কলকাতা, 22 জানুয়ারি : বিজেপিতে যোগ দেবেন কি না তা স্পষ্ট করলেন না তৃণমূল থেকে বহিস্কৃত বৈশালী ডালমিয়া । দলের বেইমান ও জোচ্চোরদের বিরুদ্ধে কথা বলাতেই এই পরিণতি বলে মনে করছেন তিনি ।
একের পর এক দলবিরোধী মন্তব্য করার কারণে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি বহিষ্কার করেছে বৈশালী ডালমিয়াকে । দল থেকে বহিষ্কৃত হওয়ার পর ইটিভি ভারতকে বৈশালী ডালমিয়া বলেন, "এখনও সে-ভাবে কোনও পদক্ষেপ করিনি । আমি মানুষের সঙ্গে কাজ করি । আগামী দিনেও মানুষের সঙ্গে কাজ করব । সে-কাজ আমি করবই করব । পার্টিতে যোগ দেওয়া নিয়ে সিদ্ধান্ত নিইনি ।"
তিনি আরও বলেন, "মানুষের হয়ে ভালো কথা বলা, দল বিরোধী কাজ যাঁরা করছেন তাঁদের বিরুদ্ধে কিছু বলা যদি দল বিরোধী কাজ হয়, তাহলে তো আমি বুঝতে পারছি না দল কোন দিকে এগোচ্ছে । মানুষ তো সৎ মানুষকে চায় । সৎ মানুষদের সঙ্গে নিয়ে এগোতে চায় । শত মানুষকে নিয়ে কাজ করতে চায় । মানুষের পাশে দাঁড়ানো আমার কাজ । মানুষের পাশে দাঁড়াতে গেলে বেইমানি, জোচ্চুরি করছেন যাঁরা, তাঁদের বিরুদ্ধে কথা বললে যদি দল বিরোধী কাজ হয় তাহলে আমার কিছু বলার নেই ।"