ETV Bharat / state

West Bengal Weather Update: দুর্যোগ কাটতেই রৌদ্রোজ্জ্বল আকাশে দুয়ারে হেমন্ত, বাড়বে তাপমাত্রা - কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া

সিত্রাংয়ের প্রভাব কেটে যেতেই ফের বাড়ছে দিনের তাপমাত্রা(West Bengal Weather Update)৷ আগামী 24 ঘণ্টায় তা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ তবে রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না ৷

Etv Bharat
দুর্যোগ কাটতেই রৌদ্রোজ্জ্বল আকাশে দুয়ারে হেমন্ত
author img

By

Published : Oct 26, 2022, 6:51 AM IST

Updated : Oct 26, 2022, 7:03 AM IST

কলকাতা, 26 অক্টোবর: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ঝাপটা কাটতেই রৌদ্রোজ্জ্বল আকাশ বঙ্গে । বর্ষা বিদায় নিলেও কিন্তু ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের সৌজন্যে বৃষ্টি ভেজা আকাশ হেমন্তের উপস্থিতি ম্লান করে দিয়েছিল । তবে ঘূর্ণিঝড় চলে যেতেই রোদ ঝলমলে আকাশে স্বস্তির নিশ্বাস । হাওয়া অফিস বলছে, স্বাভাবিক তাপমাত্রার হঠাৎ পতন আর হবে না । বরং এবার দিনের তাপমাত্রা চড়বে(IMD Kolkata Predicts that day Temperature will be Increase in Bengal)।

এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানান, এই মুহূর্তে আমাদের রাজ্যের উপর কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের শঙ্কা নেই । আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া । রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না । দিনের তাপমাত্রা আগামী 24 ঘণ্টায় প্রায় 4 ডিগ্রি বেড়ে যাবে । পরের চার দিন এটাই বজায় থাকবে । উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম 24 ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি সঙ্গে মেঘলা আকাশ থাকবে ৷ আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তারপর থেকে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে ।

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 7 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 91 শতাংশ । বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা । সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কেমন থাকবে আবহাওয়া, জানাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : ভাইফোঁটায় পাওনা ভাগ্য কেমন রয়েছে, কী ইঙ্গিত দিচ্ছে রাশিফল ?

কলকাতা, 26 অক্টোবর: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ঝাপটা কাটতেই রৌদ্রোজ্জ্বল আকাশ বঙ্গে । বর্ষা বিদায় নিলেও কিন্তু ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের সৌজন্যে বৃষ্টি ভেজা আকাশ হেমন্তের উপস্থিতি ম্লান করে দিয়েছিল । তবে ঘূর্ণিঝড় চলে যেতেই রোদ ঝলমলে আকাশে স্বস্তির নিশ্বাস । হাওয়া অফিস বলছে, স্বাভাবিক তাপমাত্রার হঠাৎ পতন আর হবে না । বরং এবার দিনের তাপমাত্রা চড়বে(IMD Kolkata Predicts that day Temperature will be Increase in Bengal)।

এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানান, এই মুহূর্তে আমাদের রাজ্যের উপর কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের শঙ্কা নেই । আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া । রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না । দিনের তাপমাত্রা আগামী 24 ঘণ্টায় প্রায় 4 ডিগ্রি বেড়ে যাবে । পরের চার দিন এটাই বজায় থাকবে । উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম 24 ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি সঙ্গে মেঘলা আকাশ থাকবে ৷ আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তারপর থেকে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে ।

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 7 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 91 শতাংশ । বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা । সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কেমন থাকবে আবহাওয়া, জানাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : ভাইফোঁটায় পাওনা ভাগ্য কেমন রয়েছে, কী ইঙ্গিত দিচ্ছে রাশিফল ?

Last Updated : Oct 26, 2022, 7:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.