কলকাতা, 8 মার্চ : এবার কলকাতাতেই ধীরে ধীরে গঙ্গাবক্ষে চলে যাচ্ছে একাধিক ঐতিহ্যবাহী ঘাটের অংশ । তবে গঙ্গার পাড় বাঁধানো বা ভাঙনরোধে এখনও কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি বন্দর কর্তৃপক্ষ ও কলকাতা পৌরসভাকে । যত দিন যাচ্ছে নিমতলা, বড়বাজার-সহ একাধিক জায়গায় গঙ্গার পাড় তলিয়ে যাচ্ছে নদীগর্ভে ।
নিমতলা মহাশ্মশান থেকে হাঁটা পথে খানিকটা এগোলেই বন্দর কর্তৃপক্ষের জায়গায় মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে পর পর বেশ কয়েকটি গুদামঘর । তার সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে বড় বড় ট্রাক । তার পিছন দিকে গেলেই দেখা যাচ্ছে বেশ কিছু অংশ ইতিমধ্যেই চলে গিয়েছে গঙ্গায় । জোয়ারের সময় গঙ্গার জলে ঝাপটা খায় গুদামঘরের পিছন দিক ৷ এভাবে চলতে থাকলে গুদামঘরও তলিয়ে যাবে গঙ্গাবক্ষে ।
বছরের পর বছর কেটে গেলেও ভাঙনরোধে কলকাতা পৌরসভা বা বন্দর কর্তৃপক্ষের তরফে কোনওরকম উদ্যোগ নিতে দেখা যায়নি (KMC and Kolkata Port Trust are Indifferent About Ganga Erosion) ৷ এই বিষয়ে গঙ্গার ঘাটের দায়িত্বপ্রাপ্ত কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার বলেন, "গঙ্গার ঘাট ভাঙ্গনের সমস্যা গুরুতর । তবে এটা কলকাতা বন্দরের এক্তিয়ার ভুক্ত এটা । ফলে বন্দর কর্তৃপক্ষ অনুমতি না দিলে সেখানে আমরা কোনওভাবেই কাজ করতে পারব না ।"
যদিও কলকাতা বন্দর কর্তৃপক্ষের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় জানান, এই বিষয়টি তাঁর ঠিক জানা নেই । কোনও কাগজপত্র থাকলে বিভাগ থেকে খোঁজ নিয়ে দেখবেন ।
আরও পড়ুন : CM Letter to PM : গঙ্গা ভাঙন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর