কলকাতা, 15 নভেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গঠিত সিটের প্রধানকে তলব করল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ(Justice Abhijit Gangopadhyay Summons the Head of CBI SIT)। বুধবার দুপুর দু'টোর সময় হাইকোর্টে আসতে বলা হয়েছে তাঁকে । শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তের জন্য সিবিআই অফিসারদের মধ্যে থেকে ছয় সদস্যের সিট গঠন করা হয় । তার প্রধানকেই বুধবার হাইকোর্টে আসার নির্দেশ দেওয়া হয়েছে ।
ভুয়ো নিয়োগের প্রকৃত সংখ্যা কত রয়েছে সিবিআইয়ের কাছে, কারা সাদা খাতা জমা দিয়েছিলেন, পরীক্ষায় 2-3 প্রাপ্তদের নম্বর বাড়িয়ে 52-53 করা হয়েছে সেই তালিকা কি কমিশনকে দিয়েছে সিবিআই ? এই সকল প্রশ্নের উত্তর জানতে সিবিআইয়ের সিটের প্রধানকে বুধবার হাইকোর্টে তলব করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
আরও পড়ুন : এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের চার্জশিটে 12 জনের নাম