ETV Bharat / state

ISIS Terrorist Musa : আইএসের ছকে কলকাতায় হত্যার প্যাঁচ, এনআইএ আদালতে যাবজ্জীবন মুসার

কলকাতায় মাদার হাউসে আসা বিদেশিদের উপর নৃশংস হত্যালিলার ছক কষেছিল সে (Terrorist Musa planned ISIS style killings in Kolkata) ৷ সেই মামলাতেই আইএস জঙ্গি মুসাকে যাবজ্জীবন সাজা শোনাল এনআইএ-র বিশেষ আদালত ৷

Terrorist Musa sentenced to life imprisonment
এনআইএ আদালতে মুসাকে যাবজ্জীবন
author img

By

Published : Jun 3, 2022, 6:39 PM IST

কলকাতা, 3 জুন : এনআইএ-র বিশেষ আদালত যাবজ্জীবন সাজা শোনাল আইএস জঙ্গি মুসাকে ৷ 2016 সালে সিআইডি-র হাতে ধরা পড়ে সে ৷ কলকাতার মাদার হাউসে আসা বিদেশিদের খুন করতে ছক কষেছিল এই মুসা ৷ তবে তদন্তকারীদের তৎপরতায় তার ছক ভেস্তে যায় ৷ সেই মামলাতেই আদালত জঙ্গি মুসার যাবজ্জীবন সাজা শোনাল শুক্রবার (ISIS Terrorist Musa sentenced to life imprisonment) ৷

2016 সালে বর্ধমান থেকে ট্রেন থেকে মুসাকে গ্রেফতার করে সিআইডি ৷ তার কাছ থেকে উদ্ধার হয় একটি রিভলভার, তিনটি কার্তুজ, একটি ছুরি, একটি মোবাইল ফোন ৷ সিআইডি-র থেকে মামলার দায়িত্ব নেয় এনআইএ ৷ তামিলনাড়ুতে তার বাড়ি থেকে একটি ল্যাপটপ ও একটি তলোয়ার উদ্ধার করেন তদন্তকারীরা ৷ জঙ্গির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ওঠে ৷ শুধু দেশদ্রোহিতাই নয়, জঙ্গিগোষ্ঠীর জন্য লোকজন এবং অস্ত্রও জড়ো করছিল সে ৷ সেই মামলার শুনানিতেই এনআইএ আদালতের বিচারপতি সিদ্ধার্থ কাঞ্জিলাল মুসাকে যাবজ্জীবন সাজা শুনিয়েছেন ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে চার্জশিটে জানানো হয়, কলকাতার পার্কসার্কসের মাদার হাউসে আগত বিদেশিদের টার্গেট করেছিল মুসা ৷ বিশেষ করে আমেরিকা, রাশিয়া এবং ইংল্যান্ড থেকে আগতরা ছিলেন তার হিটলিস্টে ৷ এনআইএ-র আইনজীবী শ্য়ামল ঘোষ জানান, মুসা আইএসের কায়দায় বিদেশিদের ছুরি মেরে নৃশংসভাবে হত্যার ছক কষেছিল ৷ তার জন্য সে একটি বড় আকারের ছুরিও কিনেছিল ৷ তার এই পরিকল্পনা নিয়ে সে আলোচনাও করেছিল ৷ তদন্তকারীদের কাছে তার প্রমাণও রয়েছে ৷

আরও পড়ুন : “বিচার মানি না", বলেই বিচারকক্ষে জুতো IS জঙ্গি মুসার

তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, বিশেষ করে আমেরিকা, রাশিয়া এবং ইংল্যান্ডের বাসিন্দাদের আক্রমণের কারণ হল, মুসার মতে, সিবিয়া এবং লিবিয়ায় আইএসের উপর এই তিন দেশের সরকার আক্রমণ হেনেছে ৷ তাই সে দেশের বাসিন্দাদের উপর সে পালটা আক্রমণের ছক কষেছিল ৷ কলকাতায় মুসাকে জিজ্ঞাসাবাদের জন্য আমেরিকা থেকে এফবিআই-এর তদন্তকারীরাও আসেন ৷

কলকাতায় আলিপুর সংশোধনাগারে বন্দি থাকাকালীন দু-দু'বার জেলের কর্মীদের উপর আক্রমণ চালায় মুসা ৷ তার মধ্যে একটি ঘটনা 2017 সালের ৷ সেই সময় এক জেলকর্মীর গলায় ছুরি চালিয়ে দিয়েছিল সে ৷ 2020 সালে ফের আরও এক জেলকর্মীর উপর আক্রমণ চালায় সে ৷ পাইপ দিয়ে ওই কর্মীকে মারধর করে সে ৷ সেই বছরই মামলার শুনানি চলাকালীন আদালত কক্ষের মধ্যেই বিচারকের দিকে জুতো ছুড়ে মেরেছিল সে ৷

আরও পড়ুন : Firearms Recovered : মালদায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার 1

কলকাতা, 3 জুন : এনআইএ-র বিশেষ আদালত যাবজ্জীবন সাজা শোনাল আইএস জঙ্গি মুসাকে ৷ 2016 সালে সিআইডি-র হাতে ধরা পড়ে সে ৷ কলকাতার মাদার হাউসে আসা বিদেশিদের খুন করতে ছক কষেছিল এই মুসা ৷ তবে তদন্তকারীদের তৎপরতায় তার ছক ভেস্তে যায় ৷ সেই মামলাতেই আদালত জঙ্গি মুসার যাবজ্জীবন সাজা শোনাল শুক্রবার (ISIS Terrorist Musa sentenced to life imprisonment) ৷

2016 সালে বর্ধমান থেকে ট্রেন থেকে মুসাকে গ্রেফতার করে সিআইডি ৷ তার কাছ থেকে উদ্ধার হয় একটি রিভলভার, তিনটি কার্তুজ, একটি ছুরি, একটি মোবাইল ফোন ৷ সিআইডি-র থেকে মামলার দায়িত্ব নেয় এনআইএ ৷ তামিলনাড়ুতে তার বাড়ি থেকে একটি ল্যাপটপ ও একটি তলোয়ার উদ্ধার করেন তদন্তকারীরা ৷ জঙ্গির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ওঠে ৷ শুধু দেশদ্রোহিতাই নয়, জঙ্গিগোষ্ঠীর জন্য লোকজন এবং অস্ত্রও জড়ো করছিল সে ৷ সেই মামলার শুনানিতেই এনআইএ আদালতের বিচারপতি সিদ্ধার্থ কাঞ্জিলাল মুসাকে যাবজ্জীবন সাজা শুনিয়েছেন ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে চার্জশিটে জানানো হয়, কলকাতার পার্কসার্কসের মাদার হাউসে আগত বিদেশিদের টার্গেট করেছিল মুসা ৷ বিশেষ করে আমেরিকা, রাশিয়া এবং ইংল্যান্ড থেকে আগতরা ছিলেন তার হিটলিস্টে ৷ এনআইএ-র আইনজীবী শ্য়ামল ঘোষ জানান, মুসা আইএসের কায়দায় বিদেশিদের ছুরি মেরে নৃশংসভাবে হত্যার ছক কষেছিল ৷ তার জন্য সে একটি বড় আকারের ছুরিও কিনেছিল ৷ তার এই পরিকল্পনা নিয়ে সে আলোচনাও করেছিল ৷ তদন্তকারীদের কাছে তার প্রমাণও রয়েছে ৷

আরও পড়ুন : “বিচার মানি না", বলেই বিচারকক্ষে জুতো IS জঙ্গি মুসার

তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, বিশেষ করে আমেরিকা, রাশিয়া এবং ইংল্যান্ডের বাসিন্দাদের আক্রমণের কারণ হল, মুসার মতে, সিবিয়া এবং লিবিয়ায় আইএসের উপর এই তিন দেশের সরকার আক্রমণ হেনেছে ৷ তাই সে দেশের বাসিন্দাদের উপর সে পালটা আক্রমণের ছক কষেছিল ৷ কলকাতায় মুসাকে জিজ্ঞাসাবাদের জন্য আমেরিকা থেকে এফবিআই-এর তদন্তকারীরাও আসেন ৷

কলকাতায় আলিপুর সংশোধনাগারে বন্দি থাকাকালীন দু-দু'বার জেলের কর্মীদের উপর আক্রমণ চালায় মুসা ৷ তার মধ্যে একটি ঘটনা 2017 সালের ৷ সেই সময় এক জেলকর্মীর গলায় ছুরি চালিয়ে দিয়েছিল সে ৷ 2020 সালে ফের আরও এক জেলকর্মীর উপর আক্রমণ চালায় সে ৷ পাইপ দিয়ে ওই কর্মীকে মারধর করে সে ৷ সেই বছরই মামলার শুনানি চলাকালীন আদালত কক্ষের মধ্যেই বিচারকের দিকে জুতো ছুড়ে মেরেছিল সে ৷

আরও পড়ুন : Firearms Recovered : মালদায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার 1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.