কলকাতা 10 নভেম্বর : BJP-র নবান্ন অভিযানকে কেন্দ্র করে কৈলাস বিজয়বর্গীয়, অর্জুন সিং, মুকুল রায়, রাকেশ সিংদের বিরুদ্ধে তদন্তের উপর আপাতত স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের । নির্দেশ বিচারপতি রাজ শেখর মানথার । এই মামলার পরবর্তী শুনানি আগামী 26 নভেম্বর ।
8 অক্টোবর BJP-র নবান্ন অভিযানের পর ভারতীয় জনতা পার্টির প্রথম সারির বেশ কয়েকজন নেতা নেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিপর্যয় মোকাবিলা, অস্ত্র আইন, দাঙ্গা বাধানোর চেষ্টা, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছিল হেস্টিংস থানায় । সেই অভিযোগ(FIR) খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন BJP-র প্রথম সারির নেতৃত্ব । এই অভিযোগেই হাইকোর্টের নির্দেশ, আপাতত তাঁদের বিরুদ্ধে করা যাবে না কোনও তদন্ত ।
প্রসঙ্গত BJP-র নবান্ন অভিযানের দিন বলবিন্দর সিংহ নামে শিখ সম্প্রদায়ের এক ব্যক্তি পাগড়ি খুলে নেওয়াকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে জোর বিতর্কের সূত্রপাত হয়েছিল । যদিও পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই বিতর্কে ইতি টানেন উভয়পক্ষ ।