ETV Bharat / state

KMC Election 2021 : নিশ্চিন্ত তৃণমূল, কলকাতা পৌরভোটে বিরোধীরা খাতা খুললেই সন্তুষ্ট - KMC going for a totally speculation free poll on Sunday

আর কয়েক ঘণ্টা পরেই শুরু হতে চলেছে কলকাতা পৌরভোটের ভোটগ্রহণ পর্ব (KMC Election 2021)

কয়েক ঘণ্টা পরেই পৌরভোট কলকাতায়
KMC Election 2021
author img

By

Published : Dec 18, 2021, 10:44 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর : রাত পোহালেই কলকাতা পৌরনিগমের নির্বাচন (KMC Election 2021) ৷ কিন্তু এই নির্বাচনের ফল কী হতে পারে বা বোর্ড কোন দল গঠন করতে পারে তা নিয়ে সম্ভবত কোনও জল্পনার প্রয়োজন নেই ৷ রাজনৈতিক মহলের মতে ,এই প্রথম এমন পৌরনির্বাচন হতে চলেছে কলকাতায়, যেখানে সম্ভাব্য ফলাফল সহজেই আগাম অনুমেয় ৷ তৃণমূলের জয় নিয়ে কোনও মহলেরই সংশয় নেই ৷ পরিস্থিতি এমন যে, বিরোধীরা খাতা খুললেই সন্তুষ্ট হবে ৷

ভোট পর্ব শুরু হওয়ার আগেই যেন ফলাফল জানা হয়ে গিয়েছে, শাসকদল তৃণমূল হোক বা বিরোধী বিজেপি, সিপিএম বা কংগ্রেস সব পক্ষেরই মনোভাব প্রাই এইরকমই ৷ কলকাতা পৌরভোটের প্রচার পর্বেও তৃণমূল নেতৃত্বকে সেরকম আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে ঝাঁপাতে দেখা যায়নি ৷ যদিও এই নির্বাচনের জন্য প্রচারের সময় খুব বেশি পায়নি রাজনৈতিক দলগুলি ৷ তবুও ওয়াকিবহাল মহল মনে করছে ফলাফল নিজেদের পক্ষে হবে জেনেই প্রচারে জোর দেয়নি তৃণমূল ৷ কোনও রোড শো করেননি তৃণমূল সুপ্রিমো বন্দ্য়োপাধ্যায়ও ৷ করেছেন মাত্র 3-4টি জনসভা ৷ প্রচার পর্বের সময় তিনি তিনদিন গোয়া সফরে ছিলেন ৷

আরও পড়ুন : পৌরভোটের আগে কলকাতায় নাকা চেকিং, টহল পুলিশের

এমনকি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকেও সেভাবে কলকাতা পৌরভোটের প্রচারে ঝাঁপাতে দেখা যায়নি ৷ প্রচারের শেষলগ্নে রাজ্য বিজেপি নেতৃত্বকে দেখা গিয়েছে সিঙ্গুরে কৃষক আন্দোলনে ৷ বিভিন্ন জনমত সমীক্ষাতেও এই নির্বাচনে শাসকদল তৃণমূলের বিপুল জয়ের আভাসই দেওয়া হয়েছে ৷

কলকাতা, 18 ডিসেম্বর : রাত পোহালেই কলকাতা পৌরনিগমের নির্বাচন (KMC Election 2021) ৷ কিন্তু এই নির্বাচনের ফল কী হতে পারে বা বোর্ড কোন দল গঠন করতে পারে তা নিয়ে সম্ভবত কোনও জল্পনার প্রয়োজন নেই ৷ রাজনৈতিক মহলের মতে ,এই প্রথম এমন পৌরনির্বাচন হতে চলেছে কলকাতায়, যেখানে সম্ভাব্য ফলাফল সহজেই আগাম অনুমেয় ৷ তৃণমূলের জয় নিয়ে কোনও মহলেরই সংশয় নেই ৷ পরিস্থিতি এমন যে, বিরোধীরা খাতা খুললেই সন্তুষ্ট হবে ৷

ভোট পর্ব শুরু হওয়ার আগেই যেন ফলাফল জানা হয়ে গিয়েছে, শাসকদল তৃণমূল হোক বা বিরোধী বিজেপি, সিপিএম বা কংগ্রেস সব পক্ষেরই মনোভাব প্রাই এইরকমই ৷ কলকাতা পৌরভোটের প্রচার পর্বেও তৃণমূল নেতৃত্বকে সেরকম আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে ঝাঁপাতে দেখা যায়নি ৷ যদিও এই নির্বাচনের জন্য প্রচারের সময় খুব বেশি পায়নি রাজনৈতিক দলগুলি ৷ তবুও ওয়াকিবহাল মহল মনে করছে ফলাফল নিজেদের পক্ষে হবে জেনেই প্রচারে জোর দেয়নি তৃণমূল ৷ কোনও রোড শো করেননি তৃণমূল সুপ্রিমো বন্দ্য়োপাধ্যায়ও ৷ করেছেন মাত্র 3-4টি জনসভা ৷ প্রচার পর্বের সময় তিনি তিনদিন গোয়া সফরে ছিলেন ৷

আরও পড়ুন : পৌরভোটের আগে কলকাতায় নাকা চেকিং, টহল পুলিশের

এমনকি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকেও সেভাবে কলকাতা পৌরভোটের প্রচারে ঝাঁপাতে দেখা যায়নি ৷ প্রচারের শেষলগ্নে রাজ্য বিজেপি নেতৃত্বকে দেখা গিয়েছে সিঙ্গুরে কৃষক আন্দোলনে ৷ বিভিন্ন জনমত সমীক্ষাতেও এই নির্বাচনে শাসকদল তৃণমূলের বিপুল জয়ের আভাসই দেওয়া হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.