ETV Bharat / state

West Bengal Weather Update : রোদ্দুর থাকলেও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের - রোদ আর বৃষ্টির মাঝে আসছে বসন্ত

আজ রোদ ঝলমলে দিন থাকলেও সপ্তাহ শেষে বৃষ্টি হতে পারে দুই বঙ্গেই ৷ সঙ্গে বাড়বে রাতের তাপমাত্রা (West Bengal Weather Update) ৷

West Bengal Weather
রোদ আর বৃষ্টির মাঝে আসছে বসন্ত
author img

By

Published : Feb 18, 2022, 7:04 AM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : পারদের ওঠা নামায় ঠান্ডার অস্তিত্ব এখনও জারি । কিন্তু অনুভূতিতে বিদায় শীত, স্বাগত বসন্ত । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ শুষ্ক আবহাওয়া থাকবে দুই বঙ্গে (West Bengal weather forecast mainly clear sky) ৷

আগামিকাল অর্থাৎ শনিবার থেকে আকাশ কালো হবে । একই সঙ্গে রাতের তাপমাত্রাও বাড়তে শুরু করবে । দিনে হাল্কা গরম লাগলেও সূর্য ডোবার পরেই ঠান্ডার একটা চোরা স্রোত রয়েছে । যার প্রভাবে হালকা গরম জামা গায়ে রাখলেও অস্বস্তি হচ্ছে না ।

আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে সামান্য বাড়ল করোনা সংক্রমণের হার, কমল দৈনিক মৃত্যু

চলতি সপ্তাহের পরে এই আবহাওয়া কেটে যাবে । মেঘলা আকাশ, রাতের তাপমাত্রার বৃদ্ধিতে ফের ঝঞ্ঝার কাঁটা এবং বঙ্গোপসাগরের থেকে জলীয় বাষ্পের যুগলবন্দির ইঙ্গিত । ফলে সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর (Regional Meteorological Centre Kolkata) ।

শুক্রবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 16.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম । শুক্রবার রৌদ্রজ্জ্বল দিনের আভাস রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 এবং 17 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে । উত্তরবঙ্গের সিকিম, দার্জিলিং ও কালিম্পংয়ের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ।

কলকাতা, 18 ফেব্রুয়ারি : পারদের ওঠা নামায় ঠান্ডার অস্তিত্ব এখনও জারি । কিন্তু অনুভূতিতে বিদায় শীত, স্বাগত বসন্ত । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ শুষ্ক আবহাওয়া থাকবে দুই বঙ্গে (West Bengal weather forecast mainly clear sky) ৷

আগামিকাল অর্থাৎ শনিবার থেকে আকাশ কালো হবে । একই সঙ্গে রাতের তাপমাত্রাও বাড়তে শুরু করবে । দিনে হাল্কা গরম লাগলেও সূর্য ডোবার পরেই ঠান্ডার একটা চোরা স্রোত রয়েছে । যার প্রভাবে হালকা গরম জামা গায়ে রাখলেও অস্বস্তি হচ্ছে না ।

আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে সামান্য বাড়ল করোনা সংক্রমণের হার, কমল দৈনিক মৃত্যু

চলতি সপ্তাহের পরে এই আবহাওয়া কেটে যাবে । মেঘলা আকাশ, রাতের তাপমাত্রার বৃদ্ধিতে ফের ঝঞ্ঝার কাঁটা এবং বঙ্গোপসাগরের থেকে জলীয় বাষ্পের যুগলবন্দির ইঙ্গিত । ফলে সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর (Regional Meteorological Centre Kolkata) ।

শুক্রবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 16.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম । শুক্রবার রৌদ্রজ্জ্বল দিনের আভাস রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 এবং 17 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে । উত্তরবঙ্গের সিকিম, দার্জিলিং ও কালিম্পংয়ের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.