কলকাতা, 30 মার্চ : হোম কোয়ারান্টাইন থেকে ফিরে নবান্নে কাজে যোগ দিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । আজ নবান্ন সভাঘরের বৈঠকে দেখা গেল তাঁকে । কোয়ারান্টাইনে প্রায় 14 দিন কাটিয়ে প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে ফের ব্যস্ত হলেন স্বরাষ্ট্র সচিব ।
নবান্নে কর্মরত আমলার ছেলের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ে ৷ সেই সূত্রে সপরিবারে হোম কোয়ারান্টাইনে পাঠানো হয় আলাপনবাবুকে ৷ তবে তার আগে, গত 16 মার্চ নবান্নে একটি বৈঠকে যোগ দেন ৷ বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে তাঁদের বসার আসন ছিল কাছাকাছি ৷ এরপর তিনিও চলে যান হোম কোয়ারান্টাইনে ৷ তারপরই একটি খবর চাউর হয় আক্রান্ত ছেলেকে নিয়ে ওইদিনই তাঁর মা নবান্নে গিয়েছিলেন । এই খবরে আতঙ্কিত হয়ে পড়ে নবান্নের সর্বস্তরের আধিকারিক ও কর্মীরা । সপরিবারে কোয়ারান্টাইনে যান স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।
প্রসঙ্গত, প্রথম আক্রান্ত ওই যুবক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে হাসপাতাল সূত্রে খবর । অন্যদিকে, স্বরাষ্ট্র সচিবের কোয়ারান্টাইনে থাকার 14 দিনের মেয়াদও পূর্ণ । ফলে কাজে যোগ দিতে কোনও সমস্যা রইল না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।