ETV Bharat / state

ISRO Team at Jadavpur University: বৃহস্পতিবার যাদবপুরে আসছে না ইসরোর প্রতিনিধি দল - ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ

ISRO Delegation Team Coming to Jadavpur University: 31 অগস্ট অর্থাৎ আগামিকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল ইসরোর প্রতিনিধি দলের ৷ তবে এখনই তারা আসছেন না বলে জানালেন নয়া উপাচার্য বুদ্ধদেব সাউ ৷ ইসরোর কাছে সপ্তাহখানেক সময় চেয়ে নিয়েছেন তিনি ৷

Jadavpur University
যাদবপুর বিশ্ববিদ্যালয়
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 2:03 PM IST

Updated : Aug 30, 2023, 6:41 PM IST

কলকাতা, 30 অগস্ট: কথা থাকলেও বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে না ইসরোর প্রতিনিধি দল । এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ ৷ তবে কয়েক সপ্তাহের মধ্যেই তাদের আসার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান। ইসরোর সঙ্গে যোগাযোগ করার পরেই 31 অগস্ট বা 1 সেপ্টেম্বর তাদের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে আসার ইচ্ছেপ্রকাশ করেছিল । কিন্তু সব ব্যবস্থা করার জন্য তাদের থেকে সপ্তাহখানেক সময় চেয়ে নিয়েছেন নয়া উপাচার্য ।

রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে র‍্যাগিং মুক্ত করার জন্য ইসরোর সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তারপরেই ইসরোর সঙ্গে অনলাইনে বৈঠকে করেন বুদ্ধদেব সাউ । সেই বৈঠকে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে বেশ কিছু আলোচনা হয় । ওই বৈঠকের পরে উপাচার্য জানিয়েছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইসরোর প্রতিনিধি দল আসার ইচ্ছেপ্রকাশ করেছেন । এমনকী বুধবার সকালেও উপাচার্য জানান, 31 অগস্ট বা 1 সেপ্টেম্বর তাঁরা আসতে চেয়েছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপাচার্য বলেন, "ইসরোর তরফ থেকে আমাদের থেকে জানতে চেয়েছিলেন কবে নাগাদ আসলে সুবিধা হবে। প্রথমে 31 তারিখ বললেও পরে আমি সপ্তাহখানেক সময় চেয়েছি ৷ তাতে আমরা আরও গুছিয়ে নিতে পারব ।"

অন্যদিকে ইতিমধ্যেই উচ্চ শিক্ষা দফতর থেকে সিসিটিভি বসালোর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে । যদিও এই বিষয়ে মৌখিক কথা হলেও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের কাছে এসে পৌঁছায়নি বলে জানা গিয়েছে । এর সঙ্গে 1 সেপ্টেম্বর অলস্টেক হোল্ডারদের মিটিং রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । তবে কি ওই মিটিংয়ের পরেই সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ? উঠছে প্রশ্ন ৷

আরও পড়ুন: ইসরোর সঙ্গে কথা যাদবপুরের অস্থায়ী উপাচার্যের, আসতে পারে প্রতিনিধি দল

সূত্রের খবর, ইসরোর প্রতিনিধিদের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়ে বৈঠক হতে পারে । শুধু বিশ্ববিদ্যালয় নয়, যাদবপুরের মেন হোস্টেলেও যেতে পারেন ইসরোর প্রতিনিধি দল । তবে তাঁরা ক'জন আসবেন বা কখন আসবেন, এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি ।

কলকাতা, 30 অগস্ট: কথা থাকলেও বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে না ইসরোর প্রতিনিধি দল । এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ ৷ তবে কয়েক সপ্তাহের মধ্যেই তাদের আসার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান। ইসরোর সঙ্গে যোগাযোগ করার পরেই 31 অগস্ট বা 1 সেপ্টেম্বর তাদের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে আসার ইচ্ছেপ্রকাশ করেছিল । কিন্তু সব ব্যবস্থা করার জন্য তাদের থেকে সপ্তাহখানেক সময় চেয়ে নিয়েছেন নয়া উপাচার্য ।

রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে র‍্যাগিং মুক্ত করার জন্য ইসরোর সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তারপরেই ইসরোর সঙ্গে অনলাইনে বৈঠকে করেন বুদ্ধদেব সাউ । সেই বৈঠকে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে বেশ কিছু আলোচনা হয় । ওই বৈঠকের পরে উপাচার্য জানিয়েছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইসরোর প্রতিনিধি দল আসার ইচ্ছেপ্রকাশ করেছেন । এমনকী বুধবার সকালেও উপাচার্য জানান, 31 অগস্ট বা 1 সেপ্টেম্বর তাঁরা আসতে চেয়েছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপাচার্য বলেন, "ইসরোর তরফ থেকে আমাদের থেকে জানতে চেয়েছিলেন কবে নাগাদ আসলে সুবিধা হবে। প্রথমে 31 তারিখ বললেও পরে আমি সপ্তাহখানেক সময় চেয়েছি ৷ তাতে আমরা আরও গুছিয়ে নিতে পারব ।"

অন্যদিকে ইতিমধ্যেই উচ্চ শিক্ষা দফতর থেকে সিসিটিভি বসালোর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে । যদিও এই বিষয়ে মৌখিক কথা হলেও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের কাছে এসে পৌঁছায়নি বলে জানা গিয়েছে । এর সঙ্গে 1 সেপ্টেম্বর অলস্টেক হোল্ডারদের মিটিং রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । তবে কি ওই মিটিংয়ের পরেই সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ? উঠছে প্রশ্ন ৷

আরও পড়ুন: ইসরোর সঙ্গে কথা যাদবপুরের অস্থায়ী উপাচার্যের, আসতে পারে প্রতিনিধি দল

সূত্রের খবর, ইসরোর প্রতিনিধিদের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়ে বৈঠক হতে পারে । শুধু বিশ্ববিদ্যালয় নয়, যাদবপুরের মেন হোস্টেলেও যেতে পারেন ইসরোর প্রতিনিধি দল । তবে তাঁরা ক'জন আসবেন বা কখন আসবেন, এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি ।

Last Updated : Aug 30, 2023, 6:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.