কলকাতা, 12 অগস্ট : রাজ্য সরকারের ‘খেলা হবে দিবসে’ পশ্চিমবঙ্গ ক্রীড়া দফতরের তরফে কর্পোরেশনের মাধ্যমে প্রত্যেক বোরো চেয়ারম্যানের কাছে ফুটবল পাঠানো হবে ৷ সেখান থেকে বিদায়ী কাউন্সিলররা পাড়ায় পাড়ায় ফুটবল বিতরণ করবেন ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানালেন কলকাতা পৌরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম ৷ খেলা দিবস উদযাপনের গেট, হোর্ডিংয়ে সেজে উঠেছে সারা কলকাতা ৷ এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইএফএ-এর (IFA) সেক্রেটারি জয়দীপ মুখোপাধ্যায় ৷ এই খেলায় অংশগ্রহণ করতে ভারতীয় ফুটবল দলকে নিয়ে আসবে আইএএফ ৷ পুরো বিষয়টি সঞ্চালনা করছেন দেবাশিস কুমার ৷ এই দিবসকে বড় উদযাপন হিসেবে উল্লেখ করে ফিরহাদ বলেন, "দুর্গোৎসবের আগে একটা বড় উৎসব পশ্চিমবঙ্গে আমরা পালন করছি ৷" এই ফুটবলগুলির জন্য কলকাতা পৌরনিগম 1 লক্ষ 60 হাজার টাকা খরচ করেছে ৷
এদিন ফিরহাদ জানান, ‘খেলা হবে দিবস’-এ রাজ্যজুড়ে বিভিন্ন ক্লাব, সংগঠন, পাড়ায় এই দিবস পালিত হবে ৷ তাঁর দাবি, রাজ্যের যুব সম্প্রদায় এই দিবস নিয়ে মেতে উঠেছে ৷ তিনি বলেন, "আসল খেলার রেজাল্ট 2 মে বেরিয়ে গিয়েছে ৷ কিন্তু এই খেলা খেলামুখী অর্থাৎ মাঠমুখী ৷"
আরও পড়ুন : Mamata Banerjee : 16 অগস্ট থেকে দুয়ারে সরকার, মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম
সাংবাদিক সম্মেলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের ‘গণহত্যা দিবস’ পালনের কথা ওঠে ৷ এমকি শুভেন্দু অধিকারীও একই দাবি করেছেন ৷ এর উত্তরে ফিরহাদ পাল্টা প্রশ্ন, "এতদিন তাঁরা কোথায় ছিলেন ?" স্বাধীনতার আগে নীল চাষি হত্যা, দেশভাগের সময় বহু মানুষ মারা গিয়েছেন ৷ কিন্তু পুরনো কবর খুঁড়ে মানুষের বিভাজন করা ঠিক নয় বলে জানিয়ে দেন তিনি ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে ৷ ছোড়ো কালকি বাতে, কালকি বাত পুরানি, নয়ে দৌড় সে লিখেঙ্গে হাম নই কাহানি, হাম হিন্দুস্থানি ৷"
শুভেন্দু অধিকারী প্রসঙ্গে ফিরহাদ জানান, শুভেন্দু যে আশা নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেই আশার আলো নিভে গিয়েছে । তাই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আরও বেশি সাম্প্রদায়িক হয়ে উঠেছেন তিনি ।
এদিন কলকাতা পৌর নিগমের পক্ষ থেকে বোরো চেয়ারম্যানদের হাতে জয়ী নামক ফুটবল তুলে দেন ফিরহাদ হাকিম । খেলা দিবসে বন্ধ থাকা কলকাতা পৌরনিগমের খেলার মাঠ ও পার্কগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম । অংশগ্রহণকারী খেলোয়াড়দের ভ্যাকসিনের দু'টি ডোজ দেওয়া হয়েছে । পাশাপাশি মাঠে 50% দর্শক প্রবেশ করতে পারবেন । আইএফএ (IFA) ও কলকাতা পৌর নিগমের যৌথ উদ্যোগে ইতিমধ্যে 1300 খেলোয়াড়কে করোনার টিকা দেওয়া হয়েছে, দাবি মুখ্যপ্রশাসকের ।
আরও পড়ুন : Tathagata-Dilip : পোস্টারে বানান ভুল, দিলীপ ঘোষের ছবি পোস্ট করে ‘মূর্খ’ বলে তোপ তথাগতর