ETV Bharat / state

Calcutta High Court: বৃদ্ধের মৃত্যুতে জামতাড়া গ্যাং ! সিআইডি’র কাছে 14 দিনের মধ্যে রিপোর্ট চাইল হাইকোর্ট

Jamtara Gang Involvement in Old Man Death Case: চুঁচুড়ায় বৃদ্ধের মৃত্যুতে জামতাড়া গ্যাংয়ের যোগ পেয়েছে বলে আদালতে জানাল সিআইডি ৷ আর তার পরেই 14 দিনের মধ্যে তদন্ত কতদূর এগিয়েছে সেই নিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

Calcutta High Court ETV BHARAT
Calcutta High Court
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 3:34 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: ফেসবুকে আলাপ এবং সেখান থেকে বন্ধুত্ব ৷ সেই সুযোগ অবসরপ্রাপ্ত বৃদ্ধকে ব্ল্যাকমেল করে 15 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ৷ এর পর ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা ৷ হুগলির চুঁচুড়ার ঘটনায় সিআইডি-কে 14 দিনের মধ্যে, তদন্ত কতদূর এগলো তা হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বৃদ্ধের ছেলের সিবিআই তদন্তের দাবিতে দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দিয়েছেন ৷

গত 30 জুলাই অবসরপ্রাপ্ত ওই বৃদ্ধ সকালে 10টার পর বাড়ি থেকে বেরিয়ে যান ৷ সারাদিন বৃদ্ধের খোঁজ না পেয়ে সন্ধ্যায় পুলিশে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন তাঁর ছেলে তথা চুঁচুড়া কোর্টের আইনজীবী ৷ পুলিশ তদন্তে নেমে জানতে পারেন চুঁচুড়া স্টেশনের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন ওই বৃদ্ধ ৷ প্রশ্ন ওঠে ঠি কী কারণে ট্রেনে ঝাপ ? তাঁর ছেলে বৃদ্ধের দু’টি মোবাইল ঘেটে অরুণ সাকসেনা, রাহুল শর্মা এবং নেহা জেন নামে তিনজনের হদিশ পান ৷ বিস্তারিত খতিয়ে দেখে তিনি জানতে পারেন, এই তিনজন বৃদ্ধকে হুমকি দিয়ে ধাপে ধাপে 15 লক্ষ টাকা হাতিয়েছে ৷

এর পরেই তিনি বিষয়টি পুলিশের কাছে জানান ৷ সেখান থেকে আদালত হয়ে মামলাটি সিআইডি-র হাতে যায় ৷ তদন্তে সিআইডি জানতে পারে, বৃদ্ধের সঙ্গে ফেসবুকে প্রথম পরিচয় হয় এদের ৷ এর পর ম্যাসেঞ্জারের কথাও হয় ৷ সেখান থেকেই ফাঁদ পাতে প্রতারকরা ৷ জানা গিয়েছে, বৃদ্ধ অশালীন ভিডিয়ো দেখার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা ৷ তবে, এর থেকে বাঁচতে তাঁর কাছ থেকে বেশ কয়েক দফায় 15 লক্ষ টাকা হাতায় এই তিনজন ৷ তদন্তকারীদের অনুমান সঞ্চয় হারিয়ে এবং সম্মানহানির ভয়ে তিনি আত্মহত্যা করেন ৷

আরও পড়ুন: ফের প্রাথমিক নিয়োগে স্বজনপোষণের অভিযোগ, রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

তবে, সিআইডি-র তদন্তে বিশ্বাস রাখতে পারেননি মৃতের ছেলে ৷ তাই তিনি সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন ৷ যার শুনানিতে এ দিন সিআইডি আদালতে জানায়, তারা এই মামলায় জামতাড়া গ্যাংয়ের যোগ পেয়েছে ৷ এমনকি তাদের তদন্ত অনেকটাই এগিয়েছে ৷ তবে, এখনও কিছুটা তদন্ত বাকি রয়েছে ৷ সেই সক্রান্ত নথিও আদালতে জমা দেন সিআইডি-র আইনজীবী ৷ এর পরেই বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘‘18 দিনের মধ্যে তদন্ত কী অবস্থায় রয়েছে ? কতটা তদন্ত হয়েছে ? এসব হলফনামা আকারে জমা দিতে হবে সিআইডি-কে ৷’’ সেই তথ্য দেখেই তিনি সিদ্ধান্ত নেবেন যে, এই মামলায় সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে কিনা ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর: ফেসবুকে আলাপ এবং সেখান থেকে বন্ধুত্ব ৷ সেই সুযোগ অবসরপ্রাপ্ত বৃদ্ধকে ব্ল্যাকমেল করে 15 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ৷ এর পর ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা ৷ হুগলির চুঁচুড়ার ঘটনায় সিআইডি-কে 14 দিনের মধ্যে, তদন্ত কতদূর এগলো তা হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বৃদ্ধের ছেলের সিবিআই তদন্তের দাবিতে দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দিয়েছেন ৷

গত 30 জুলাই অবসরপ্রাপ্ত ওই বৃদ্ধ সকালে 10টার পর বাড়ি থেকে বেরিয়ে যান ৷ সারাদিন বৃদ্ধের খোঁজ না পেয়ে সন্ধ্যায় পুলিশে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন তাঁর ছেলে তথা চুঁচুড়া কোর্টের আইনজীবী ৷ পুলিশ তদন্তে নেমে জানতে পারেন চুঁচুড়া স্টেশনের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন ওই বৃদ্ধ ৷ প্রশ্ন ওঠে ঠি কী কারণে ট্রেনে ঝাপ ? তাঁর ছেলে বৃদ্ধের দু’টি মোবাইল ঘেটে অরুণ সাকসেনা, রাহুল শর্মা এবং নেহা জেন নামে তিনজনের হদিশ পান ৷ বিস্তারিত খতিয়ে দেখে তিনি জানতে পারেন, এই তিনজন বৃদ্ধকে হুমকি দিয়ে ধাপে ধাপে 15 লক্ষ টাকা হাতিয়েছে ৷

এর পরেই তিনি বিষয়টি পুলিশের কাছে জানান ৷ সেখান থেকে আদালত হয়ে মামলাটি সিআইডি-র হাতে যায় ৷ তদন্তে সিআইডি জানতে পারে, বৃদ্ধের সঙ্গে ফেসবুকে প্রথম পরিচয় হয় এদের ৷ এর পর ম্যাসেঞ্জারের কথাও হয় ৷ সেখান থেকেই ফাঁদ পাতে প্রতারকরা ৷ জানা গিয়েছে, বৃদ্ধ অশালীন ভিডিয়ো দেখার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা ৷ তবে, এর থেকে বাঁচতে তাঁর কাছ থেকে বেশ কয়েক দফায় 15 লক্ষ টাকা হাতায় এই তিনজন ৷ তদন্তকারীদের অনুমান সঞ্চয় হারিয়ে এবং সম্মানহানির ভয়ে তিনি আত্মহত্যা করেন ৷

আরও পড়ুন: ফের প্রাথমিক নিয়োগে স্বজনপোষণের অভিযোগ, রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

তবে, সিআইডি-র তদন্তে বিশ্বাস রাখতে পারেননি মৃতের ছেলে ৷ তাই তিনি সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন ৷ যার শুনানিতে এ দিন সিআইডি আদালতে জানায়, তারা এই মামলায় জামতাড়া গ্যাংয়ের যোগ পেয়েছে ৷ এমনকি তাদের তদন্ত অনেকটাই এগিয়েছে ৷ তবে, এখনও কিছুটা তদন্ত বাকি রয়েছে ৷ সেই সক্রান্ত নথিও আদালতে জমা দেন সিআইডি-র আইনজীবী ৷ এর পরেই বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘‘18 দিনের মধ্যে তদন্ত কী অবস্থায় রয়েছে ? কতটা তদন্ত হয়েছে ? এসব হলফনামা আকারে জমা দিতে হবে সিআইডি-কে ৷’’ সেই তথ্য দেখেই তিনি সিদ্ধান্ত নেবেন যে, এই মামলায় সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে কিনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.