ETV Bharat / state

বড়বাজার মামলা : মুকুল রায়কে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ হাইকোর্টের - Voice test

BJP নেতা মুকুল রায়কে নিম্ন আদালতে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বড়বাজার থেকে হিসাব বহির্ভূত অর্থ সংক্রান্ত মামলায় বিচারপতি রাজা শেখর মন্থা মুকুল রায়কে 10 জানুয়ারি এই নমুনা দেওয়ার নির্দেশ দেন ৷

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Dec 12, 2019, 2:11 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর : BJP নেতা মুকুল রায়কে নিম্ন আদালতে কণ্ঠস্বর নমুনা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বড়বাজার থেকে হিসাব বহির্ভূত অর্থ সংক্রান্ত মামলায় বিচারপতি রাজা শেখর মন্থা এই নির্দেশ দেন ৷ মুকুলকে 10 জানুয়ারি এই নমুনা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ তবে, বিচারপতির নির্দেশ, এই নমুনা বন্ধ খামে আদালতের হেপাজতে রাখতে হবে ৷ বিচারপতির নির্দেশ ছাড়া তা খোলা যাবে না ৷ অন্য কোনও তদন্তের কাজেও ব্যবহারও করা যাবে না ৷

2018 সালের 31 জুলাই বড়বাজার থানায় 90 লাখ টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন কল্যাণ রায় বর্মণ নামে এক ব্যক্তি । তিনি ছিলেন একজন রেলের কর্মচারী । ঘটনায় আরও এক ব্যক্তিকে পরে গ্রেপ্তার করে পুলিশ । তাদের সঙ্গে মুকুল রায়ের যোগ রয়েছে এই অভিযোগে 2018 সালের ডিসেম্বরে তাঁকে ভয়েস টেস্টের জন্য ডাকে কলকাতা পুলিশের তদন্তকারীরা । এরপর আবার 2019 সালের ফেব্রুয়ারি মাসে তদন্তকারী আধিকারিকরা কলকাতা ব্যাঙ্কশাল কোর্টে অভিযোগ দায়ের করেন । এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায় । তিনি জানান, বর্তমানে তিনি দিল্লির বাসিন্দা । তাই তাঁকে যদি কিছু জিজ্ঞাসাবাদ করতে হয়, তাহলে তাঁর দিল্লির বাড়িতে গিয়েই করতে হবে ৷ এরপর ব্যাঙ্কশাল কোর্ট তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে । যদিও হাইকোর্ট গত 7 অগাস্ট সেই নির্দেশ খারিজ করে দেয় ।

এই মামলাতেই আজ বিচারপতি রাজা শেখর মন্থা কণ্ঠস্বর নমুনা দেওয়ার নির্দেশ দেন । পাশাপাশি মামলাটি তিনি ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন পুনর্বিবেচনার নির্দেশ দিয়ে । কারণ বিচারপতির মতে, মুকুল রায় এই মামলায় একজন সাক্ষী হলেও অনেকগুলো আইন সংক্রান্ত বিষয় জড়িত । এই আইন সংক্রান্ত বিষয়গুলি বিবেচনার জন্যই ডিভিশন বেঞ্চে মামলাটি পাঠান তিনি ।

মুকুল রায়কে কণ্ঠস্বর নমুনা দেওয়ার নির্দেশ নিয়ে কী জানালেন তাঁর আইনজীবী ? দেখুন ভিডিয়ো

আজ মামলাটি বিচারপতি রাজা শেখর মন্থা সিঙ্গল বেঞ্চে শুনানির জন্য উঠলে মুকুল রায়ের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত বলেন, "আমার মক্কেল এই মামলায় একজন সাক্ষী । তাঁকে কী করে নিজের বিরুদ্ধেই সাক্ষী দিতে বাধ্য করা হয় ?" এর বিরুদ্ধে রাজ্যের তরফে সরকারি কৌঁসুলি শাশ্বত গোপাল মুখোপাধ্যায় বলেন,"আমরা তদন্তের স্বার্থেই ওঁর কন্ঠস্বর নমুনা নিতে চাইছি । এখানে অন্য কোনও উদ্দেশ্য নেই ।" তবে মামলার শেষে আইনজীবী শুভাশিস দাশগুপ্ত বলেন, "ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে যদি এই মামলার শুনানি হয় এবং সেখানে যদি অন্য কোনও নির্দেশ দেয়, তাহলে মুকুল রায়কে কণ্ঠস্বর নমুনা নাও দিতে হতে পারে ।"

কলকাতা, 12 ডিসেম্বর : BJP নেতা মুকুল রায়কে নিম্ন আদালতে কণ্ঠস্বর নমুনা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বড়বাজার থেকে হিসাব বহির্ভূত অর্থ সংক্রান্ত মামলায় বিচারপতি রাজা শেখর মন্থা এই নির্দেশ দেন ৷ মুকুলকে 10 জানুয়ারি এই নমুনা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ তবে, বিচারপতির নির্দেশ, এই নমুনা বন্ধ খামে আদালতের হেপাজতে রাখতে হবে ৷ বিচারপতির নির্দেশ ছাড়া তা খোলা যাবে না ৷ অন্য কোনও তদন্তের কাজেও ব্যবহারও করা যাবে না ৷

2018 সালের 31 জুলাই বড়বাজার থানায় 90 লাখ টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন কল্যাণ রায় বর্মণ নামে এক ব্যক্তি । তিনি ছিলেন একজন রেলের কর্মচারী । ঘটনায় আরও এক ব্যক্তিকে পরে গ্রেপ্তার করে পুলিশ । তাদের সঙ্গে মুকুল রায়ের যোগ রয়েছে এই অভিযোগে 2018 সালের ডিসেম্বরে তাঁকে ভয়েস টেস্টের জন্য ডাকে কলকাতা পুলিশের তদন্তকারীরা । এরপর আবার 2019 সালের ফেব্রুয়ারি মাসে তদন্তকারী আধিকারিকরা কলকাতা ব্যাঙ্কশাল কোর্টে অভিযোগ দায়ের করেন । এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায় । তিনি জানান, বর্তমানে তিনি দিল্লির বাসিন্দা । তাই তাঁকে যদি কিছু জিজ্ঞাসাবাদ করতে হয়, তাহলে তাঁর দিল্লির বাড়িতে গিয়েই করতে হবে ৷ এরপর ব্যাঙ্কশাল কোর্ট তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে । যদিও হাইকোর্ট গত 7 অগাস্ট সেই নির্দেশ খারিজ করে দেয় ।

এই মামলাতেই আজ বিচারপতি রাজা শেখর মন্থা কণ্ঠস্বর নমুনা দেওয়ার নির্দেশ দেন । পাশাপাশি মামলাটি তিনি ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন পুনর্বিবেচনার নির্দেশ দিয়ে । কারণ বিচারপতির মতে, মুকুল রায় এই মামলায় একজন সাক্ষী হলেও অনেকগুলো আইন সংক্রান্ত বিষয় জড়িত । এই আইন সংক্রান্ত বিষয়গুলি বিবেচনার জন্যই ডিভিশন বেঞ্চে মামলাটি পাঠান তিনি ।

মুকুল রায়কে কণ্ঠস্বর নমুনা দেওয়ার নির্দেশ নিয়ে কী জানালেন তাঁর আইনজীবী ? দেখুন ভিডিয়ো

আজ মামলাটি বিচারপতি রাজা শেখর মন্থা সিঙ্গল বেঞ্চে শুনানির জন্য উঠলে মুকুল রায়ের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত বলেন, "আমার মক্কেল এই মামলায় একজন সাক্ষী । তাঁকে কী করে নিজের বিরুদ্ধেই সাক্ষী দিতে বাধ্য করা হয় ?" এর বিরুদ্ধে রাজ্যের তরফে সরকারি কৌঁসুলি শাশ্বত গোপাল মুখোপাধ্যায় বলেন,"আমরা তদন্তের স্বার্থেই ওঁর কন্ঠস্বর নমুনা নিতে চাইছি । এখানে অন্য কোনও উদ্দেশ্য নেই ।" তবে মামলার শেষে আইনজীবী শুভাশিস দাশগুপ্ত বলেন, "ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে যদি এই মামলার শুনানি হয় এবং সেখানে যদি অন্য কোনও নির্দেশ দেয়, তাহলে মুকুল রায়কে কণ্ঠস্বর নমুনা নাও দিতে হতে পারে ।"

Intro:মানস নস্কর

কলকাতা 12 ডিসেম্বর:
10 জানুয়ারি নিম্ন আদালতে কণ্ঠস্বর নমুনা দিতে হবে বিজেপি নেতা মুকুল রায় কে। নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি রাজাসেখার মন্থা আজ নির্দেশ দিলেন বড়বাজার থেকে হিসাব বহির্ভূত অর্থ সংক্রান্ত মামলায় মুকুল রায় কে আগামী 10 জানুয়ারি কণ্ঠস্বর নমুনা দিতে হবে। তবে এই নমুনা রাখতে হবে বন্ধ খামে। আদালতের হেফাজতে। বিচারপতি নির্দেশ ছাড়া খোলা যাবে না এই খাম। অন্য কোন তদন্তের কাজেও ব্যবহার করা যাবে না নির্দেশ পুলিশকে।


Body:2018 সালের 31 জুলাই বড়বাজার থানায় 90 লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন কল্যাণ রায় বর্মণ নামে এক ব্যক্তি। তিনি ছিলেন একজন রেলের কর্মচারি। এই ঘটনায় আরও এক ব্যক্তিকে পরে গ্রেপ্তার করে পুলিশ। তাদের সাথে মুকুল রায়ের যোগ রয়েছে এই অভিযোগে 2018 সালের ডিসেম্বর মাসে মুকুল রায় কে ভয়েস টেস্টের জন্য ডাকে কলকাতা পুলিশের তদন্তকারী অফিসাররা। এরপর আবার 2019 সালের ফেব্রুয়ারি মাসে তদন্তকারী অফিসাররা কলকাতা ব্যাঙ্কশাল কোর্টে অভিযোগ দায়ের করে। এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায়। কারণ তিনি বর্তমানে দিল্লির বাসিন্দা। হলে তাকে যদি কিছু জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে তার দিল্লির বাড়িতে গিয়েই করতে হবে এই দাবি জানান তিনি। এরপর ব্যাঙ্কশাল আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। যদিও হাইকোর্ট গত 7 আগস্ট সেই নির্দেশ খারিজ করে দেয়। সেই মামলাতেই আজ বিচারপতি রাজাসেখার মন্থা কণ্ঠস্বর নমুনা প্রদানের নির্দেশ দিলেন। পাশাপাশি মামলাটি তিনি ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন পূনর্বিবেচনার নির্দেশ দিয়ে। কারণ বিচারপতি মনে করেছেন মুকুল রায় এই মামলায় একজন সাক্ষী হলেও অনেকগুলো আইন সংক্রান্ত বিষয় জড়িত। এই আইন সংক্রান্ত বিষয় গুলি বিবেচনার জন্যই ডিভিশন বেঞ্চে মামলাটি পাঠালেন বিচারপতি রাজাসেখার মন্থা।
আজ মামলাটি বিচারপতি রাজাসেখার মন্থা সিঙ্গেল বেঞ্চে শুনানির জন্য উঠলে মামলাকারী মুকুল রায় আইনজীবী শুভাশীষ দাশ গুপ্ত বলেন," আমার মক্কেল এই মামলায় একজন সাক্ষী। তাকে কি করে বাধ্য করা যায় তার বিরুদ্ধে সাক্ষী দিতে?" এর বিরুদ্ধে রাজ্যের তরফে সরকারি কৌঁসুলি শাশ্বত গোপাল মুখার্জি বলেন," আমরা তদন্তের স্বার্থেই ওনার কন্ঠস্বর নমুনা নিতে চাইছি। এখানে অন্য কোন উদ্দেশ্য নেই।" এরপরই বিচারপতি নির্দেশ দেন আগামী 10 জানুয়ারি মুকুলবাবু কে নিম্ন আদালতে গিয়ে কণ্ঠস্বর নমুনা দিতে হবে। তবে ওই নমুনা থাকবে সিল বদ্ধ খামে। আদালতের হেফাজতে। আদালতের নির্দেশ ছাড়া খোলা যাবে না ওই খাম।
তবে মামলার শেষে আইনজীবী শুভাশীষ দাশ গুপ্ত জানালেন," ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে যদি এই মামলার শুনানি হয় এবং সেখানে যদি অন্য কোন নির্দেশ দেয় তাহলে মুকুল রায় কে কণ্ঠস্বর নমুনা দিতে নাও হতে পারে।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.