ETV Bharat / state

Anger over DA Hike: ভিক্ষা দিচ্ছে সরকার, 3% ডিএ বৃদ্ধিতে ক্ষুব্ধ কলকাতা পৌরনিগমের বিরোধী কর্মী সংগঠনগুলি

author img

By

Published : Feb 15, 2023, 7:46 PM IST

রাজ্য সরকার কর্মীদের 3 শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা পৌরনিগমের বিরোধী সংগঠনগুলি (Anger over DA Hike)৷

Anger over DA Hike ETV Bharat
কলকাতা পৌরনিগম

কলকাতা, 15 ফেব্রুয়ারি: গোটা দেশে সমস্ত রাজ্য সরকার কর্মীদের 30-35 শতাংশ ডিএ মিটিয়ে দিয়েছে (Anger over DA Hike)৷ আর এই রাজ্যে এত কিছুর পরও 3 শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা । রাজ্য সরকারি কর্মী ও স্বশাসিত সংস্থার কর্মীদের সঙ্গে ছেলেখেলা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ এমনই মত বিরোধী বাম, কংগ্রেস ও বিজপি প্রভাবিত পৌর শ্রমিক কর্মী ইউনিয়নগুলির (KMC opposition employees unions enraged)৷ তবে 3 শতাংশ ডিএ (3 percent DA hike) দেওয়াতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাল তৃণমূল প্রভাবিত পৌর ইউনিয়ন ।

ডিএ-র দাবিতে চলছে আন্দোলন । শুরু হয়েছে আমরণ অনশন । অনশনকারী একজন অসুস্থও হয়ে পড়েছেন । তবু সরকারের কোনও হেলদল না থাকায় কর্মীরা ইতিমধ্যেই হুমকি দিয়েছেন, ডিএ না পেলে আসন্ন পঞ্চায়েত ভোটে তাঁরা কাজ করবেন না ।

এমন পরিস্থিতির মধ্যেই এ দিন ছিল বিধানসভায় রাজ্য বাজেট পেশ । অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করাকালীনই ডিএ বিষয়ক ঘোষণা করেন । জানান, রাজ্যের কর্মীদের আরও 3 শতাংশ ডিএ দেওয়া হবে । সেই শুনে বিধানসভায় শাসকপন্থী একাংশের কর্মীরা আবির খেলেন । তবে রাজ্যজুড়ে কর্মীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে । ক্ষোভের আঁচ বোঝা যায় ছোট লাল বাড়ি অর্থাৎ কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবনেও ।

এ দিন কলকাতা পৌরনিগমের বামপন্থী শ্রমিক ও কর্মী সংগঠনের নেতা অনুতোষ সরকার জানান, প্রথমে ডিএ সম্পূর্ণ অস্বীকার করেছিল ৷ সরকার বলেছিল, কর্মীরা ডিএ পাওয়ার যোগ্য নয় । পরে সরকার বলে, সব ডিএ দেওয়া হয়ে গিয়েছে । এখন 3 শতাংশের ঘোষণা । রাজ্য সরকারি কর্মী, স্বশাসিত সংস্থার কর্মী, শিক্ষক - এঁদের নিয়ে ছেলেখেলা করছে । এই সরকার দেউলিয়া হয়ে গিয়েছে ৷ এতে সমস্যা সমাধান হওয়ার জায়গা নেই । এই আন্দোলন আরও তীব্র হবে । পুরো পাওনা দিতে হবে ।

আরও পড়ুন: 3% ডিএ বৃদ্ধি রাজ্যের কর্মী ও পেনশনভোগীদের; আর্থিক সংকটেও মিলছে সুযোগ, বললেন মুখ্যমন্ত্রী

কংগ্রেস প্রভাবিত সংগঠন কেএমসি মজদুর পঞ্চায়েত নেতা দীপক রায়চৌধুীর কথায়, "বিশেষ কিছু বলার নেই । এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে । বকেয়া ডিএ-র নিয়ে সামনে শুনানি । আমরা চাই বকেয়া-সহ কেন্দ্রীয় হরে ডিএ দিক সরকার । আমদের সম্পূর্ণ না দিলে খুশি হওয়ার জায়গা নেই ।"

বিজেপি প্রভাবিত ইউনিয়ন কেএমসি মজদুর সঙ্ঘের নেতা অশোক সিনহা বলেন, অন্য রাজ্যগুলো 35-38 শতাংশ ডিএ দিয়েছে । সেখানে এ রাজ্যে 3 শতাংশের ঘোষণা । এটা ভিক্ষা দেওয়ার শামিল । এই ডিএ আমাদের দরকার নেই ।"

এ দিকে, "তৃণমূল প্রভাবিত ইউনিয়ন নেতা শ্রীমন্ত ঘোষাল বলেন, মানুষের জন্য কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আমরা কর্পোরেশনে আবির খেলব 3 শতাংশ ডিএ দেওয়ার জন্য । আগামী দিনে আরও দেবে। কেন্দ্র টাকা দিচ্ছে না, তবু টেনে চালাচ্ছে রাজ্য ।"

কলকাতা, 15 ফেব্রুয়ারি: গোটা দেশে সমস্ত রাজ্য সরকার কর্মীদের 30-35 শতাংশ ডিএ মিটিয়ে দিয়েছে (Anger over DA Hike)৷ আর এই রাজ্যে এত কিছুর পরও 3 শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা । রাজ্য সরকারি কর্মী ও স্বশাসিত সংস্থার কর্মীদের সঙ্গে ছেলেখেলা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ এমনই মত বিরোধী বাম, কংগ্রেস ও বিজপি প্রভাবিত পৌর শ্রমিক কর্মী ইউনিয়নগুলির (KMC opposition employees unions enraged)৷ তবে 3 শতাংশ ডিএ (3 percent DA hike) দেওয়াতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাল তৃণমূল প্রভাবিত পৌর ইউনিয়ন ।

ডিএ-র দাবিতে চলছে আন্দোলন । শুরু হয়েছে আমরণ অনশন । অনশনকারী একজন অসুস্থও হয়ে পড়েছেন । তবু সরকারের কোনও হেলদল না থাকায় কর্মীরা ইতিমধ্যেই হুমকি দিয়েছেন, ডিএ না পেলে আসন্ন পঞ্চায়েত ভোটে তাঁরা কাজ করবেন না ।

এমন পরিস্থিতির মধ্যেই এ দিন ছিল বিধানসভায় রাজ্য বাজেট পেশ । অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করাকালীনই ডিএ বিষয়ক ঘোষণা করেন । জানান, রাজ্যের কর্মীদের আরও 3 শতাংশ ডিএ দেওয়া হবে । সেই শুনে বিধানসভায় শাসকপন্থী একাংশের কর্মীরা আবির খেলেন । তবে রাজ্যজুড়ে কর্মীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে । ক্ষোভের আঁচ বোঝা যায় ছোট লাল বাড়ি অর্থাৎ কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবনেও ।

এ দিন কলকাতা পৌরনিগমের বামপন্থী শ্রমিক ও কর্মী সংগঠনের নেতা অনুতোষ সরকার জানান, প্রথমে ডিএ সম্পূর্ণ অস্বীকার করেছিল ৷ সরকার বলেছিল, কর্মীরা ডিএ পাওয়ার যোগ্য নয় । পরে সরকার বলে, সব ডিএ দেওয়া হয়ে গিয়েছে । এখন 3 শতাংশের ঘোষণা । রাজ্য সরকারি কর্মী, স্বশাসিত সংস্থার কর্মী, শিক্ষক - এঁদের নিয়ে ছেলেখেলা করছে । এই সরকার দেউলিয়া হয়ে গিয়েছে ৷ এতে সমস্যা সমাধান হওয়ার জায়গা নেই । এই আন্দোলন আরও তীব্র হবে । পুরো পাওনা দিতে হবে ।

আরও পড়ুন: 3% ডিএ বৃদ্ধি রাজ্যের কর্মী ও পেনশনভোগীদের; আর্থিক সংকটেও মিলছে সুযোগ, বললেন মুখ্যমন্ত্রী

কংগ্রেস প্রভাবিত সংগঠন কেএমসি মজদুর পঞ্চায়েত নেতা দীপক রায়চৌধুীর কথায়, "বিশেষ কিছু বলার নেই । এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে । বকেয়া ডিএ-র নিয়ে সামনে শুনানি । আমরা চাই বকেয়া-সহ কেন্দ্রীয় হরে ডিএ দিক সরকার । আমদের সম্পূর্ণ না দিলে খুশি হওয়ার জায়গা নেই ।"

বিজেপি প্রভাবিত ইউনিয়ন কেএমসি মজদুর সঙ্ঘের নেতা অশোক সিনহা বলেন, অন্য রাজ্যগুলো 35-38 শতাংশ ডিএ দিয়েছে । সেখানে এ রাজ্যে 3 শতাংশের ঘোষণা । এটা ভিক্ষা দেওয়ার শামিল । এই ডিএ আমাদের দরকার নেই ।"

এ দিকে, "তৃণমূল প্রভাবিত ইউনিয়ন নেতা শ্রীমন্ত ঘোষাল বলেন, মানুষের জন্য কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আমরা কর্পোরেশনে আবির খেলব 3 শতাংশ ডিএ দেওয়ার জন্য । আগামী দিনে আরও দেবে। কেন্দ্র টাকা দিচ্ছে না, তবু টেনে চালাচ্ছে রাজ্য ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.