ETV Bharat / state

ওয়েবার স্কিমে সম্পত্তি কর জমা নিতে রবিবার খোলা থাকবে কলকাতা পৌরনিগমের বিভাগ

বকেয়া কর জমা নিতে আগামী রবিবার খোলা থাকবে কলকাতা পৌরনিগমের ট্রেজারি ও অ্যাসেসমেন্ট বিভাগ । এমনই জানালেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম
author img

By

Published : Feb 26, 2021, 11:02 AM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি : আগামী রবিবার খোলা থাকবে কলকাতা পৌরনিগমের ট্রেজারি ও অ্যাসেসমেন্ট বিভাগ । ওয়েবার স্কিমের শেষ দিন 28 ফেব্রুয়ারি ৷ তাই বকেয়া কর জমা নিতে আগামী রবিবার খোলা থাকবে কলকাতা পৌরনিগমের ট্রেজারি ও অ্যাসেসমেন্ট বিভাগ । বকেয়া সম্পত্তি কর আদায় করতে রাজ্য সরকার ওয়েভার স্কিমের ঘোষণা করে । বকেয়া সম্পত্তি কর জমা দিতে এই প্রথম রাজ্য সরকার এই ধরণের ঘোষণা করে । আগামী 28ফেব্রুয়ারি ওয়েবার স্কিম এর মেয়াদ শেষ হচ্ছে । অনাদায়ী সম্পত্তি কর আদায় করতে 3 অক্টোবর কলকাতা পৌরনিগমের তরফ থেকে ওয়েভার স্কিমের ঘোষণা করা হয় । ঘোষণা করা হয় 28 ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া কর জমা দিলে 100% সুদ ও 100 জরিমানা মকুব করা হবে । সেইসঙ্গে ঘোষণা করা হয় 28 ফেব্রুয়ারির মধ্যে এবার স্কিমের আবেদন জানালে 7% সুদ ও 99% জরিমানায় মিলবে 31 শে মার্চ পর্যন্ত ।

ভিডিয়োতে শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

এখন পর্যন্ত ওয়েভার স্কিমে 375 কোটি টাকা আদায় হয়েছে কলকাতা পৌরনিগমের । আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 450 কোটি টাকা অনাদায়ে সম্পত্তি কর আদায় হবে এই স্কিমে । কলকাতা পৌরনিগম প্রায় 500 কোটি লক্ষ্যমাত্রা স্থির করেছিল সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে । আনুমানিক প্রায় 2000 কোটি টাকা অনাদায়ে সম্পত্তি করের পরিমাণ । যদিও এর মধ্যে সম্পত্তিগত ত্রুটি ,পারিবারিক জটিলতা ও কোর্টের মামলা থাকায় অনেক ক্ষেত্রেই কর আদায় করার সমস্যা তৈরি হচ্ছে কলকাতা পৌরনিগমের ।

আরও পড়ুন : পামেলার ফোন রেকর্ডে কোকেন কারবারের সূত্র !

এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "অনাদায়ে সম্পত্তি কর আদায় করতে আমরা যে লক্ষ্যমাত্রা স্থির করেছিলাম তার কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি । লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি অর্থ আমরা আদায় করতে পেরেছি । যা সন্তোষজনক । সাধারণ মানুষের কাছে ওয়েবার স্কিম খুব ভালো গ্রহণযোগ্য হয়েছে । আশানুরূপ ফল পেয়েছি আমরা । 28ফেব্রুয়ারি পর্যন্ত এই স্কিমের সুবিধা থাকবে । 31 শে মার্চ পর্যন্ত কর জমা দেওয়ার সময়সীমা থাকছে ।"

কলকাতা, 25 ফেব্রুয়ারি : আগামী রবিবার খোলা থাকবে কলকাতা পৌরনিগমের ট্রেজারি ও অ্যাসেসমেন্ট বিভাগ । ওয়েবার স্কিমের শেষ দিন 28 ফেব্রুয়ারি ৷ তাই বকেয়া কর জমা নিতে আগামী রবিবার খোলা থাকবে কলকাতা পৌরনিগমের ট্রেজারি ও অ্যাসেসমেন্ট বিভাগ । বকেয়া সম্পত্তি কর আদায় করতে রাজ্য সরকার ওয়েভার স্কিমের ঘোষণা করে । বকেয়া সম্পত্তি কর জমা দিতে এই প্রথম রাজ্য সরকার এই ধরণের ঘোষণা করে । আগামী 28ফেব্রুয়ারি ওয়েবার স্কিম এর মেয়াদ শেষ হচ্ছে । অনাদায়ী সম্পত্তি কর আদায় করতে 3 অক্টোবর কলকাতা পৌরনিগমের তরফ থেকে ওয়েভার স্কিমের ঘোষণা করা হয় । ঘোষণা করা হয় 28 ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া কর জমা দিলে 100% সুদ ও 100 জরিমানা মকুব করা হবে । সেইসঙ্গে ঘোষণা করা হয় 28 ফেব্রুয়ারির মধ্যে এবার স্কিমের আবেদন জানালে 7% সুদ ও 99% জরিমানায় মিলবে 31 শে মার্চ পর্যন্ত ।

ভিডিয়োতে শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

এখন পর্যন্ত ওয়েভার স্কিমে 375 কোটি টাকা আদায় হয়েছে কলকাতা পৌরনিগমের । আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 450 কোটি টাকা অনাদায়ে সম্পত্তি কর আদায় হবে এই স্কিমে । কলকাতা পৌরনিগম প্রায় 500 কোটি লক্ষ্যমাত্রা স্থির করেছিল সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে । আনুমানিক প্রায় 2000 কোটি টাকা অনাদায়ে সম্পত্তি করের পরিমাণ । যদিও এর মধ্যে সম্পত্তিগত ত্রুটি ,পারিবারিক জটিলতা ও কোর্টের মামলা থাকায় অনেক ক্ষেত্রেই কর আদায় করার সমস্যা তৈরি হচ্ছে কলকাতা পৌরনিগমের ।

আরও পড়ুন : পামেলার ফোন রেকর্ডে কোকেন কারবারের সূত্র !

এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "অনাদায়ে সম্পত্তি কর আদায় করতে আমরা যে লক্ষ্যমাত্রা স্থির করেছিলাম তার কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি । লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি অর্থ আমরা আদায় করতে পেরেছি । যা সন্তোষজনক । সাধারণ মানুষের কাছে ওয়েবার স্কিম খুব ভালো গ্রহণযোগ্য হয়েছে । আশানুরূপ ফল পেয়েছি আমরা । 28ফেব্রুয়ারি পর্যন্ত এই স্কিমের সুবিধা থাকবে । 31 শে মার্চ পর্যন্ত কর জমা দেওয়ার সময়সীমা থাকছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.