কলকাতা, 21 ডিসেম্বর: সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ডিসেম্বর ডেডলাইন নিয়ে সতর্কবার্তা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায় । পরবর্তীতে প্রশাসনিক সভাতেও সেই আশঙ্কারই পুনরাবৃত্তি করেছিলেন মুখ্যমন্ত্রী । তবে ডিসেম্বর অতিবাহিত হলেও গঙ্গাসাগর মেলাকে (Ganga Sagar Mela) কেন্দ্র করে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে বুধবার আশঙ্কা প্রকাশ করলেন বাংলার প্রশাসনিক প্রধান । এ দিন নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় । সেখানে আরও একবার আশঙ্কার (CM Concerned about Ganga Sagar) সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায় ।
প্রসঙ্গত, এ দিন বৈঠকে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস মেলা প্রাঙ্গণে আগুন জ্বেলে রান্না করা নিয়ে সতর্ক থাকার কথা বলেন । তিনি এও বলেন, যাতে মেলা প্রাঙ্গণে এই ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ করা যায় সে বিষয়ে উদ্যোগী হতে । মুখ্যমন্ত্রী তাঁর মুখের কথা কেড়ে নিয়ে মেলা প্রাঙ্গণে অগ্নি সুরক্ষা নিয়ে সতর্ক থাকার জন্য পুলিশ এবং প্রশাসনকে নির্দেশ দেন । স্পষ্ট ভাষায় তিনি জ্বানিয়ে দেন, কোনওভাবেই মেলা প্রাঙ্গণে আগুন জ্বালানো যাবে না । এ বিষয়ে পুলিশকে নজরদারি চালাতে হবে । নজর রাখতে হবে সিসিটিভিতেও ।
এরপরই মুখ্যমন্ত্রীর সংযোজন, মেলা প্রাঙ্গণে যাতে কেউ বন্দুক নিয়ে না যেতে পারে সেটাও নজরে রাখতে হবে । গঙ্গাসাগর নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, স্টোভ নিয়ে কেউ ঢুকছে নাকি বন্দুক নিয়ে কেউ ঢুকছে, তা দেখতে হবে । অনেকেই তো মেলা ভেস্তে দিতে পারে । মুখ্যমন্ত্রী বলেছেন, গঙ্গাসাগর নিয়ে কমিউনাল টেনশন তৈরির চেষ্টা করা হতে পারে । অতএব সতর্ক থাকতে হবে পুলিশকে ।
আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত, 2 জানুয়ারি সভাতেই তৈরি হবে জনসংযোগের রূপরেখা
প্রসঙ্গত, মন্ত্রিসভার বৈঠক অথবা প্রশাসনিক সভা বা বড় মেলার প্রস্তুতি মিটিং - বারবার বাংলার মুখ্যমন্ত্রীর এই ধরনের আশঙ্কা প্রকাশ রাজনৈতিক মহল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে । এখন দেখার মুখ্যমন্ত্রীর এই আশঙ্কার পর গঙ্গাসাগর মেলায়, যেখানে প্রায় 30 লক্ষ মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে রাজ্য প্রশাসন কী ধরনের বন্দোবস্ত করে !