ETV Bharat / state

Jyotipriya Mallick: 'মরে যাব ! শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে', দাবি জ্যোতিপ্রিয়র

Ration Case: তিনি মরে যাবেন ৷ আর বাঁচবেন না ৷ তাঁর শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে ৷ রবিবার এমনই দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷

Ration Case
জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 12:54 PM IST

Updated : Nov 12, 2023, 3:01 PM IST

স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে জ্যোতিপ্রিয়কে

কলকাতা, 12 নভেম্বর: তাঁর শরীর অত্যন্ত খারাপ ৷ শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে ৷ রবিবার এমনই দাবি করলেন রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ নিয়মমাফিক স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে যখন কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন প্রায় হাঁটতেই পারছিলেন না তিনি ৷ দেখে মনে হয়েছে, শরীর যেন পুরো ছেড়ে দিয়েছে ৷ ইডি আধিকারিকরা কোনওরকমে তাঁকে ধরে ধরে সল্টলেকের অফিস থেকে বের করছেন ৷ আর বেরনোর সময় জ্যোতিপ্রিয় সাংবাদিকদের বললেন, "মরে যাব !"

আদালত নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৷ সেই মতোই রবিবার নিয়মমাফিক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য তাঁকে নিয়ে সল্টলেক অফিস থেকে বের হন ইডি আধিকারিকরা ৷ সেই সময় দেখা যায়, হাঁটতেই পারছেন না জ্যোতিপ্রিয় ৷ দেখে মনে হচ্ছে তাঁর পা যেন চলছে না ৷ দুই ইডি আধিকারিক তাঁকে ধরে ধরে ইডি অফিস থেকে বের করে নিয়ে গাড়িতে ওঠান ৷ নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে ৷ স্বাস্থ্য পরীক্ষার পর ফের ফিরিয়ে আনা হয় ইডি দফতরে ৷ এই যাওয়ার আসার সময়ই সাংবাদিকরা ধৃত মন্ত্রীকে ঘিরে ধরে তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চান ৷ তখন জ্যোতিপ্রিয় বলেন যে, তাঁর শরীর অত্যন্ত খারাপ ৷

তাঁর কথায়, "মরে যাব ৷ অবস্থা খুবই খারাপ ৷ আর বাঁচব না ৷ শরীরের একটা দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে ৷"

রেশন কেলেঙ্কারিতে ধৃত জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুরকে শনিবার আদালতে পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তারা আদালতে দাবি করে যে, জ্যোতিপ্রিয়র স্ত্রী ও কন্যাকে বিনা সুদে 9 কোটি টাকা ঋণ দিয়েছিলেন বাকিবুর ৷ এই প্রসঙ্গ তুলে ধরে আজ জ্যোতিপ্রিয়র কাছে এই দাবির সত্যতার কথা জানতে চান সাংবাদিকরা ৷ তবে সে প্রসঙ্গ এড়িয়ে যান জ্যোতিপ্রিয় ৷ তিনি বলেন, "ওসব গল্প ছেড়ে দিন ৷"

রেশন বণ্টন দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বাকিবুর রহমান ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ৷ ইডি সূত্রের খবর, ইতিমধ্যে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করতে পেরেছে তারা, যার মধ্যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নামে এবং বেনামে সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

আরও পড়ুন:

  1. 'আমার শরীর আরও খারাপ হয়েছে, হাতে-পায়ে পক্ষাঘাত হতে পারে'; দাবি জ্যোতিপ্রিয়র
  2. আপাতত কমান্ডেই হবে জ্যোতিপ্রিয়র চিকিৎসা, বিকল্প হাসপাতাল খুঁজতে ইডি-কে নির্দেশ হাইকোর্টের

স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে জ্যোতিপ্রিয়কে

কলকাতা, 12 নভেম্বর: তাঁর শরীর অত্যন্ত খারাপ ৷ শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে ৷ রবিবার এমনই দাবি করলেন রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ নিয়মমাফিক স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে যখন কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন প্রায় হাঁটতেই পারছিলেন না তিনি ৷ দেখে মনে হয়েছে, শরীর যেন পুরো ছেড়ে দিয়েছে ৷ ইডি আধিকারিকরা কোনওরকমে তাঁকে ধরে ধরে সল্টলেকের অফিস থেকে বের করছেন ৷ আর বেরনোর সময় জ্যোতিপ্রিয় সাংবাদিকদের বললেন, "মরে যাব !"

আদালত নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৷ সেই মতোই রবিবার নিয়মমাফিক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য তাঁকে নিয়ে সল্টলেক অফিস থেকে বের হন ইডি আধিকারিকরা ৷ সেই সময় দেখা যায়, হাঁটতেই পারছেন না জ্যোতিপ্রিয় ৷ দেখে মনে হচ্ছে তাঁর পা যেন চলছে না ৷ দুই ইডি আধিকারিক তাঁকে ধরে ধরে ইডি অফিস থেকে বের করে নিয়ে গাড়িতে ওঠান ৷ নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে ৷ স্বাস্থ্য পরীক্ষার পর ফের ফিরিয়ে আনা হয় ইডি দফতরে ৷ এই যাওয়ার আসার সময়ই সাংবাদিকরা ধৃত মন্ত্রীকে ঘিরে ধরে তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চান ৷ তখন জ্যোতিপ্রিয় বলেন যে, তাঁর শরীর অত্যন্ত খারাপ ৷

তাঁর কথায়, "মরে যাব ৷ অবস্থা খুবই খারাপ ৷ আর বাঁচব না ৷ শরীরের একটা দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে ৷"

রেশন কেলেঙ্কারিতে ধৃত জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুরকে শনিবার আদালতে পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তারা আদালতে দাবি করে যে, জ্যোতিপ্রিয়র স্ত্রী ও কন্যাকে বিনা সুদে 9 কোটি টাকা ঋণ দিয়েছিলেন বাকিবুর ৷ এই প্রসঙ্গ তুলে ধরে আজ জ্যোতিপ্রিয়র কাছে এই দাবির সত্যতার কথা জানতে চান সাংবাদিকরা ৷ তবে সে প্রসঙ্গ এড়িয়ে যান জ্যোতিপ্রিয় ৷ তিনি বলেন, "ওসব গল্প ছেড়ে দিন ৷"

রেশন বণ্টন দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বাকিবুর রহমান ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ৷ ইডি সূত্রের খবর, ইতিমধ্যে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করতে পেরেছে তারা, যার মধ্যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নামে এবং বেনামে সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

আরও পড়ুন:

  1. 'আমার শরীর আরও খারাপ হয়েছে, হাতে-পায়ে পক্ষাঘাত হতে পারে'; দাবি জ্যোতিপ্রিয়র
  2. আপাতত কমান্ডেই হবে জ্যোতিপ্রিয়র চিকিৎসা, বিকল্প হাসপাতাল খুঁজতে ইডি-কে নির্দেশ হাইকোর্টের
Last Updated : Nov 12, 2023, 3:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.