কলকাতা, 31 জানুয়ারি : অসুস্থ বর্ষীয়ান কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথকে দেখতে গিয়ে উপহার পেলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ নারায়ন দেবনাথকে দেখতে সস্ত্রীক হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল ৷ হাসপাতালের বেডে বসেই "বাঁটুল"-এর কার্টুন এঁকে রাজ্যপালকে উপহার দেন 96 বছরের শিল্পী ।
সম্প্রতি এই কার্টুন শিল্পী পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন । গত শুক্রবার থেকে তাঁর চিকিৎসা চলছে দক্ষিণ কলকাতায় মিন্টোপার্কে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে । শেষ খবর পাওয়া পর্যন্ত সংকট কাটিয়ে শারীরিক উন্নতির পথে এগোচ্ছেন এই শিল্পী ।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ । জানা গিয়েছে, জ্বর, সর্দি-কাশির সমস্যা থাকায় গত শুক্রবার দুপুরে তাঁকে ভরতি করানো হয় মিন্টোপার্কের বেসরকারি ওই হাসপাতালে । হাসপাতালে ভরতি হওয়ার আগে বাড়িতে থাকাকালীন তাঁর কোরোনা টেস্ট করানো হয় । পর আরও একবার তাঁর কোরোনা টেস্ট করানো হয় । তবে, দু'বারই রিপোর্ট নেগেটিভ এসেছে । চারজন চিকিৎসকের টিম তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছে ।
আরও পড়ুন : বিদ্বজ্জনের অবজ্ঞাও পেয়েছি, পদ্মশ্রী-সংবাদে প্রতিক্রিয়া নারায়ণ দেবনাথের
আজ সকালে নারায়ণ দেবনাথকে দেখতে হাসপাতালে যান সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় । শিল্পীর শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের কাছে খোঁজখবর নেন । শিল্পীর সঙ্গেও কথা বলেন । এরপর নিজের সৃষ্টি "বাঁটুল দ্য গ্রেট"-এর কার্টুন এঁকে রাজ্যপালকে উপহার দেন শিল্পী । পরে এই নিয়ে টুইট করেও জানান রাজ্যপাল । ওই বেসরকারি হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডন জানিয়েছেন, আগামী দুই-তিন দিনের মধ্যে হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন নারায়ন দেবনাথ ৷ চিকিৎসক সমরজিৎ নস্কর বলেন, "সংকট কাটিয়ে শারীরিক উন্নতির দিকে এগোচ্ছেন শিল্পী ।"