ETV Bharat / state

তারের জঞ্জাল পরিষ্কারে নামছে পৌরনিগম, ইন্টারনেট-কেবল পরিষেবা ব্যাহতের আশঙ্কা

কলকাতার সৌন্দর্যায়নে শহরের ওলি-গলি ও ল্যাম্পপোস্টে ঝুলে থাকা তারের আর্বজনা সাফ করতে উদ্যোগী হল কলকাতা পৌরনিগম ৷ শনিবার থেকেই শুরু হবে কাজ ৷

image
ফিরহাদ হাকিম
author img

By

Published : Jun 13, 2020, 4:36 AM IST

Updated : Jun 13, 2020, 8:52 AM IST

কলকাতা, 13 জুন : শহর কলকাতার অলি গলিতে ঝুলে থাকতে দেখা যায় তারের আবর্জনা৷ এবার তিলোত্তমাকে এই তারের বেড়াজাল থেকে মুক্ত করতে চায় কলকাতা পৌরনিগম ৷ তাই কল্লোলিনী কলকাতার সৌন্দর্য ফিরিয়ে দিতে শনিবার থেকে শহর জুড়ে তারের আর্বজনা কেটে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷

7 দিন আগে কেবল টিভি অপারেটর ও ইন্টারনেট অপারেটরদের দ্রুততার সঙ্গে তার সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল পৌরনিগমের তরফে ৷ কিন্তু বহু জায়গাতেই এখনও তারের জঞ্জাল ছড়িয়ে রয়েছে । কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন, আর সময় দেওয়া হবে না । বহুবার অনুরোধ করা হয়েছে কিন্তু কাজ হয়নি । ফলে শনিবার থেকেই তার কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ঘূর্ণিঝড় আমফানে বহু তার ছিঁড়ে রাস্তার উপরে পড়ে রয়েছে । তারের ওজনে ভেঙে পড়েছে ল্যাম্পপোস্ট । বহুবার পরিষ্কার করার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি ইন্টারনেট সংস্থা ও কেবল অপারেটররা ৷ তাই এবার তারের জঞ্জাল পরিষ্কার করতে উদ্যোগী কলকাতা পৌরনিগম ।

শুক্রবার ফিরহাদ হাকিম জানান, ‘‘ঘূর্ণিঝড় আমফানে কলকাতা পৌরনিগমের বহু ল্যাম্পপোস্ট ভেঙে পড়েছে । ল্যাম্পপোস্টের সঙ্গে জড়ানো তারের ওজনের ভারেই তা ভেঙে পড়েছে ৷ পৌরনিগম থেকে কেবল টিভি অপারেটরদের থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, সচল তারগুলি রেখে দিয়ে অপ্রয়োজনীয় তারগুলি যেন সরিয়ে দেওয়া হয় ৷ শুধু কেবল টিভি অপারেটরস নয়, ইন্টারনেট পরিষেবা সঙ্গে জড়িত নামীদামি আন্তর্জাতিক টেলিকম সংস্থাগুলির তারও ঝুলে আছে শহরজুড়ে । তাদেরও বহুবার ব্যবস্থা নিতে বলা হলেও কোনও পদক্ষেপ করেনি । সংস্থাগুলি ব্যবসা করছে শুধু নিজেদের সুবিধা দেখে । কিন্তু সরকারি বিধি নিষেধ মেনে ব্যবসা করতে হবে । আমরা আগেই সেই তার কেটে দিতে পারতাম কিন্তু মানুষের সমস্যার কথা ভেবে করিনি । তবে আর নয়, এবার আমরাই এইগুলি কেটে দেব । হয়তো সাধারণ মানুষের সমস্যায় পড়তে হবে কিন্তু আমাদের কিছু করার নেই ৷ কিছুদিনের জন্য মানুষের টিভি, ইন্টারনেট পরিষেবা হয়তো ব্যাহত হতে পারে ৷’’

কলকাতা, 13 জুন : শহর কলকাতার অলি গলিতে ঝুলে থাকতে দেখা যায় তারের আবর্জনা৷ এবার তিলোত্তমাকে এই তারের বেড়াজাল থেকে মুক্ত করতে চায় কলকাতা পৌরনিগম ৷ তাই কল্লোলিনী কলকাতার সৌন্দর্য ফিরিয়ে দিতে শনিবার থেকে শহর জুড়ে তারের আর্বজনা কেটে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷

7 দিন আগে কেবল টিভি অপারেটর ও ইন্টারনেট অপারেটরদের দ্রুততার সঙ্গে তার সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল পৌরনিগমের তরফে ৷ কিন্তু বহু জায়গাতেই এখনও তারের জঞ্জাল ছড়িয়ে রয়েছে । কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন, আর সময় দেওয়া হবে না । বহুবার অনুরোধ করা হয়েছে কিন্তু কাজ হয়নি । ফলে শনিবার থেকেই তার কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ঘূর্ণিঝড় আমফানে বহু তার ছিঁড়ে রাস্তার উপরে পড়ে রয়েছে । তারের ওজনে ভেঙে পড়েছে ল্যাম্পপোস্ট । বহুবার পরিষ্কার করার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি ইন্টারনেট সংস্থা ও কেবল অপারেটররা ৷ তাই এবার তারের জঞ্জাল পরিষ্কার করতে উদ্যোগী কলকাতা পৌরনিগম ।

শুক্রবার ফিরহাদ হাকিম জানান, ‘‘ঘূর্ণিঝড় আমফানে কলকাতা পৌরনিগমের বহু ল্যাম্পপোস্ট ভেঙে পড়েছে । ল্যাম্পপোস্টের সঙ্গে জড়ানো তারের ওজনের ভারেই তা ভেঙে পড়েছে ৷ পৌরনিগম থেকে কেবল টিভি অপারেটরদের থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, সচল তারগুলি রেখে দিয়ে অপ্রয়োজনীয় তারগুলি যেন সরিয়ে দেওয়া হয় ৷ শুধু কেবল টিভি অপারেটরস নয়, ইন্টারনেট পরিষেবা সঙ্গে জড়িত নামীদামি আন্তর্জাতিক টেলিকম সংস্থাগুলির তারও ঝুলে আছে শহরজুড়ে । তাদেরও বহুবার ব্যবস্থা নিতে বলা হলেও কোনও পদক্ষেপ করেনি । সংস্থাগুলি ব্যবসা করছে শুধু নিজেদের সুবিধা দেখে । কিন্তু সরকারি বিধি নিষেধ মেনে ব্যবসা করতে হবে । আমরা আগেই সেই তার কেটে দিতে পারতাম কিন্তু মানুষের সমস্যার কথা ভেবে করিনি । তবে আর নয়, এবার আমরাই এইগুলি কেটে দেব । হয়তো সাধারণ মানুষের সমস্যায় পড়তে হবে কিন্তু আমাদের কিছু করার নেই ৷ কিছুদিনের জন্য মানুষের টিভি, ইন্টারনেট পরিষেবা হয়তো ব্যাহত হতে পারে ৷’’

Last Updated : Jun 13, 2020, 8:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.