ETV Bharat / state

সৌজন্য বিনিময়ে কখনও কার্পণ্য করিনি, মমতাকে কটাক্ষ করে টুইট রাজ্যপালের - Jagdeep Dhankar

মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন রাজ্যপাল, কিন্তু গতকাল বিধানসভায় তাঁর প্রতি কোনও সৌজন্যমূলক পদক্ষেপ করতে না দেখে আশ্চর্য তিনি । আজ টুইটে এমনই লেখেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

Dhankar
রাজ্যপাল
author img

By

Published : Nov 27, 2019, 1:42 PM IST

Updated : Nov 27, 2019, 9:02 PM IST

কলকাতা, 27 নভেম্বর : রাজ্য- রাজ্যপাল সংঘাত চলছিল । এবার তা আরও তীব্র হল । গতকাল মুখ্যমন্ত্রী- রাজ্যপাল মুখোমুখি হলেও একে অপরের সঙ্গে কথা বলেননি । সৌজন্য বিনিময়ে রাজ্যপাল হাত জোড় করে তাঁর সামনে দিয়ে হেঁটে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে দেখা যায়নি । পরে এই নিয়ে রাজ্যপালকে খোঁচা দিয়ে মমতা বলেন, "আমার সঙ্গে প্রধানমন্ত্রীও দেখা হলে কথা বলেন । উনি (রাজ্যপাল) কেবল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেই কথা বলেন । "

  • I would never ever compromise on extending courtesy to anyone, much less Hon’ble CM for whom I have enormous personal regard. Surprisingly she made no expected move, leaving me bewildered. Was stumped. All including Amit Mitra, Partho, Abdul Manan greeted by me as all MLAs.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) November 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তারপরই টুইটে মমতাকে কটাক্ষ করে রাজ্যপাল লেখেন, 'আমি কারও প্রতি সৌজন্য বিনিময়ে কখনও কার্পণ্য করিনি । মুখ্যমন্ত্রীর প্রতি তো আমার ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে ।'

  • In my address to assembly on the role of public servants “Public servants should find themselves only in the cage of Law and Constitution and away from extraneous ingratiations of any nature. The situation on this count has to look up. “ I only understated the situation.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) November 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল সংবিধান দিবসের অনুষ্ঠানে বিধানসভায় এসে রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হন কিন্তু একে অপরের সঙ্গে কথা বলেননি । রাজ্যপালের নমস্কারের পরিবর্তে নির্বিকারই ছিলেন মুখ্যমন্ত্রী । তার পরিপ্রেক্ষিতেই ধনকড় টুইটে লেখেন, 'আমি সৌজন্য দেখালেও আশ্চর্যজনক ভাবে মুখ্যমন্ত্রী আমার প্রতি কোনও প্রত্যাশিত পদক্ষেপ করেননি । আমি অবাক হলাম, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, আবদুল মান্নান-সহ সকল বিধায়করা আমাকে শুভেচ্ছা জানালেও উনি (মুখ্যমন্ত্রী) কোনও পদক্ষেপ করেননি ।'

  • What struck odd about the strategy at the assembly was that the leader of the House Hon’ble CM just kept aloof and took no step while I alighted or made way for floral tribute to Dr Ambedkar at the statue. I expected otherwise. Interacted with all who were open to it.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) November 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল রাজ্যপালকে কটাক্ষ করে হিন্দি গানের কলির উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভার সংবিধান দিবস পালনের সময় রাজ্যপালকে উদ্দেশ্য করে 'তু চিজ় বড়ি হ্যায় মস্ত' বলেন । যদিও বিধানসভার কার্যবিবরণী থেকে সেটি বাদ দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, 27 নভেম্বর : রাজ্য- রাজ্যপাল সংঘাত চলছিল । এবার তা আরও তীব্র হল । গতকাল মুখ্যমন্ত্রী- রাজ্যপাল মুখোমুখি হলেও একে অপরের সঙ্গে কথা বলেননি । সৌজন্য বিনিময়ে রাজ্যপাল হাত জোড় করে তাঁর সামনে দিয়ে হেঁটে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে দেখা যায়নি । পরে এই নিয়ে রাজ্যপালকে খোঁচা দিয়ে মমতা বলেন, "আমার সঙ্গে প্রধানমন্ত্রীও দেখা হলে কথা বলেন । উনি (রাজ্যপাল) কেবল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেই কথা বলেন । "

  • I would never ever compromise on extending courtesy to anyone, much less Hon’ble CM for whom I have enormous personal regard. Surprisingly she made no expected move, leaving me bewildered. Was stumped. All including Amit Mitra, Partho, Abdul Manan greeted by me as all MLAs.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) November 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তারপরই টুইটে মমতাকে কটাক্ষ করে রাজ্যপাল লেখেন, 'আমি কারও প্রতি সৌজন্য বিনিময়ে কখনও কার্পণ্য করিনি । মুখ্যমন্ত্রীর প্রতি তো আমার ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে ।'

  • In my address to assembly on the role of public servants “Public servants should find themselves only in the cage of Law and Constitution and away from extraneous ingratiations of any nature. The situation on this count has to look up. “ I only understated the situation.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) November 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল সংবিধান দিবসের অনুষ্ঠানে বিধানসভায় এসে রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হন কিন্তু একে অপরের সঙ্গে কথা বলেননি । রাজ্যপালের নমস্কারের পরিবর্তে নির্বিকারই ছিলেন মুখ্যমন্ত্রী । তার পরিপ্রেক্ষিতেই ধনকড় টুইটে লেখেন, 'আমি সৌজন্য দেখালেও আশ্চর্যজনক ভাবে মুখ্যমন্ত্রী আমার প্রতি কোনও প্রত্যাশিত পদক্ষেপ করেননি । আমি অবাক হলাম, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, আবদুল মান্নান-সহ সকল বিধায়করা আমাকে শুভেচ্ছা জানালেও উনি (মুখ্যমন্ত্রী) কোনও পদক্ষেপ করেননি ।'

  • What struck odd about the strategy at the assembly was that the leader of the House Hon’ble CM just kept aloof and took no step while I alighted or made way for floral tribute to Dr Ambedkar at the statue. I expected otherwise. Interacted with all who were open to it.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) November 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল রাজ্যপালকে কটাক্ষ করে হিন্দি গানের কলির উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভার সংবিধান দিবস পালনের সময় রাজ্যপালকে উদ্দেশ্য করে 'তু চিজ় বড়ি হ্যায় মস্ত' বলেন । যদিও বিধানসভার কার্যবিবরণী থেকে সেটি বাদ দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।

Puducherry, Nov 27 (ANI): Rain lashed in parts of Puducherry on November 27. The steady showers helped in dipping the temperature in the Union Territory. The Indian Meteorological Department on November 26 issued heavy rain alert over neighbouring Tamil Nadu.
Last Updated : Nov 27, 2019, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.