে নয়। তবে বেশ কিছু ওয়ার্ড আয়তনে বাড়বে । এলাকাগুলিতে আরও উন্নয়ন হবে। বাসিন্দাদের সুবিধা হবে।

কলকাতা, 4 অক্টোবর: কলকাতা কর্পোরেশন এলাকার আয়তন আবারও বাড়তে চলেছে । পৌরনিগমের সামনের অধিবেশনেই এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হবে বলে খবর। বেশ কিছু ওয়ার্ডের সঙ্গে লাগোয়া পঞ্চায়েত এলাকাকেও এবার যুক্ত করা হবে বলেই কর্পোরেশন সূত্রে খবর ৷ তবে নতুন কোনও ওয়ার্ড এখনই তৈরি হচ্ছে না। তাই আগের মতোই 144টি ওয়ার্ডই থাকছে ।

ফিরহাদ হাকিম কলকাতার মেয়র পদে বসার পর থেকেই কলকাতা কর্পোরেশনের লাগোয়া বেশকিছু পঞ্চায়েত এলাকা কর্পোরেশনের অন্তর্ভুক্তি করানোর জন্য উদ্যোগ নেওয়া হয় । শেষমেষ সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে । সম্প্রতি মেয়র পরিষদের বৈঠকে তা অনুমোদনও হয়েছে। এবার আসন্ন মাসিক অধিবেশনে এই প্রস্তাব পাস হবে বলে খবর। বাইপাস সংলগ্ন দক্ষিণ-পূর্ব কলকাতার কিছু পঞ্চায়েত অঞ্চল এবং সোনারপুর-রাজপুর মিউনসিপ্যালিটির একটি ওয়ার্ড কলকাতার সঙ্গে যুক্ত হতে চলেছে। অধিবেশনে অনুমোদন মিললে এই প্রস্তাব পাঠানো হবে পৌর ও নগরোন্নয়ন দফতরের অনুমতির জন্য।

জানা গিয়েছে, 109, 112 ও 113 নম্বর ওয়ার্ড সংলগ্ন কিছু পঞ্চায়েত এবং পৌর এলাকা কলকাতা কর্পোরেশনের আওতায় আসবে। তার মধ্যে রয়েছে 109 নম্বর ওয়ার্ড সংলগ্ন খেয়াদহ 2 গ্রাম পঞ্চায়েতের জগদীপতা মৌজা ও মুকুন্দপুর মৌজা। বাকি 112 এবং 113 নম্বর ওয়ার্ড সংলগ্ন রাজপুর-সোনারপুর মিউনসিপ্যালিটির রানিয়া মৌজা কলকাতায় ঢুকবে । এটি রাজপুর-সোনারপুর মিউনসিপ্যালিটির 35 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে।

আরও পড়ুন: পরিত্যক্ত সম্পত্তিতে আবর্জনা পরিষ্কারের নজরদারি চার্জ বাড়াল কলকাতা পৌরনিগম

এই এলাকাগুলির দ্রুত উন্নতি হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে। তবে পঞ্চায়েত এলাকায় হওয়াতে আবার সমস্যার শিকার হচ্ছেন বাসিন্দারা । করোনা, ডেঙ্গির মতো সমস্যায় কর্পোরেশন চাইলেও এই এলাকাগুলিতে ব্যবস্থা নিতে পারেনি, আইনি জটিলতার কারণে । ফলে এই সমস্ত জায়গা আবার কর্পোরেশনের মাথা ব্যথার কারণও হয়েছে। তাই কর্পোরেশনের আওতায় এলে এই সব সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে । সমস্ত পৌর পরিষেবা পৌঁছবে এখানকার বাসিন্দাদের কাছে । এই বিষয়ে এক আধিকারিকরা জানাচ্ছেন, এলাকা পুনর্মূল্যায়ণ করার ক্ষেত্রে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই নতুন ওয়ার্ড এই মুহূর্তে নয়। তবে বেশ কিছু ওয়ার্ড আয়তনে বাড়বে । এলাকাগুলিতে আরও উন্নয়ন হবে। বাসিন্দাদের সুবিধা হবে।

Last Updated : Oct 4, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.