ETV Bharat / state

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের ডাকার ক্ষেত্রে কঠোর হচ্ছে যাদবপুর

author img

By

Published : Sep 23, 2019, 8:02 PM IST

Updated : Sep 23, 2019, 8:21 PM IST

রাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের ডাকা নিয়ে কঠোর হওয়ার চিন্তাভাবনা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

বাবুল

কলকাতা, 23 সেপ্টেম্বর : বাবুল সুপ্রিয়র ঘটনা থেকে শিক্ষা নিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এমন কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ চাপানোর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । আজ একথা জানান সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ৷

বৃহস্পতিবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ ছিলেন অগ্নিমিত্রা পলও ৷ তখন SFI ও কয়েকটি সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ "গো ব্যাক স্লোগান" তুলে লাল-কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা ৷ কে পি বসু মেমোরিয়াল হলের সামনে বাবুলকে লক্ষ্য করে বোতল ও ইট ছোড়া হয় ৷ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় ৷ পরে রাজ্যপালের গাড়িতেই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসেন বাবুল ৷ যাদবপুরের কলা বিভাগের ইউনিয়ন রুমে ভাঙচুর চালানো হয় ৷ সেই ঘটনার পর চারদিন কেটে গেলেও বিশ্ববিদ্যালয় চত্বরে এখনও উত্তেজনা রয়েছে ৷ তাই এবার রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এমন কোনও অনুষ্ঠানের ক্ষেত্রে বিশেষ সতর্ক হওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

Jadavpur University
বিক্ষোভ যাদবপুরের পড়ুয়াদের

এই সংক্রান্ত আরও খবর : যাদবপুরে "ক্ষুব্ধ" রাজ্যপাল, বিক্ষোভের মাঝেই বের করে আনলেন বাবুলকে

আজ চিরঞ্জীববাবু বলেন, "এটা আমরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছি । কারণ কোনও নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন যদি কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কোনও সভা বা সেমিনার করার চেষ্টা করে যেখানে কোনও সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা কিছুটা বিধিনিষেধ কার্যকর করার কথা ভাবছি । এই ধরনের হিংসাত্মক ঘটনা ভবিষ্যতে যাতে না হয়, সেজন্য আমরা একটু ভেবেচিন্তে অনুমতি দেব ৷ এবারের ঘটনা ভীষণভাবে অনভিপ্রেত । আমরা কখনওই চাই না, এরকম ঘটনার পুনরাবৃত্তি হোক । যখন হল বুকিং করা হবে, তখন বক্তার তালিকা দেখার চেষ্টা করব আমরা ৷ সেখানে যদি নির্দিষ্ট কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকেন তাহলে আমরা সেটা নিয়ে চিন্তা করব ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : যারা বাবুলকে হেনস্থা করেছে, তাদের হাত ভাঙব; হুঁশিয়ারি দিলীপের

তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার্ড কোনও ছাত্র বা অধ্যাপক সংগঠনকে কিছুটা ছাড় দেওয়া হবে বলে জানান চিরঞ্জীববাবু ৷ তিনি বলেন, "যদি কোনও রেজিস্ট্রার্ড ইউনিয়ন বা যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনও অনুষ্ঠান করে বা কোনও বিশেষ উপলক্ষ্যে আমরা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সম্পন্ন কাউকে ডাকলাম, সেক্ষেত্রে হয়ত আমরা আর একটু নরমভাবে দেখব । সেক্ষেত্রে হয়ত অনুমতি দেওয়া হতে পারে । আমরা চাই না কোনও অনুষ্ঠানকে ঘিরে ভবিষ্যতে এরকম কোনও ঘটনা হোক ৷ এর ফলে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে শিক্ষার পরিবেশ তা ভীষণভাবে প্রভাবিত হচ্ছে । তবে এটা এখন আলোচনার স্তরে রয়েছে । আমরা আরও বিস্তারিত আলোচনা করে একটি নিয়ম তৈরির চেষ্টা করব । এখনই আমরা অনুমতি দেব না, সেটা না । তব অনুমতি দেওয়ার ক্ষেত্রে একটু কঠোর হব ।"

Jadavpur University
ABVP-র অভিযান আটকাচ্ছে পুলিশ

এই সংক্রান্ত আরও খবর : "বাবুল সুপ্রিয়র হেনস্থাকারীদের গ্রেপ্তারি চাই", মিছিল রাজ্য BJP-র

এদিকে, বৃহস্পতিবারের ঘটনায় রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ প্রাথমিক একটি রিপোর্ট তাঁকে পাঠানো হয়েছে ৷ উপাচার্য সুস্থ হওয়ার পর বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে ৷ তবে উচ্চশিক্ষা দপ্তর থেকে 48 ঘণ্টার মধ্যে যে রিপোর্ট তলব করা হয়েছিল তা এখনও পাঠানো হয়নি বলে জানান চিরঞ্জীববাবু ৷

Jadavpur University
যাদবপুর ক্যাম্পাসে পড়ুয়াদের মিছিল

এই সংক্রান্ত আরও খবর : বাবুল ও অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের যাদবপুরের 4 পড়ুয়ার

কলকাতা, 23 সেপ্টেম্বর : বাবুল সুপ্রিয়র ঘটনা থেকে শিক্ষা নিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এমন কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ চাপানোর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । আজ একথা জানান সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ৷

বৃহস্পতিবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ ছিলেন অগ্নিমিত্রা পলও ৷ তখন SFI ও কয়েকটি সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ "গো ব্যাক স্লোগান" তুলে লাল-কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা ৷ কে পি বসু মেমোরিয়াল হলের সামনে বাবুলকে লক্ষ্য করে বোতল ও ইট ছোড়া হয় ৷ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় ৷ পরে রাজ্যপালের গাড়িতেই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসেন বাবুল ৷ যাদবপুরের কলা বিভাগের ইউনিয়ন রুমে ভাঙচুর চালানো হয় ৷ সেই ঘটনার পর চারদিন কেটে গেলেও বিশ্ববিদ্যালয় চত্বরে এখনও উত্তেজনা রয়েছে ৷ তাই এবার রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এমন কোনও অনুষ্ঠানের ক্ষেত্রে বিশেষ সতর্ক হওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

Jadavpur University
বিক্ষোভ যাদবপুরের পড়ুয়াদের

এই সংক্রান্ত আরও খবর : যাদবপুরে "ক্ষুব্ধ" রাজ্যপাল, বিক্ষোভের মাঝেই বের করে আনলেন বাবুলকে

আজ চিরঞ্জীববাবু বলেন, "এটা আমরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছি । কারণ কোনও নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন যদি কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কোনও সভা বা সেমিনার করার চেষ্টা করে যেখানে কোনও সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা কিছুটা বিধিনিষেধ কার্যকর করার কথা ভাবছি । এই ধরনের হিংসাত্মক ঘটনা ভবিষ্যতে যাতে না হয়, সেজন্য আমরা একটু ভেবেচিন্তে অনুমতি দেব ৷ এবারের ঘটনা ভীষণভাবে অনভিপ্রেত । আমরা কখনওই চাই না, এরকম ঘটনার পুনরাবৃত্তি হোক । যখন হল বুকিং করা হবে, তখন বক্তার তালিকা দেখার চেষ্টা করব আমরা ৷ সেখানে যদি নির্দিষ্ট কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকেন তাহলে আমরা সেটা নিয়ে চিন্তা করব ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : যারা বাবুলকে হেনস্থা করেছে, তাদের হাত ভাঙব; হুঁশিয়ারি দিলীপের

তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার্ড কোনও ছাত্র বা অধ্যাপক সংগঠনকে কিছুটা ছাড় দেওয়া হবে বলে জানান চিরঞ্জীববাবু ৷ তিনি বলেন, "যদি কোনও রেজিস্ট্রার্ড ইউনিয়ন বা যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনও অনুষ্ঠান করে বা কোনও বিশেষ উপলক্ষ্যে আমরা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সম্পন্ন কাউকে ডাকলাম, সেক্ষেত্রে হয়ত আমরা আর একটু নরমভাবে দেখব । সেক্ষেত্রে হয়ত অনুমতি দেওয়া হতে পারে । আমরা চাই না কোনও অনুষ্ঠানকে ঘিরে ভবিষ্যতে এরকম কোনও ঘটনা হোক ৷ এর ফলে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে শিক্ষার পরিবেশ তা ভীষণভাবে প্রভাবিত হচ্ছে । তবে এটা এখন আলোচনার স্তরে রয়েছে । আমরা আরও বিস্তারিত আলোচনা করে একটি নিয়ম তৈরির চেষ্টা করব । এখনই আমরা অনুমতি দেব না, সেটা না । তব অনুমতি দেওয়ার ক্ষেত্রে একটু কঠোর হব ।"

Jadavpur University
ABVP-র অভিযান আটকাচ্ছে পুলিশ

এই সংক্রান্ত আরও খবর : "বাবুল সুপ্রিয়র হেনস্থাকারীদের গ্রেপ্তারি চাই", মিছিল রাজ্য BJP-র

এদিকে, বৃহস্পতিবারের ঘটনায় রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ প্রাথমিক একটি রিপোর্ট তাঁকে পাঠানো হয়েছে ৷ উপাচার্য সুস্থ হওয়ার পর বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে ৷ তবে উচ্চশিক্ষা দপ্তর থেকে 48 ঘণ্টার মধ্যে যে রিপোর্ট তলব করা হয়েছিল তা এখনও পাঠানো হয়নি বলে জানান চিরঞ্জীববাবু ৷

Jadavpur University
যাদবপুর ক্যাম্পাসে পড়ুয়াদের মিছিল

এই সংক্রান্ত আরও খবর : বাবুল ও অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের যাদবপুরের 4 পড়ুয়ার

Intro:কলকাতা, 23 সেপ্টেম্বর: 19 সেপ্টেম্বরের ঘটনা থেকে শিক্ষা নিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার থেকে কোনও রাজনৈতিক সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক ব‍্যক্তিত্বদের ডাকার অনুমতি দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান গ্রহণ করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানাচ্ছেন, ভবিষ্যতে যাতে 19 সেপ্টেম্বরের মতো ঘটনা না ঘটে তার জন্য বিশ্ববিদ্যালয়কে আরো সতর্ক হতে হবে। সেই কারণেই এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন তাঁরা।


Body:যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "এটা আমরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছি। কারণ, এই জাতীয় কোন নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন যদি কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কোনও সভা বা সেমিনার করার চেষ্টা করে যাতে কোন সমস্যা হতে পারে, যে ঘটনাটা এবার হয়েছে। সেই জাতীয় ক্ষেত্রে আমরা একটু বিধি-নিষেধ কার্যকর করার কথা ভাবছি। যাতে অন্তত কোনও রাজনৈতিক সংগঠন কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কোনও সভা, সেমিনার, কনফারেন্স কিছু যদি করতে চায়, আমরা অনুমতি দেওয়ার আগে একটু ভেবেচিন্তে দেব যাতে এই ধরনের হিংসাত্মক ঘটনার পরিস্থিতি ভবিষ্যতে না হয়। কারণ, এবার যে ঘটনাটা ঘটেছে সেটা ভীষণভাবে অনভিপ্রেত। আমরা কখনই চাই না এই রকম ঘটনার পুনরাবৃত্তি হোক। যখন হল বুকিং হবে তখন স্পিকার লিস্ট আমরা দেখার চেষ্টা করব, কারা কারা এসে ওখানে বক্তব্য রাখবেন। সেখানে যদি স্পেসিফিক কোনও রাজনৈতিক ব‍্যক্তিত্ব থাকেন তাহলে আমরা সেটা চিন্তা করব।"

তবে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার্ড কোনো ইউনিয়ন তা ছাত্রদের হোক বা অধ্যাপকদের, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় একটু নরম মনোভাব পোষণ করবে বলে জানাচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন, "যদি কোনও রেজিস্টার্ড ইউনিয়ন কোনও প্রোগ্রাম করে বা যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনও প্রোগ্রাম করে, কোনও বিশেষ উপলক্ষে আমরা কাউকে ডাকলাম, তাঁর হয়তো একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, সেক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। যেমন, স্টুডেন্টদের যে রেজিস্টার্ড ইউনিয়ন রয়েছে, নন-টিচিং স্টাফদের রেজিস্টার্ড ইউনিয়ন রয়েছে, শিক্ষকদের অ্যাসোসিয়েশন রয়েছে, তাঁরা যদি কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে আনেন সেক্ষেত্রে হয়তো আমরা আর একটু নরমভাবে দেখব। সেক্ষেত্রে হয়তো অনুমতি দেওয়া হতে পারে। কিন্তু, কোনও রাজনৈতিক সংগঠন যদি কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে আনে যেটা রেজিস্টার্ড ইউনিয়ন বা অ্যাসোসিয়েশনের মধ্যে পড়ছে না, সেক্ষেত্রে আমাদের আরেকটু সতর্ক হতে হবে। কারণ আমরা চাই না এই জাতীয় ঘটনাগুলো আর কোনও প্রোগ্রামকে ঘিরে হোক। কারণ, এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে একাডেমিক পরিবেশ সেটা ভীষণভাবে প্রভাবিত হচ্ছে। তবে, এটা এখন এটা আলোচনার স্তরে রয়েছে। আমরা আরও বিস্তারিত আলোচনা করে একটি নিয়ম তৈরি করার চেষ্টা করব। এখনই আমরা অনুমতি দেব না সেটা না। তবে, অনুমতি দেওয়ার ক্ষেত্রে একটু কঠোর হব।"

অন্যদিকে, বৃহস্পতিবারের ঘটনায় রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল। আজ প্রিলিমিনারি একটি রিপোর্ট তৈরি করে রাজ্যপালকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন, "একটা সংক্ষিপ্ত প্রিলিমিনারি রিপোর্ট পাঠানো হয়েছে। বিস্তারিত রিপোর্ট পরে পাঠানো হবে। কারণ আমাদের উপাচার্য শারীরিকভাবে সুস্থ নন, হাসপাতালে ভর্তি ছিলেন দু'দিন। উনি সুস্থ হয়ে আসুন। তারপর বিস্তারিত রিপোর্ট আমরা পাঠাব। প্রিলিমিনারি রিপোর্টে আমরা শুধু ঘটনাটা যা ঘটেছিল সেটার বিবরণ জানিয়েছি।" উচ্চশিক্ষা দপ্তর থেকেও 48 ঘণ্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছিল। সেই রিপোর্ট কি পাঠানো হয়েছে? চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "শিক্ষা দপ্তরকে এখনও রিপোর্ট পাঠানো হয়নি।"


আজকের ABVP-র মিছিল নিয়ে একটা চাপা উত্তেজনা কাজ করছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবারের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা ছিল কর্তৃপক্ষ থেকে ছাত্র-ছাত্রী সকলের মধ্যেই। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "প্রথমত একটা আশঙ্কা ছিল। যেহেতু একটা মিছিল হওয়ার কথা ছিল একটি পার্টিকুলার রাজনৈতিক সংগঠনের। সেই মিছিলটার বিরোধিতা করছিল আমাদের সব স্টুডেন্ট ইউনিয়ন, তার সঙ্গে নন টিচিং স্টাফদের ইউনিয়ন ও টিচারদের ইউনিয়ন। ফলে একটা সংঘাতের সম্ভাবনা ছিল। সেই জায়গা থেকে আমরা রাজ্য সরকারকে ভীষণভাবেই ধন্যবাদ দিতে চাই যে, রাজ্য প্রশাসন আজকে ভীষণভাবে সহযোগিতা করেছে আমাদের সঙ্গে। রাজ্য প্রশাসনের যে কাজটা করেছে, যাতে দুটো পরস্পরবিরোধী গ্রুপ মুখোমুখি না হয় তার জন্য যে পদক্ষেপ নিয়েছেন সেটার জন্য আমরা রাজ‍্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও, আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছিলাম। দুটো গ্রুপ মুখোমুখি হওয়ার পরেও যাতে কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে তার জন্যই আজকে উপাচার্য স্যার অসুস্থ থাকা অবস্থাতেও ক্যাম্পাসে এসেছিলেন। ক্যাম্পাসে থেকে উনি গোটা ঘটনাটা মনিটরিং করেছেন। আমি নিজেও উপাচার্যের প্রতিনিধি হিসাবে চার নম্বর গেটে উপস্থিত ছিলাম, যেখানে প্রচুর সংখ‍্যক স্টুডেন্ট জমায়েত হয়েছিল। যাতে কোনো রকম কোনো হিংসাত্মক বা অনভিপ্রেত ঘটনা ঘটে সেটা দেখাটা আমাদের দায়িত্বের মধ্যে ছিল। সেরকম কোনো ঘটনা ঘটেনি। সামগ্রিকভাবে ছাত্র, শিক্ষক, কর্মচারী প্রত‍্যেকেই প্রশাসনের সহযোগিতা করেছেন।"

বৃহস্পতিবার ক‍্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কর্তৃপক্ষের মনোভাব কী? চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনাটা ঘটা উচিত হয়নি। ঘটনাটা কেন ঘটলো, ভবিষ্যতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা আমরা দেখব।"


Conclusion:
Last Updated : Sep 23, 2019, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.