কলকাতা, 9 অগস্ট: ছাত্র মৃত্যুর ঘটনায় দেশের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরের বদনাম করার চেষ্টা হচ্ছে, এই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ । প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ মামলা রুজু হয়েছে ৷ বিষয়টি 16 অগস্ট শোনার আশ্বাস দিয়েছেন বিচারপতিরা ।
জুন মাসে ফাইজান আহমেদ নামে এক ছাত্রকে আইআইটি খড়গপুর ক্যাম্পাসে খুন করা হয় বলে অভিযোগ ৷ সেই খুনের তদন্তে 3 সদস্যের সিট গঠন করে কলকাতা হাইকোর্ট ৷ 14 জুলাই প্রাথমিক তদন্তের রিপোর্ট সিটকে আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয় । আইপিএস কে জয়রমনের নেতৃত্বাধীন তদন্ত কমিটি গঠন হয় ৷ এই সিট পূর্বতন তদন্তকারীদের তদন্তে কোথায় গাফিলতি ছিল, তা খতিয়ে দেখবে বলে জানায় আদালত । বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দেয় ৷ এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য ৷ এবার আইআইটি খড়গপুরের তরফেও হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলো ৷ উল্লেখ্য, এর আগে হাইকোর্ট নিযুক্ত একটি বিশেষজ্ঞ জানিয়েছিল, ওই ছাত্রের মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল ৷ কিন্তু পুলিশের ময়নাতদন্তের রিপোর্টে এর উল্লেখ ছিল না ৷
আরও পড়ুন: আইআইটি ছাত্রমৃত্যুতে নয়া মোড়, মৃতদেহ ফের ময়নাতদন্তের নির্দেশ আদালতের
আইআইটি খড়গপুরের আইনজীবীর দাবি, বিচারপতি রাজাশেখার মান্থা ভালো করে বিষয়টি না-শুনেই একতরফা নির্দেশ দিয়েছেন। এর ফলে গোটা দেশে এই প্রতিষ্ঠানের নামে ভুলবার্তা যাচ্ছে ৷ এই নির্দেশের ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানটির নামে সংবাদমাধ্যমে যেভাবে প্রচার চালানো হচ্ছে, তা বেদনাদায়ক, ভুল প্রচারের ফলে বিশ্ববিদ্যালয়ের সম্মান ধুলোয় লুটোচ্ছে, এই দাবি করেছেন আইআইটি খড়গপুরের আইনজীবী । সিঙ্গল বেঞ্চের নির্দেশ অবিলম্বে খারিজ করার দাবি জানিয়েছেন তিনি ।