কলকাতা, 29 অক্টোবর: রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শাারীরিক পরিস্থিতি স্থিতিশীল। শনিবারের চেয়ে রবিবার তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেই জানাল হাসপাতাল। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন রাজ্য মন্ত্রিসভার এই প্রবীণ সদস্য । রাতে তাঁর ভালোই ঘুম হয়েছে । রবিবার সকালে হল্টার মনিটরিং শেষ হয়েছে। এদিনও বেশ কিছু টেস্ট করা হবে মন্ত্রীর।
আজ প্রথমে আরও একবার তাঁর এমআরআই করা হবে ৷ এছাড়া সার্ভাইকাল স্পাইনের জন্য আরও একটি এমআরএই করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। অর্থাৎ, আজ জোড়া এমআরআই হবে মন্ত্রীর ৷ তাঁর শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণ রয়েছে 2.3 ৷ সাধারণত এটি থাকার কথা 1.2 ৷ আজ ফের একবার রক্ত পরীক্ষাও করা হবে ৷ সোমবার মন্ত্রীর টিল্ট টেস্টও করা হতে পারে। শুক্রবার কেন এজলাসে তিনি জ্ঞান হারালেন সেটাই জানতে চান চিকিৎসকরা ।
শনিবার সকালেই জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে চার সদস্যের মেডিক্যাল বোর্ড। সেই বোর্ডে রয়েছেন ইন্টারন্যাল মেডিসিন বিশেষজ্ঞ নারায়ণ বন্দ্যোপাধ্যায়, কার্ডিওলজিস্ট আফতাব খান, নিউরোলজিস্ট সদানন্দ দে ও একজন নেফ্রোলজিস্ট। সেই মেডিক্যাল বোর্ড প্রতিনিয়ত বৈঠকে বসছে। সমস্ত টেস্টের রিপোর্ট হাতে নিয়ে নিয়মিত ব্যবধানে আলোচনাও করছেন চিকিৎসকরা। মন্ত্রীর দেহে রক্তচাপ ও শর্করার পরিমাণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে হাসপাতাল সূত্রে খবর।
এদিকে হাসপাতালের বাইরে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। ইডি অফিসাররা মাঝেমধ্যেই বেসরকারি হাসপাতালে এসে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে যাচ্ছেন। শনিবারের পর রবিবারও এক ইডি অফিসারের হাসপাতালে আসার কথা। শুক্রবার রাতেও দু'জন ইডি অফিসার হাসপাতাল আসেন। মন্ত্রীর কী কী চিকিৎসা চলছে এবং বর্তমানে তিনি কেমন আছেন সেই সব বিষয়ে খোঁজ নিয়ে যাচ্ছেন তাঁরা । সেই রিপোর্ট তাঁরা আদালতের পরবর্তী শুনানিতে পেশ করবেন বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন : স্থিতিশীল হলেও জ্যোতিপ্রিয়র শরীরে রয়েছে একাধিক সমস্যা