কলকাতা, 10 অক্টোবর: চাকরির দাবিতে রোদ-ঝড়-বৃষ্টিকে মাথায় নিয়ে দীর্ঘদিন রাস্তায় চাকরিপ্রার্থীরা (Job Seekers)। গান্ধিমূর্তির পাদদেশে ধরনাবস্থানে রয়েছেন তাঁরা । এদিন 575 দিনে পড়েছে ন্যায্য অধিকারের দাবিতে তাঁদের আন্দোলন । এরমধ্যেই আচমকা দক্ষিণ 24 পরগনার দেবাশিস বিশ্বাস নামে এক চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন (Job Seeker Fall Sick in Dharna Mancha)। সঙ্গে সঙ্গেই পুলিশ ও বাকি বিক্ষোভকারীরা তাঁকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
চিকিৎসকের অনুমান তীব্র দাবদাহের জন্য এই অসুস্থতা। প্রসঙ্গত, গান্ধিমূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে অবস্থানরত চাকরিপ্রার্থীরা। বিভিন্ন পদের চাকরিপ্রার্থীরা রয়েছেন সেখানে। পূর্বতন বাম সরকারের আমলে 2009 সালে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরীক্ষাও হয়েছিল। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় এসে সেই নিয়োগ বাতিল করে।
2014 সালে নতুন করে ইন্টারভিউ নেওয়া হয়। প্রত্যন্ত জেলাগুলির নিয়োগ হলেও দক্ষিণ 24 পরগনা জেলার নিয়োগ আটকে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, 2014 সালের চাকরিপ্রার্থীদের প্যানেলই প্রকাশিত হয়নি। 13 বছর ধরে নিয়োগের আশায় বসে রয়েছেন ওই চাকরীপ্রার্থীরা। 575 দিন অর্থাৎ, দেড় বছরের বেশি সময় ধরে নিয়োগের দাবিতে রাস্তায় আন্দোলন করছেন তাঁরা।
আরও পড়ুন: চোখে জল মা লক্ষ্মীর, চাকরিপ্রার্থীকে ধনদেবীরূপে আরাধনা ধরনা মঞ্চে