ETV Bharat / state

বিক্ষোভের জেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ না নিয়ে ফিরে গেলেন আচার্য - কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

নজরুল মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার পর নোবেলজয়ী অভিজিৎ ব‍ন্দ্যোপাধ্যায়ের হাতে D.Litt তুলে দেন উপাচার্য । কিন্তু আচার্য ছাড়া তা সম্ভব ছিল না । রাজ্যপালের কয়েকটি টুইট থেকে এর কারণ জানা যায় । কলকাতা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অভিজিৎ ব‍ন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা । এই দুই কারণে তিনি অনুমতি দিয়েছিলেন ।

C.U convocation agitation
বিক্ষোভের মুখে রাজ্যপালের গাড়ি
author img

By

Published : Jan 28, 2020, 8:35 PM IST

কলকাতা , 28 জানুয়ারি : কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ না করেই ফিরে যেতে হল রাজ্যপালকে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর ফের তিনি আজ বিক্ষোভের মুখে পড়েন । তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বিক্ষোভ দেখায় । বিক্ষোভের জেরে নির্দিষ্ট সময়ে সমাবর্তন শুরু করা যায়নি । রাজ্যপাল সমাবর্তন মঞ্চে আসবেন না - উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এই প্রতিশ্রুতি দেওয়ার পর বিক্ষোভ বন্ধ করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । বিক্ষোভের জেরে প্রায় আধ ঘন্টা দেরিতে শুরু হয় সমাবর্তন ।

নজরুল মঞ্চে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয় । দুপুর 1টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল । সমাবর্তন অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক D.Litt দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন । কিন্তু, আজ সকালে শোনা যায় সমাবর্তনে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী আসছেন না । অনুষ্ঠানে আমন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড়ের গাড়ি 12টা 45 মিনিট নাগাদ নজরুল মঞ্চে ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। রাজ্যপালকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয় । বিক্ষোভের মধ্যেই নজরুল মঞ্চে প্রবেশ করেন রাজ্যপাল । তখন মঞ্চের ভিতরেও বিক্ষোভ শুরু হয় । উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ থামানোর চেষ্টা করে ব্যর্থ হন । শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশ না নিয়ে রাজ্যপাল নজরুল মঞ্চ ছেড়ে বেরিয়ে যান । রাজ্যপাল অনুষ্ঠান মঞ্চে উঠবেন না বলে আশ্বাস দেওয়ার পরে বিক্ষোভকারীরা শান্ত হয় । আচার্য চলে যাওয়ার পর প্রায় আধ ঘণ্টা দেরিতে সমাবর্তন শুরু হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় । সমাবর্তন শেষে তিনি সাংবাদিক বৈঠকে বলেন , "আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ছিল । সমাবর্তন অনুষ্ঠান হয়েছে । ছাত্ররা রাজ্যপালের উপস্থিতিতে ডিগ্রি নিতে চায়নি । রাজ্যপাল ফিরে গেছেন । আমাদের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে । "


অন্যদিকে, রাজ্যপাল না থাকলে কী করে নোবেলজয়ীকে D.Litt দেওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল সংশ্লিষ্ট মহলে । কারণ, রাজ্যপাল সমাবর্তনের দিনই D.Litt - এর শংসাপত্রে সাক্ষর করবেন বলে জানা গিয়েছিল । যদিও, রাজ্যপাল চলে যাওয়ার পর অভিজিৎবাবুর হাতে D.Litt তুলে দেন উপাচার্য । নজরুল মঞ্চ থেকে চলে যাওয়ার পর রাজ্যপাল কয়েকটি টুইট করেন । প্রথমে একটি টুইটে রাজ্যপাল লেখেন, "নোবেলজয়ীর সম্মানের কথা মাথায় রেখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে এসেছি । সমাবর্তন অনুষ্ঠানে যে অনভিপ্রেত ঘটনা ঘটে, তা শিক্ষিত বাঙালিরা দীর্ঘদিন মনে রাখবেন ।" তারপরে একটি টুইটে অভিজিৎ বিনায়ক বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে নিজের কয়েকটি ছবি টুইট করেন ।

কলকাতা , 28 জানুয়ারি : কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ না করেই ফিরে যেতে হল রাজ্যপালকে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর ফের তিনি আজ বিক্ষোভের মুখে পড়েন । তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বিক্ষোভ দেখায় । বিক্ষোভের জেরে নির্দিষ্ট সময়ে সমাবর্তন শুরু করা যায়নি । রাজ্যপাল সমাবর্তন মঞ্চে আসবেন না - উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এই প্রতিশ্রুতি দেওয়ার পর বিক্ষোভ বন্ধ করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । বিক্ষোভের জেরে প্রায় আধ ঘন্টা দেরিতে শুরু হয় সমাবর্তন ।

নজরুল মঞ্চে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয় । দুপুর 1টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল । সমাবর্তন অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক D.Litt দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন । কিন্তু, আজ সকালে শোনা যায় সমাবর্তনে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী আসছেন না । অনুষ্ঠানে আমন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড়ের গাড়ি 12টা 45 মিনিট নাগাদ নজরুল মঞ্চে ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। রাজ্যপালকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয় । বিক্ষোভের মধ্যেই নজরুল মঞ্চে প্রবেশ করেন রাজ্যপাল । তখন মঞ্চের ভিতরেও বিক্ষোভ শুরু হয় । উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ থামানোর চেষ্টা করে ব্যর্থ হন । শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশ না নিয়ে রাজ্যপাল নজরুল মঞ্চ ছেড়ে বেরিয়ে যান । রাজ্যপাল অনুষ্ঠান মঞ্চে উঠবেন না বলে আশ্বাস দেওয়ার পরে বিক্ষোভকারীরা শান্ত হয় । আচার্য চলে যাওয়ার পর প্রায় আধ ঘণ্টা দেরিতে সমাবর্তন শুরু হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় । সমাবর্তন শেষে তিনি সাংবাদিক বৈঠকে বলেন , "আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ছিল । সমাবর্তন অনুষ্ঠান হয়েছে । ছাত্ররা রাজ্যপালের উপস্থিতিতে ডিগ্রি নিতে চায়নি । রাজ্যপাল ফিরে গেছেন । আমাদের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে । "


অন্যদিকে, রাজ্যপাল না থাকলে কী করে নোবেলজয়ীকে D.Litt দেওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল সংশ্লিষ্ট মহলে । কারণ, রাজ্যপাল সমাবর্তনের দিনই D.Litt - এর শংসাপত্রে সাক্ষর করবেন বলে জানা গিয়েছিল । যদিও, রাজ্যপাল চলে যাওয়ার পর অভিজিৎবাবুর হাতে D.Litt তুলে দেন উপাচার্য । নজরুল মঞ্চ থেকে চলে যাওয়ার পর রাজ্যপাল কয়েকটি টুইট করেন । প্রথমে একটি টুইটে রাজ্যপাল লেখেন, "নোবেলজয়ীর সম্মানের কথা মাথায় রেখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে এসেছি । সমাবর্তন অনুষ্ঠানে যে অনভিপ্রেত ঘটনা ঘটে, তা শিক্ষিত বাঙালিরা দীর্ঘদিন মনে রাখবেন ।" তারপরে একটি টুইটে অভিজিৎ বিনায়ক বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে নিজের কয়েকটি ছবি টুইট করেন ।

Intro:কলকাতা, 28 জানুয়ারি: আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে কেন্দ্র করে সৃষ্টি হল চরম বিশৃঙ্খলার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিক্ষোভের মুখে পরে কলকাতা বিশ্ববিদ্যালয়েও সমাবর্তনে অংশগ্রহণ না করে ফিরে যেতে হল রাজ‍্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়কে। বিক্ষোভে জেরে পূর্বনির্ধারিত সময় দুপুর 1টায় শুরু করা সম্ভব হয়নি। রাজ‍্যপাল সমাবর্তন মঞ্চে আসবেন না, উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এমনই প্রতিশ্রুতি দেওয়ার পর বিক্ষোভ প্রদর্শন বন্ধ করে TMCP‌। তারপরে প্রায় আধ ঘন্টা দেরিতে শুরু হয় সমাবর্তন।


Body:আজ দুপুর 1টা থেকে নজরুল মঞ্চে হওয়ার কথা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় সমাবর্তন। এই সমাবর্তনেই নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সান্মানিক D.Litt দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত ছিলেন। কিন্তু, আজ সকালেই জানা যায় সমাবর্তনে তিনি বা শিক্ষামন্ত্রী কেউই আসছেন না। তবে, রাজ‍্যপাল তথা আচার্য জগদীপ ধনকড় আসছেন। এদিকে রাজ‍্যপাল এলেই তাঁকে বিক্ষোভ দেখানোর জন্য প্রস্তুত ছিল TMCP-র সদস‍্যরা। সেই অনুযায়ী 12:45 নাগাদ রাজ‍্যপাল নজরুল মঞ্চে ঢুকতে গেলেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করেন তাঁরা। রাজ‍্যপালের গাড়ি ঘিরে গো ব‍্যাক স্লোগান তোলেন তাঁরা।

গাড়ি ঘিরে বিক্ষোভ চলাকালীনই গাড়ি থেকে নেমে নজরুল মঞ্চের ভিতরে ঢোকেন রাজ‍্যপাল। কিন্তু, তারপরেও বিক্ষোভ থামেনি। নজরুল মঞ্চের ভিতরে ঢুকে ক্রমাগত গো ব‍্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। নজরুল মঞ্চের ভিতরে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলার। বিক্ষোভকারীদের দাবি, সমাবর্তন মঞ্চে বিজেপির দালাল রাজ‍্যপাল থাকলে এই বিক্ষোভ চলবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বার বার বিক্ষোভ থামাতে বলা হলেও তাতে কর্ণপাত করেননি বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে মঞ্চে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ থামানোর চেষ্টা করেন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তিনি কথা দেন, রাজ‍্যপাল আসবেন না। তারপরেই বিক্ষোভকারীরা চলে যান।

একদিকে উপাচার্য যখন বিক্ষোভ থামানোর চেষ্টা করছিলেন, অন‍্যদিকে তখন রাজ‍্যপাল নজরুল মঞ্চ থেকে বেরিয়ে চলে যান। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও রাজ‍্যপালকে বিক্ষোভের মুখে পড়ে সমাবর্তনে অংশগ্রহণ করতে না পেরে ফিরে যেতে হয়েছিল। আজ আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে কেন্দ্র করে। রাজ‍্যপাল তথা আচার্য চলে যাওয়ার পর প্রায় আধ ঘন্টা দেরিতে সমাবর্তন শুরু হয়। সভাপতিত্ব করেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

অন‍্যদিকে, রাজ‍্যপাল না থাকলে কী করে নোবেলজয়ীকে D.Litt দেওয়া যাবে তা নিয়েও প্রশ্ন উঠছিল সংশ্লিষ্ট মহলে। কারণ, রাজ‍্যপাল সমাবর্তনের দিনেই D.Litt ডিগ্রিতে সাক্ষর করবেন বলে জানা গেছিল। যদিও, রাজ‍্যপাল চলে যাওয়ার পর সমাবর্তন শুরু হলে নোবেলজয়ীর হাতে D.Litt ডিগ্রি তুলে দেন উপাচার্য। কী করে সম্ভব হল? তার উত্তর মিলেছে নজরুল মঞ্চ থেকে চলে যাওয়ার পর রাজ‍্যপালের করা বেশ কয়েকটি ট‍্যুইটে। প্রথমে একটি ট‍্যুইট করে রাজ‍্যপাল জানিয়েছেন, নোবেলজয়ীর সন্মান রক্ষার্থেই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ছেড়ে বেরিয়ে এসেছেন। তারপরে একটি ট‍্যুইটে অভিজিৎ বিনায়ক বন্দ‍্যোপাধ‍্যায় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে তাঁর নিজের কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সান্মানিক D.Litt-এ সাক্ষর করার সময় নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছু মুহূর্ত। যারা সংস্কৃতি ও শালীনতা লঙ্ঘন করলেন তাঁদের ভেবে দেখা উচিত। এই বিষয়ে আরও দুটি ট‍্যুইট করেন তিনি। একটিতে তিনি জানান, আচার্য হিসেবে আমার কাছে সমাবর্তন অনুষ্ঠানটি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চান উপাচার্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অভিজিৎ ব‍ন্দ‍্যোপাধ‍্যায়ের জন্য আমার যে বিশাল শ্রদ্ধা আছে। সেই কারণে আমি অনুমতি দিয়েছি। রাজ‍্যপাল চলে যাওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই চলে সমাবর্তন অনুষ্ঠান।



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.