কলকাতা, 18 ডিসেম্বর : রাত পোহালেই কলকাতা পৌরনিগমের নির্বাচন (KMC Election 2021) ৷ কিন্তু এই নির্বাচনের ফল কী হতে পারে বা বোর্ড কোন দল গঠন করতে পারে তা নিয়ে সম্ভবত কোনও জল্পনার প্রয়োজন নেই ৷ রাজনৈতিক মহলের মতে ,এই প্রথম এমন পৌরনির্বাচন হতে চলেছে কলকাতায়, যেখানে সম্ভাব্য ফলাফল সহজেই আগাম অনুমেয় ৷ তৃণমূলের জয় নিয়ে কোনও মহলেরই সংশয় নেই ৷ পরিস্থিতি এমন যে, বিরোধীরা খাতা খুললেই সন্তুষ্ট হবে ৷
ভোট পর্ব শুরু হওয়ার আগেই যেন ফলাফল জানা হয়ে গিয়েছে, শাসকদল তৃণমূল হোক বা বিরোধী বিজেপি, সিপিএম বা কংগ্রেস সব পক্ষেরই মনোভাব প্রাই এইরকমই ৷ কলকাতা পৌরভোটের প্রচার পর্বেও তৃণমূল নেতৃত্বকে সেরকম আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে ঝাঁপাতে দেখা যায়নি ৷ যদিও এই নির্বাচনের জন্য প্রচারের সময় খুব বেশি পায়নি রাজনৈতিক দলগুলি ৷ তবুও ওয়াকিবহাল মহল মনে করছে ফলাফল নিজেদের পক্ষে হবে জেনেই প্রচারে জোর দেয়নি তৃণমূল ৷ কোনও রোড শো করেননি তৃণমূল সুপ্রিমো বন্দ্য়োপাধ্যায়ও ৷ করেছেন মাত্র 3-4টি জনসভা ৷ প্রচার পর্বের সময় তিনি তিনদিন গোয়া সফরে ছিলেন ৷
আরও পড়ুন : পৌরভোটের আগে কলকাতায় নাকা চেকিং, টহল পুলিশের
এমনকি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকেও সেভাবে কলকাতা পৌরভোটের প্রচারে ঝাঁপাতে দেখা যায়নি ৷ প্রচারের শেষলগ্নে রাজ্য বিজেপি নেতৃত্বকে দেখা গিয়েছে সিঙ্গুরে কৃষক আন্দোলনে ৷ বিভিন্ন জনমত সমীক্ষাতেও এই নির্বাচনে শাসকদল তৃণমূলের বিপুল জয়ের আভাসই দেওয়া হয়েছে ৷