ETV Bharat / state

Kite World Cup: ময়দানের বিশ্বযুদ্ধ আকাশে, শিয়ালদায় 'ইন্ডিয়া কাইটে' বিশ্বকাপ ঘুড়ি

ফুটবল ছাড়া বাঙালি আর বাঙালি ছাড়া ফুটবল- দু'টোই অসম্ভব ৷ তাই কাতারে মাঠের লড়াই এবার কলকাতার আকাশে ৷ বিশ্বকাপে পছন্দের দলের ঘুড়ি চাই ? রইল তার ঠিকানা (World Cup Kite) ৷

author img

By

Published : Nov 23, 2022, 8:07 PM IST

FIFA World Cup
ETV Bharat

কলকাতা, 23 নভেম্বর: বিশ্বকাপ ঘিরে কাঁপছে দুনিয়া । ফুটবলের সঙ্গে বাঙালির আত্মার টান ৷ ফুটবল ছাড়া বাঙালি যেন অসম্পূর্ণ ৷ তাই কাতারের রেশ চলছে তিলোত্তমায় ৷ উন্মাদনা শুধু ময়দানে নয়, এবার আকাশেও ৷

হ্যাঁ, তেমনই আয়োজন করেছেন অজিত দত্ত ৷ শিয়ালদায় বহু পুরনো অজিত দত্তের ঘুড়ির দোকান 'ইন্ডিয়া কাইট' । দোকানের বয়স 56 বছর । আর অজিত বাবুর বয়স 70 ছুঁই ছুঁই । বয়স বাড়লেও বদলায়নি তাঁদের ঐতিহ্য। প্রতিবার বিশ্বকাপে তাঁদের ভাবনায় আসে বিশ্বকাপের ঘুড়ি । এবারও তার ব্যতিক্রম নয় ৷ ঘুড়ির মরশুমে তো কেনাবেচা চলেই ৷ এবার বিশ্বকাপেও সেজে উঠেছে ঘুড়ির দোকান ৷ বিশ্বের ফুটবলের আবেগ বাংলার আকাশে ৷ তৈরি হয়েছে রংবেরঙের ঘুড়ি ৷

আরও পড়ুন: পিছিয়ে পড়েও এল দুরন্ত জয়, 4-1 গোলে জিতল ফ্রান্স

2022-এর বিশ্বকাপে যতগুলি দেশ অংশ নিয়েছে, সেই সব দেশের পতাকা রয়েছে একেকটি ঘুড়িতে ৷ আর্জেন্টিনা থেকে ব্রাজিল, পর্তুগাল- সব দেশ ৷ ফিফার প্রতীক, কোনও ঘুড়িতে ফিফা বিশ্বকাপের ট্রফি (FIFA World Cup Trophy) ৷ এছাড়া কাতারে বিশ্বকাপ হওয়ার জেরে আছে বিশেষ কাতার ঘুড়িও । ঘুড়ির দাম শুরু 15 টাকা থেকে ।

স্কুল ফেরতা কিশোর, পথচারী, ফুটবলপ্রেমী- নিজের নিজের পছন্দের দেশকে বেছে সেই ঘুড়ি অর্ডার দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন কলকাতাবাসীরা ৷ এছাড়াও যে যেমন অর্ডার দিচ্ছে, সেই অনুযায়ী ঘুড়ি বানিয়ে দিচ্ছেন তাঁরা ।

ঘুড়িতে বিশ্বকাপ, কলকাতায় পুরনো দোকানে দেদার বিক্রি কাতার ঘুড়ি

এমন ঘুড়ি তৈরির পিছনে শুধুই কি ব্যবসা ? দোকান-মালিক অজিতবাবুর গলায় আক্ষেপ, "এখন খেলাধুলো অনেক কমে গিয়েছে ৷ বাচ্চারা আগের মতো আর ফুটবল বা ক্রিকেটে খেলে না । তবে বিশ্বকাপের সময় সবাই খেলা দেখতে ভালোবাসে ৷ সেজন্য ক্রিকেট, ফুটবল- বিশ্বকাপের সময় ঘুড়ির মাধ্যমে বিষয়টাকে আমরা ফুটিয়ে তুলতে চাই । বহু মানুষ আসছেন । ঘুড়ি কিনে নিয়ে যাচ্ছেন ।"

তবে কোন দলের ঘুড়ির চাহিদা বেশি ? এ নিয়ে ঘুড়ির কারিগর বলেন, "সব থেকে বেশি চাহিদা ব্রাজিল, আর্জেন্টিনার ৷ তবে স্পেন, পর্তুগাল, ফ্রান্সেরও চাহিদা রয়েছে ।" মাঠের লড়াই আকাশে- তাই ভিড়ও হচ্ছে আট থেকে আশি সবার ।

আরও পড়ুন: ঘুচল অপরাজিত তকমা, হাতছাড়া 64 বছরের রেকর্ডও ! মরুদেশে মলিন 'মেসি অ্যান্ড কোং'

কলকাতা, 23 নভেম্বর: বিশ্বকাপ ঘিরে কাঁপছে দুনিয়া । ফুটবলের সঙ্গে বাঙালির আত্মার টান ৷ ফুটবল ছাড়া বাঙালি যেন অসম্পূর্ণ ৷ তাই কাতারের রেশ চলছে তিলোত্তমায় ৷ উন্মাদনা শুধু ময়দানে নয়, এবার আকাশেও ৷

হ্যাঁ, তেমনই আয়োজন করেছেন অজিত দত্ত ৷ শিয়ালদায় বহু পুরনো অজিত দত্তের ঘুড়ির দোকান 'ইন্ডিয়া কাইট' । দোকানের বয়স 56 বছর । আর অজিত বাবুর বয়স 70 ছুঁই ছুঁই । বয়স বাড়লেও বদলায়নি তাঁদের ঐতিহ্য। প্রতিবার বিশ্বকাপে তাঁদের ভাবনায় আসে বিশ্বকাপের ঘুড়ি । এবারও তার ব্যতিক্রম নয় ৷ ঘুড়ির মরশুমে তো কেনাবেচা চলেই ৷ এবার বিশ্বকাপেও সেজে উঠেছে ঘুড়ির দোকান ৷ বিশ্বের ফুটবলের আবেগ বাংলার আকাশে ৷ তৈরি হয়েছে রংবেরঙের ঘুড়ি ৷

আরও পড়ুন: পিছিয়ে পড়েও এল দুরন্ত জয়, 4-1 গোলে জিতল ফ্রান্স

2022-এর বিশ্বকাপে যতগুলি দেশ অংশ নিয়েছে, সেই সব দেশের পতাকা রয়েছে একেকটি ঘুড়িতে ৷ আর্জেন্টিনা থেকে ব্রাজিল, পর্তুগাল- সব দেশ ৷ ফিফার প্রতীক, কোনও ঘুড়িতে ফিফা বিশ্বকাপের ট্রফি (FIFA World Cup Trophy) ৷ এছাড়া কাতারে বিশ্বকাপ হওয়ার জেরে আছে বিশেষ কাতার ঘুড়িও । ঘুড়ির দাম শুরু 15 টাকা থেকে ।

স্কুল ফেরতা কিশোর, পথচারী, ফুটবলপ্রেমী- নিজের নিজের পছন্দের দেশকে বেছে সেই ঘুড়ি অর্ডার দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন কলকাতাবাসীরা ৷ এছাড়াও যে যেমন অর্ডার দিচ্ছে, সেই অনুযায়ী ঘুড়ি বানিয়ে দিচ্ছেন তাঁরা ।

ঘুড়িতে বিশ্বকাপ, কলকাতায় পুরনো দোকানে দেদার বিক্রি কাতার ঘুড়ি

এমন ঘুড়ি তৈরির পিছনে শুধুই কি ব্যবসা ? দোকান-মালিক অজিতবাবুর গলায় আক্ষেপ, "এখন খেলাধুলো অনেক কমে গিয়েছে ৷ বাচ্চারা আগের মতো আর ফুটবল বা ক্রিকেটে খেলে না । তবে বিশ্বকাপের সময় সবাই খেলা দেখতে ভালোবাসে ৷ সেজন্য ক্রিকেট, ফুটবল- বিশ্বকাপের সময় ঘুড়ির মাধ্যমে বিষয়টাকে আমরা ফুটিয়ে তুলতে চাই । বহু মানুষ আসছেন । ঘুড়ি কিনে নিয়ে যাচ্ছেন ।"

তবে কোন দলের ঘুড়ির চাহিদা বেশি ? এ নিয়ে ঘুড়ির কারিগর বলেন, "সব থেকে বেশি চাহিদা ব্রাজিল, আর্জেন্টিনার ৷ তবে স্পেন, পর্তুগাল, ফ্রান্সেরও চাহিদা রয়েছে ।" মাঠের লড়াই আকাশে- তাই ভিড়ও হচ্ছে আট থেকে আশি সবার ।

আরও পড়ুন: ঘুচল অপরাজিত তকমা, হাতছাড়া 64 বছরের রেকর্ডও ! মরুদেশে মলিন 'মেসি অ্যান্ড কোং'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.