ETV Bharat / state

কলকাতায় মুদ্রা উৎসব, ইতিহাস-সহ তুলে ধরা হল ভারতীয় মুদ্রার যাত্রাপথ - Indian and Foreign Coins Exhibited in Kolkata

Historical Indian and Foreign Coins Exhibition: কলকাতায় আয়োজিত হল তিনদিনের মুদ্রা প্রদর্শনী উৎসব ৷ যেখানে ভারতের মুদ্রা ইতিহাসের সূচনা থেকে বর্তমান সময়ের, সব মুদ্রার সংগ্রহ প্রদর্শিত হয়েছে ৷ নিউমিসম্যাটিক সোসাইটি অফ ক্যালকাটার 25তম বর্ষপূর্তিতে এই প্রদর্শনীর থিম ছিল, 'মহাবীরের নির্বাণের 2 হাজার 550 বছর' ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 9:47 PM IST

কলকাতায় মুদ্রা উৎসব,

কলকাতা, 25 ডিসেম্বর: 22 থেকে 24 ডিসেম্বর তিনদিনের মুদ্রা উৎসব হয়ে গেল কলকাতায় । যার থিম ছিল ‘মহাবীরের নির্বাণের 2550 বছর’ ৷ নিউমিসম্যাটিক সোসাইটি অফ ক্যালকাটার উদ্যোগে বালিগঞ্জের হলদিরাম ব্যাংকওয়েট হলে এই মুদ্রা প্রদর্শনী উৎসবের আয়োজন করা হয়েছিল ৷ জ্ঞানমুনি জিগনেশ মহারাজ এবারের উৎসবের সূচনা করেন ৷ সারা ভারত থেকে বিভিন্ন অতিথিরা এসেছিলেন ৷ যাঁরা মুদ্রা ভালোবসেন, মুদ্রা নিয়ে চর্চা করেন ৷

ভারতের প্রথম থেকে 2023 সাল পর্যন্ত যত মুদ্রা রয়েছে, প্রত্যেকটির আসল মুদ্রা এই প্রদর্শনীতে দেখানো হয়েছে ৷ মনোমুগ্ধকর তথ্য পরিবেশনের মাধ্যমে ঐতিহাসিক তাৎপর্য এবং সাংস্কৃতিক বিবর্তনের গল্প তুলে ধরা হয় এখানে ৷ প্রতিটি মুদ্রার উত্তরাধিকার ও ইতিহাস তুলে ধরা হয়েছে ৷

এই উৎসবে ছিল রাজা শশাঙ্কের প্রচলন করা মুদ্রাও ৷ ইতিহাস বলছে, রাজা শশাঙ্ক বা শশাঙ্কদেব ছিলেন বাংলা অঞ্চলের একীভূত রাষ্ট্রের প্রথম স্বাধীন রাজা । রাজা শশাঙ্ককে গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয় । রাজা শশাঙ্কও বাংলার ইতিহাসের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত । সেই রাজা শশাঙ্কর 600 সিই ও 636 সিই-র মধ্যে সোনার দিনার চালু করেছিলেন । যার ওজন ছিল প্রায় 8.94 গ্রাম । এই মুদ্রার একদিকে লেখা আছে ‘শিব নিম্বতে’ ৷ সেখানে শিব উপবিষ্ট ডানদিকে মুখ করে শুয়ে থাকা ষাঁড়ের ওপর হেলান দিয়ে ৷ আর বামদিকে রয়েছে চাঁদ । এই মুদ্রার উল্টোদিকে 'অভিষেক লক্ষ্মী নিম্বতে’ লেখা ৷ ব্রহ্মী কিংবদন্তি শ্রী শশাঙ্কের সঙ্গে পদ্মের উপর আড়াআড়ি পায়ে উপবিষ্ট একটি পদ্ম ধারণ করে রয়েছেন ৷

অসমের জয়ধ্বজ সিংহের (1648-63) প্রচলন করা অষ্টভুজ রূপী জপমালা-সহ একটি দ্বিগুণ রৈখিক সীমানার মধ্যে উভয় পাশে চার লাইনের শিলালিপি থাকা মুদ্রাও প্রদর্শিত হবে এই উৎসবে ৷ ইতিহাস অনুযায়ী, অসমের অহম শাসকরা মুদ্রায় থাকা অষ্টভুজাকার বিন্যাসটি গ্রহণ করেছিলেন । ত্রিপুরার অমরা মাণিক্যের (1577-86) প্রচলন করা টংকাও (টাকা) থাকছে এই উৎসবে ৷ এছাড়া গুপ্ত রাজবংশের কুমারগুপ্ত (প্রথম মহেন্দ্রদিত্য - 415-455 সিই) দ্বারা প্রচলিত সোনার দিনারও ছিল এই প্রদর্শনীতে ৷

এই উৎসবে শুধু মুদ্রা প্রদর্শন হয়েছে এমনটা নয়, মহাবীরের মৃত্যু, 2550 বছরের নানা ইতিহাসও তুলে ধরা হয়েছে ৷ মোট কুড়িটি ক্যাবিনেটে এই মুদ্রাগুলি সাজানো ছিল ৷ দশ জন মুদ্রা বিশেষজ্ঞ সেগুলির ইতিহাস তুলে ধরেন এখানে ৷ এবারের প্রদর্শকদের তালিকায় ছিলেন - ললিত বাইদ, যিনি ‘ভগবান মহাবীরের উপর মুদ্রা ও পদক’ নিয়ে নানা তথ্য তুলে ধরেন ৷ রবিশঙ্কর শর্মা ‘মহাজনপদের মুদ্রা’র ইতিহাস বর্ণণা করেছেন ।

উল্লেখ্য, 1985 সালে প্রতিষ্ঠিত হয় দ্য নিউমিসম্যাটিক সোসাইটি অফ ক্যালকাটা ৷ বিশ্বব্যাপী মুদ্রাবিদদের জন্য এটাই প্রধান সংস্থা । যাঁরা মুদ্রা সংগ্রহ এবং গবেষণায় দক্ষতা বৃদ্ধিতে কাজ করেন, তাঁরা এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন । বিশ্বব্যাপী 500-র বেশি সদস্যদের এই সংগঠন মুদ্রার পদ্ধতিগত সংগ্রহ, সংরক্ষণ এবং সংখ্যাগত গবেষণার জন্য কাজ করেন ।

আরও পড়ুন:

  1. নগদহীন যুগে রাজা ও ব্রিটিশ আমলের মুদ্রা সংগ্রহ বৃদ্ধের
  2. কুষাণ থেকে রানি ভিক্টোরিয়ার যুগের মুদ্রা, সন্ধান মিলবে রায়গঞ্জের অবসরপ্রাপ্ত শিক্ষকের সংগ্রহশালায়
  3. মাটি খুঁড়তে গিয়ে মিলল প্রাচীন রৌপ্যমুদ্রা, কলসি ভর্তি মুদ্রা নিয়ে পালালেন শ্রমিকরা

কলকাতায় মুদ্রা উৎসব,

কলকাতা, 25 ডিসেম্বর: 22 থেকে 24 ডিসেম্বর তিনদিনের মুদ্রা উৎসব হয়ে গেল কলকাতায় । যার থিম ছিল ‘মহাবীরের নির্বাণের 2550 বছর’ ৷ নিউমিসম্যাটিক সোসাইটি অফ ক্যালকাটার উদ্যোগে বালিগঞ্জের হলদিরাম ব্যাংকওয়েট হলে এই মুদ্রা প্রদর্শনী উৎসবের আয়োজন করা হয়েছিল ৷ জ্ঞানমুনি জিগনেশ মহারাজ এবারের উৎসবের সূচনা করেন ৷ সারা ভারত থেকে বিভিন্ন অতিথিরা এসেছিলেন ৷ যাঁরা মুদ্রা ভালোবসেন, মুদ্রা নিয়ে চর্চা করেন ৷

ভারতের প্রথম থেকে 2023 সাল পর্যন্ত যত মুদ্রা রয়েছে, প্রত্যেকটির আসল মুদ্রা এই প্রদর্শনীতে দেখানো হয়েছে ৷ মনোমুগ্ধকর তথ্য পরিবেশনের মাধ্যমে ঐতিহাসিক তাৎপর্য এবং সাংস্কৃতিক বিবর্তনের গল্প তুলে ধরা হয় এখানে ৷ প্রতিটি মুদ্রার উত্তরাধিকার ও ইতিহাস তুলে ধরা হয়েছে ৷

এই উৎসবে ছিল রাজা শশাঙ্কের প্রচলন করা মুদ্রাও ৷ ইতিহাস বলছে, রাজা শশাঙ্ক বা শশাঙ্কদেব ছিলেন বাংলা অঞ্চলের একীভূত রাষ্ট্রের প্রথম স্বাধীন রাজা । রাজা শশাঙ্ককে গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয় । রাজা শশাঙ্কও বাংলার ইতিহাসের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত । সেই রাজা শশাঙ্কর 600 সিই ও 636 সিই-র মধ্যে সোনার দিনার চালু করেছিলেন । যার ওজন ছিল প্রায় 8.94 গ্রাম । এই মুদ্রার একদিকে লেখা আছে ‘শিব নিম্বতে’ ৷ সেখানে শিব উপবিষ্ট ডানদিকে মুখ করে শুয়ে থাকা ষাঁড়ের ওপর হেলান দিয়ে ৷ আর বামদিকে রয়েছে চাঁদ । এই মুদ্রার উল্টোদিকে 'অভিষেক লক্ষ্মী নিম্বতে’ লেখা ৷ ব্রহ্মী কিংবদন্তি শ্রী শশাঙ্কের সঙ্গে পদ্মের উপর আড়াআড়ি পায়ে উপবিষ্ট একটি পদ্ম ধারণ করে রয়েছেন ৷

অসমের জয়ধ্বজ সিংহের (1648-63) প্রচলন করা অষ্টভুজ রূপী জপমালা-সহ একটি দ্বিগুণ রৈখিক সীমানার মধ্যে উভয় পাশে চার লাইনের শিলালিপি থাকা মুদ্রাও প্রদর্শিত হবে এই উৎসবে ৷ ইতিহাস অনুযায়ী, অসমের অহম শাসকরা মুদ্রায় থাকা অষ্টভুজাকার বিন্যাসটি গ্রহণ করেছিলেন । ত্রিপুরার অমরা মাণিক্যের (1577-86) প্রচলন করা টংকাও (টাকা) থাকছে এই উৎসবে ৷ এছাড়া গুপ্ত রাজবংশের কুমারগুপ্ত (প্রথম মহেন্দ্রদিত্য - 415-455 সিই) দ্বারা প্রচলিত সোনার দিনারও ছিল এই প্রদর্শনীতে ৷

এই উৎসবে শুধু মুদ্রা প্রদর্শন হয়েছে এমনটা নয়, মহাবীরের মৃত্যু, 2550 বছরের নানা ইতিহাসও তুলে ধরা হয়েছে ৷ মোট কুড়িটি ক্যাবিনেটে এই মুদ্রাগুলি সাজানো ছিল ৷ দশ জন মুদ্রা বিশেষজ্ঞ সেগুলির ইতিহাস তুলে ধরেন এখানে ৷ এবারের প্রদর্শকদের তালিকায় ছিলেন - ললিত বাইদ, যিনি ‘ভগবান মহাবীরের উপর মুদ্রা ও পদক’ নিয়ে নানা তথ্য তুলে ধরেন ৷ রবিশঙ্কর শর্মা ‘মহাজনপদের মুদ্রা’র ইতিহাস বর্ণণা করেছেন ।

উল্লেখ্য, 1985 সালে প্রতিষ্ঠিত হয় দ্য নিউমিসম্যাটিক সোসাইটি অফ ক্যালকাটা ৷ বিশ্বব্যাপী মুদ্রাবিদদের জন্য এটাই প্রধান সংস্থা । যাঁরা মুদ্রা সংগ্রহ এবং গবেষণায় দক্ষতা বৃদ্ধিতে কাজ করেন, তাঁরা এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন । বিশ্বব্যাপী 500-র বেশি সদস্যদের এই সংগঠন মুদ্রার পদ্ধতিগত সংগ্রহ, সংরক্ষণ এবং সংখ্যাগত গবেষণার জন্য কাজ করেন ।

আরও পড়ুন:

  1. নগদহীন যুগে রাজা ও ব্রিটিশ আমলের মুদ্রা সংগ্রহ বৃদ্ধের
  2. কুষাণ থেকে রানি ভিক্টোরিয়ার যুগের মুদ্রা, সন্ধান মিলবে রায়গঞ্জের অবসরপ্রাপ্ত শিক্ষকের সংগ্রহশালায়
  3. মাটি খুঁড়তে গিয়ে মিলল প্রাচীন রৌপ্যমুদ্রা, কলসি ভর্তি মুদ্রা নিয়ে পালালেন শ্রমিকরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.