কামারহাটি, 24 এপ্রিল: তাঁদের সকলের প্রিয় নেতা করোনায় আক্রান্ত ৷ এই পরিস্থিতিতে অনুগামীরা দাদার মঙ্গল কামনা করবেন না এমনটা হতে পারে না ৷ তাই আয়োজন করা হল পুজো-আর্চনা-যজ্ঞের ৷ প্রিয় নেতা মদন মিত্রের সুস্থতা কামনায় শনিবার কামারহাটিতে যজ্ঞ করলেন তাঁর অনুগামীরা ৷ তাঁর দ্রুত আরোগ্য প্রার্থনা করলেন তাঁরা ৷
অনুগামীদের কথায়, তিনি সকলের কাছের মানুষ, কাজের মানুষ । কামারহাটির জনগণের উন্নয়নের কাণ্ডারী এই প্রিয় নেতা করোনা আক্রান্ত ৷ চিকিৎসা চলছে হাসপাতালে । তাই তাঁর মঙ্গল কামনায় শনিবার যজ্ঞের আয়োজন করেছিলেন তাঁরা ।
মদন মিত্রের চিকিৎসা সংক্রান্ত উন্নতি ও স্বাস্থ্যের মঙ্গল কামনা করে এদিন এই মহাযজ্ঞের আয়োজন করেন কামারহাটির পুরসভার বিদায়ী প্রতিনিধি বিশ্বজিৎ গণ । কামারহাটির বিটি রোডের উপরে সরস্বতী প্রেসের কাছে যজ্ঞের অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন সোহম গোস্বামী, সাহেব, অশোক এবং পুষ্পিতা ও কলকাতা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ঝন্টু দে । অনুষ্ঠানে মদন মিত্রের পুত্র শুভরূপ মিত্র-সহ কামারহাটির বিধানসভার বহু তৃণমূল কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন ।
তাঁদের সকলের আশা, "দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ও জিতছেন, জিতবেন ৷"