ETV Bharat / state

JEE Preparation: রাত পোহালেই জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, থাকছে একাধিক বিধিনিষেধ - রাত পোহালেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

জোরকদমে চলছে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ তবে, তা পড়ুয়াদের নয় ৷ প্রস্তুতি চলছে জয়েন্ট এন্ট্রাস বোর্ডের ৷ রবিবারের পরীক্ষায় যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই ব্যাপারে শেষ মুহূর্তে সব ব্যবস্থাপনা ঝালিয়ে নিচ্ছে বোর্ড ৷

JEE Preparation ETV BHARAT
JEE Preparation
author img

By

Published : Apr 29, 2023, 7:59 PM IST

কলকাতা, 29 এপ্রিল: রাত পোহালেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ৷ আর এই পরীক্ষার নিরাপত্তার সুনিশ্চিত করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ রবিবারের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার জন্য ইতিমধ্যে বাড়তি ট্রেন পরিষেবার ব্যবস্থা করেছে রেল ৷ পরীক্ষা শুরু হবে অংক দিয়ে ৷ সকাল 11টা থেকে বেলা 1 টা পর্যন্ত চলবে পরীক্ষা ৷ দ্বিতীয়ভাগে হবে পদার্থবিজ্ঞান এবং রসায়নের পরীক্ষা ৷ এই দু’টি পরীক্ষা হবে বিকেল 4টে পর্যন্ত ৷ পরীক্ষা কেন্দ্রে পেন, ঘড়ি ও জলের বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা ৷

এই বারের পরীক্ষায় প্রতিটি কক্ষে তিনজন করে পরীক্ষক থাকবেন ৷ এর বাইরে রোভিং অবজারভার আসতে পারেন পরীক্ষা কেন্দ্রগুলিতে ৷ প্রতিবারের মতো আরএফডি মেশিন ব্যবহার করা হবে নিরাপত্তার জন্য ৷ সেই সঙ্গে মেটাল ডিটেক্টর থাকছে পরীক্ষার্থীদের স্ক্যান করার জন্য ৷ কেউ যাতে পরীক্ষার সময় অসৎ উপায়ে লিখতে না পারেন তাই একাধিক সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে ৷ এছাড়াও প্রতিটি কেন্দ্রে পরীক্ষকরা কীভাবে নজরদারি চালাবেন ? তার জন্য একাধিক প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থাও করা হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে ৷

এ বছর জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার হলে কোনও পেন, ঘড়ি, জলের বোতল কিছুই আনতে পারবেন না পরীক্ষার্থীরা ৷ পরীক্ষা কেন্দ্র থেকেই পেন দেওয়া হবে সবাইকে ৷ থাকবে পানীয় জলের ব্যবস্থাও ৷ এ বার একটি নতুন অ্যাপের ব্যবস্থা করা হয়েছে ৷ যার মাধ্যম বোর্ড বিভিন্ন কেন্দ্রের সঙ্গে এবং কেন্দ্রগুলি বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে পারবে ৷

আরও পড়ুন: JEE মেইন শেষ, স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্র থেকে বেরিয়ে আসছেন পরীক্ষার্থীরা

2023 সালে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা দিতে চলেছেন প্রায় 1 লক্ষ 28 হাজার 919 জন ৷ মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা 306টি ৷ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা-শহর ও কলকাতার পাশাপাশি অসমের শিলচল এবং ত্রিপুরাতেও পরীক্ষার কেন্দ্র পড়েছে ৷ অন্যদিকে, পরীক্ষার জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে পরিবহণ দফতর ও রেল পরিষেবা যাতে ঠিক থাকে সেই বিষয়ে কথা বলা হয়েছে ৷ ফলে শুধুমাত্র পরীক্ষার জন্য সকাল 8 থেকে সন্ধ্যা 6 পর্যন্ত বিশেষ পরিষেবা থাকবে ৷

কলকাতা, 29 এপ্রিল: রাত পোহালেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ৷ আর এই পরীক্ষার নিরাপত্তার সুনিশ্চিত করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ রবিবারের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার জন্য ইতিমধ্যে বাড়তি ট্রেন পরিষেবার ব্যবস্থা করেছে রেল ৷ পরীক্ষা শুরু হবে অংক দিয়ে ৷ সকাল 11টা থেকে বেলা 1 টা পর্যন্ত চলবে পরীক্ষা ৷ দ্বিতীয়ভাগে হবে পদার্থবিজ্ঞান এবং রসায়নের পরীক্ষা ৷ এই দু’টি পরীক্ষা হবে বিকেল 4টে পর্যন্ত ৷ পরীক্ষা কেন্দ্রে পেন, ঘড়ি ও জলের বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা ৷

এই বারের পরীক্ষায় প্রতিটি কক্ষে তিনজন করে পরীক্ষক থাকবেন ৷ এর বাইরে রোভিং অবজারভার আসতে পারেন পরীক্ষা কেন্দ্রগুলিতে ৷ প্রতিবারের মতো আরএফডি মেশিন ব্যবহার করা হবে নিরাপত্তার জন্য ৷ সেই সঙ্গে মেটাল ডিটেক্টর থাকছে পরীক্ষার্থীদের স্ক্যান করার জন্য ৷ কেউ যাতে পরীক্ষার সময় অসৎ উপায়ে লিখতে না পারেন তাই একাধিক সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে ৷ এছাড়াও প্রতিটি কেন্দ্রে পরীক্ষকরা কীভাবে নজরদারি চালাবেন ? তার জন্য একাধিক প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থাও করা হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে ৷

এ বছর জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার হলে কোনও পেন, ঘড়ি, জলের বোতল কিছুই আনতে পারবেন না পরীক্ষার্থীরা ৷ পরীক্ষা কেন্দ্র থেকেই পেন দেওয়া হবে সবাইকে ৷ থাকবে পানীয় জলের ব্যবস্থাও ৷ এ বার একটি নতুন অ্যাপের ব্যবস্থা করা হয়েছে ৷ যার মাধ্যম বোর্ড বিভিন্ন কেন্দ্রের সঙ্গে এবং কেন্দ্রগুলি বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে পারবে ৷

আরও পড়ুন: JEE মেইন শেষ, স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্র থেকে বেরিয়ে আসছেন পরীক্ষার্থীরা

2023 সালে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা দিতে চলেছেন প্রায় 1 লক্ষ 28 হাজার 919 জন ৷ মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা 306টি ৷ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা-শহর ও কলকাতার পাশাপাশি অসমের শিলচল এবং ত্রিপুরাতেও পরীক্ষার কেন্দ্র পড়েছে ৷ অন্যদিকে, পরীক্ষার জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে পরিবহণ দফতর ও রেল পরিষেবা যাতে ঠিক থাকে সেই বিষয়ে কথা বলা হয়েছে ৷ ফলে শুধুমাত্র পরীক্ষার জন্য সকাল 8 থেকে সন্ধ্যা 6 পর্যন্ত বিশেষ পরিষেবা থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.