ETV Bharat / state

শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা! বড়দিন 'উষ্ণ', পূর্বাভাস হাওয়া অফিসের

West Bengal Weather Update: আর কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই আসছে বড়দিন ৷ তবে জমিয়ে ঠান্ডা পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস ৷ আগামী শুক্রবার থেকেই পারদ চড়তে শুরু করবে ৷

ETV Bharat
পশ্চিমবঙ্গে শীত
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 7:47 AM IST

Updated : Dec 20, 2023, 8:07 AM IST

আগামী কয়েকদিনে আবহাওয়া কেমন থাকবে তা জানালেন হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 20 ডিসেম্বর: এই বছরও 'উষ্ণ' বড়দিন ৷ আপাতত 22 ডিসেম্বর শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ৷ এরপর শুক্রবার থেকে পারদ চড়বে ৷ ফলে 25 ডিসেম্বর বড়দিনে জমিয়ে ঠান্ডার আমেজ কিছুটা হলেও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷

হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "সর্বনিম্ন তাপমাত্রা বড়দিনে 17 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ ঠান্ডা চলে যাবে বলছি না ৷ তবে এখন যে ঠান্ডা মালুম হচ্ছে, তার তুলনায় কম ঠান্ডা অনুভূত হবে ৷" শীত দারুণভাবে তার ইনিংস শুরু করেও কেন এই পরিস্থিতি ? এই প্রসঙ্গে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "শুধু ঠান্ডা কমবে তা নয়, আকাশ কিছুটা মেঘলাও থাকবে ৷ কারণ হিসেবে বলা যায় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ৷ যার ফলে বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করবে ৷ পূর্ব দিক থেকে বাতাস ঢুকবে ৷ তার জেরে আকাশ আংশিক মেঘলা হবে ৷ আকাশ মেঘলা হওয়ার কারণে দিনের তাপ বেরিয়ে যেতে পারবে না ৷ ফলে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ৷ এখন যা চলছে বড়দিনে তার তুলনায় ঠান্ডা কমবে ৷ তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে ৷"

তিনি আরও জানিয়েছেন, রাজ্যে শীত স্থায়ী হওয়ার পরিস্থিতি নেই ৷ পশ্চিমবঙ্গে শীতকালটা পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেমের উপর নির্ভর করে ৷ বঙ্গোপসাগরে কোনও সিস্টেম তৈরি হলে ঠান্ডা কমবে ৷ পশ্চিমী ঝঞ্ঝা এলে ঠান্ডা কমবে ৷ ফলে টানা একমাস ধরে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি বা তার আশপাশে থাকবে সেটা হবে না ৷ গত কয়েকদিন গরম থাকলে বড়দিনে শীতের আমেজ থাকত ৷ কিন্তু হয়েছে ঠিক উলটো।

আটলান্টিক মহাসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয় ৷ এটি আফগানিস্তান এবং ইরান হয়ে পূর্বদিকে এগোতে থাকে ৷ হাওয়া অফিস জানাচ্ছে, জম্মু-কাশ্মীরে বরফ পড়ার কারণ পশ্চিমী ঝঞ্ঝা ৷ এই ঝঞ্ঝাটি হিমাচল প্রদেশ হয়ে অরুণাচলপ্রদেশ পর্যন্ত যায় ৷ এর ফলে বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয় ৷ এই অক্ষরেখাটি যতটা নীচে নেমে আসবে, ততই কুয়াশার পরিমাণ বাড়বে ৷ যদি বিহার পর্যন্ত নেমে আসে, তাহলে সেখানে ঘন কুয়াশা দেখা যাবে ৷ আবার কখনও তা যদি বঙ্গের আকাশে নেমে আসে, তাহলে সরস্বতী পুজোর সময় বা শীতকালে বৃষ্টির সম্ভাবনা থাকে ৷ সম্প্রতি যে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বঙ্গের আকাশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছিল, তাতে নিম্নচাপ অক্ষরেখার প্রভাব ছিল বলে জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি, যা স্বাভাবিক ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ ৷ আজ বুধবার রৌদ্রজ্বল আকাশ থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি এবং 15 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে ৷

আরও পড়ুন:

  1. মমতার মাস্টারস্ট্রোক ! দলিত মুখ ও দাক্ষিণাত্য নীতি মেনেই খাড়গের নাম প্রস্তাব
  2. লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে নাও থাকতে পারেন প্রধানমন্ত্রী, বিষয়টি নিয়ে মুখে কুলুপ উদ্যোক্তাদের
  3. 31 ডিসেম্বরের মধ্যেই করতে হবে আসন সমঝোতা, জোট বৈঠকে সময় বেঁধে দিল তৃণমূল

আগামী কয়েকদিনে আবহাওয়া কেমন থাকবে তা জানালেন হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 20 ডিসেম্বর: এই বছরও 'উষ্ণ' বড়দিন ৷ আপাতত 22 ডিসেম্বর শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ৷ এরপর শুক্রবার থেকে পারদ চড়বে ৷ ফলে 25 ডিসেম্বর বড়দিনে জমিয়ে ঠান্ডার আমেজ কিছুটা হলেও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷

হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "সর্বনিম্ন তাপমাত্রা বড়দিনে 17 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ ঠান্ডা চলে যাবে বলছি না ৷ তবে এখন যে ঠান্ডা মালুম হচ্ছে, তার তুলনায় কম ঠান্ডা অনুভূত হবে ৷" শীত দারুণভাবে তার ইনিংস শুরু করেও কেন এই পরিস্থিতি ? এই প্রসঙ্গে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "শুধু ঠান্ডা কমবে তা নয়, আকাশ কিছুটা মেঘলাও থাকবে ৷ কারণ হিসেবে বলা যায় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ৷ যার ফলে বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করবে ৷ পূর্ব দিক থেকে বাতাস ঢুকবে ৷ তার জেরে আকাশ আংশিক মেঘলা হবে ৷ আকাশ মেঘলা হওয়ার কারণে দিনের তাপ বেরিয়ে যেতে পারবে না ৷ ফলে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ৷ এখন যা চলছে বড়দিনে তার তুলনায় ঠান্ডা কমবে ৷ তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে ৷"

তিনি আরও জানিয়েছেন, রাজ্যে শীত স্থায়ী হওয়ার পরিস্থিতি নেই ৷ পশ্চিমবঙ্গে শীতকালটা পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেমের উপর নির্ভর করে ৷ বঙ্গোপসাগরে কোনও সিস্টেম তৈরি হলে ঠান্ডা কমবে ৷ পশ্চিমী ঝঞ্ঝা এলে ঠান্ডা কমবে ৷ ফলে টানা একমাস ধরে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি বা তার আশপাশে থাকবে সেটা হবে না ৷ গত কয়েকদিন গরম থাকলে বড়দিনে শীতের আমেজ থাকত ৷ কিন্তু হয়েছে ঠিক উলটো।

আটলান্টিক মহাসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয় ৷ এটি আফগানিস্তান এবং ইরান হয়ে পূর্বদিকে এগোতে থাকে ৷ হাওয়া অফিস জানাচ্ছে, জম্মু-কাশ্মীরে বরফ পড়ার কারণ পশ্চিমী ঝঞ্ঝা ৷ এই ঝঞ্ঝাটি হিমাচল প্রদেশ হয়ে অরুণাচলপ্রদেশ পর্যন্ত যায় ৷ এর ফলে বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয় ৷ এই অক্ষরেখাটি যতটা নীচে নেমে আসবে, ততই কুয়াশার পরিমাণ বাড়বে ৷ যদি বিহার পর্যন্ত নেমে আসে, তাহলে সেখানে ঘন কুয়াশা দেখা যাবে ৷ আবার কখনও তা যদি বঙ্গের আকাশে নেমে আসে, তাহলে সরস্বতী পুজোর সময় বা শীতকালে বৃষ্টির সম্ভাবনা থাকে ৷ সম্প্রতি যে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বঙ্গের আকাশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছিল, তাতে নিম্নচাপ অক্ষরেখার প্রভাব ছিল বলে জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি, যা স্বাভাবিক ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ ৷ আজ বুধবার রৌদ্রজ্বল আকাশ থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি এবং 15 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে ৷

আরও পড়ুন:

  1. মমতার মাস্টারস্ট্রোক ! দলিত মুখ ও দাক্ষিণাত্য নীতি মেনেই খাড়গের নাম প্রস্তাব
  2. লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে নাও থাকতে পারেন প্রধানমন্ত্রী, বিষয়টি নিয়ে মুখে কুলুপ উদ্যোক্তাদের
  3. 31 ডিসেম্বরের মধ্যেই করতে হবে আসন সমঝোতা, জোট বৈঠকে সময় বেঁধে দিল তৃণমূল
Last Updated : Dec 20, 2023, 8:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.