ETV Bharat / state

West Bengal Weather Update: আয় ঝড়-বৃষ্টি ঝেঁপে, শিলাবৃষ্টি সঙ্গী, মঙ্গলেই ভিজবে বাংলা

গ্রীষ্ণকালের শুরু ৷ এই সময় রাজ্যে ঝোড়ো হাওয়া বয়, সঙ্গে বৃষ্টি ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এ সপ্তাহে উত্তর ও দক্ষিণ দু'বঙ্গেই বৃষ্টি হওয়ার কথা রয়েছে ৷ চৈত্র মাসে কিছুটা আরামের খবর (West Bengal Stormy Weather) ৷

West Bengal Summer
আবহাওয়া
author img

By

Published : Mar 14, 2023, 6:45 AM IST

কলকাতা, 14 মার্চ: আয় বৃষ্টি ঝেঁপে ৷ চৈত্র মাসের শুরু থেকে কালোমেঘে ঢাকা আকাশ, বাতাসে বৃষ্টির গন্ধ ৷ শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, গ্রীষ্মের শুরু থেকেই যেন আবহাওয়া তার নিজস্ব ছন্দে ৷ গত কয়েকদিন ধরে শুষ্ক আবহাওয়া ৷ তাপমাত্রার পারদ 35 ডিগ্রি ছুঁয়ে ফেললেও ঝড় বৃষ্টি যে ঘনাচ্ছে, তা হাওয়া অফিস জানিয়েছিল (IMD Weather Forecast) ৷

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে আগামী সাতদিনের আবহাওয়ার পূর্বাভাসে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার কথা ৷ ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ৷ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মঙ্গলবার 14 মার্চ থেকে সোমবার 20 মার্চের মধ্যে বঙ্গের বাতাসে প্রবেশ করবে ৷ ঘূর্ণাবর্ত এবং জলীয় বাষ্পের প্রবেশের জেরে রাজ্যের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাত্তয়া অফিস ৷

আরও পড়ুন: পেন্সিলের শিসে 1.4 সেমি অস্কার স্মারক ! প্রসেনজিতের শিল্পে মুগ্ধ নেটিজেনরা

উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কয়েকটি জায়গায় আজ এবং আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি, এমনকী শিলাবৃষ্টি হতে পারে ৷ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বুধবার এবং বৃহস্পতিবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ যার গতিবেগ হবে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে ৷ শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দমকা হাওয়া বইবে 40 থেকে 50 কিলোমিটার বেগে ৷

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88 % শতাংশ, সর্বনিম্ন 34 শতাংশ ৷ মঙ্গলবার দিনের আকাশ পরিষ্কারই থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 23 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

কলকাতা, 14 মার্চ: আয় বৃষ্টি ঝেঁপে ৷ চৈত্র মাসের শুরু থেকে কালোমেঘে ঢাকা আকাশ, বাতাসে বৃষ্টির গন্ধ ৷ শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, গ্রীষ্মের শুরু থেকেই যেন আবহাওয়া তার নিজস্ব ছন্দে ৷ গত কয়েকদিন ধরে শুষ্ক আবহাওয়া ৷ তাপমাত্রার পারদ 35 ডিগ্রি ছুঁয়ে ফেললেও ঝড় বৃষ্টি যে ঘনাচ্ছে, তা হাওয়া অফিস জানিয়েছিল (IMD Weather Forecast) ৷

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে আগামী সাতদিনের আবহাওয়ার পূর্বাভাসে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার কথা ৷ ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ৷ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মঙ্গলবার 14 মার্চ থেকে সোমবার 20 মার্চের মধ্যে বঙ্গের বাতাসে প্রবেশ করবে ৷ ঘূর্ণাবর্ত এবং জলীয় বাষ্পের প্রবেশের জেরে রাজ্যের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাত্তয়া অফিস ৷

আরও পড়ুন: পেন্সিলের শিসে 1.4 সেমি অস্কার স্মারক ! প্রসেনজিতের শিল্পে মুগ্ধ নেটিজেনরা

উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কয়েকটি জায়গায় আজ এবং আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি, এমনকী শিলাবৃষ্টি হতে পারে ৷ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বুধবার এবং বৃহস্পতিবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ যার গতিবেগ হবে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে ৷ শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দমকা হাওয়া বইবে 40 থেকে 50 কিলোমিটার বেগে ৷

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88 % শতাংশ, সর্বনিম্ন 34 শতাংশ ৷ মঙ্গলবার দিনের আকাশ পরিষ্কারই থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 23 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.