কলকাতা, 14 নভেম্বর : কনকনে ঠাণ্ডা উত্তুরে হাওয়ার হাত ধরে দক্ষিণবঙ্গের মানুষ শীতের আমেজ পেতে শুরু করেছেন (Winter in Bengal) । আবহাওয়া অফিস অবশ্য 3-4 ডিগ্রি পারদ নামার পূর্বাভাস আগেই জানিয়েছিল । সেই অনুযায়ী গত সপ্তাহের শেষ থেকে বঙ্গের আবহাওয়া বদলাতে শুরু করেছে (Weather Update in Bengal)।
আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা এখন অতীত । দুয়ারে শীত তার উপস্থিতি জানান দিচ্ছে ডিসেম্বরের মাঝে । উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা কেটে যাওয়ায় আকাশ পরিষ্কার । ফলে উত্তর ভারত থেকে আসা শুকনো ঠাণ্ডা বাতাস ঢুকতে শুরু করেছে পূর্ব ভারতে । তার প্রভাব পড়ছে বঙ্গে । কমেছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ।
আরও পড়ুন : Horoscope For 14th December : বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন কেউ, পরিবারের সঙ্গে ভাল দিন কাটবে কারও
সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93 শতাংশ এবং সর্বনিম্ন 41 শতাংশ ৷
মঙ্গলবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি এবং 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশা থাকতে পারে ৷ আগামী 2-3 দিন রাতের তাপমাত্রায় 1-2 ডিগ্রি কমতে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস ৷