ETV Bharat / state

AI-Data Science in HS: নতুন বিষয় এআই ও ডেটা সায়েন্স নিয়ে বড় পদক্ষেপ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের - data science

HS Board Notice on AI-Data Science: নতুন দুটি বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স নিয়ে বড় পদক্ষেপ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ এই নিয়ে আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷

AI-Data Science in HS
এআই ও ডেটা সায়েন্স নিয়ে বড় পদক্ষেপ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 7:31 PM IST

কলকাতা, 30 অক্টোবর: এ বছর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন দুটি বিষয় হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স । তবে এই নিয়ে আপাতত কোনও বই বা প্রশ্নোত্তর নেই । সেই কারণে এ বার বড় পদক্ষেপ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । এই দুটি বিষয় নিয়েই সংসদের পোর্টালে থাকবে প্রশ্নপত্র ও বোঝার মতো বিভিন্ন তথ্য । ফলে পড়ুয়া ও শিক্ষক দু'জনেরই সুবিধা হবে ।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স - এই দুটি বিষয় নিয়েই সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি প্রশিক্ষণ শিবির হয় । প্রথম পর্যায়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের 60টি স্কুলের কম্পিউটার সায়েন্সের শিক্ষকরা এই প্রশিক্ষণ নিয়েছেন । 16 দিন ধরে চলে এই প্রশিক্ষণ । এরপরে ফের দ্বিতীয় পর্যায়ে 60টি স্কুলের কম্পিউটার শিক্ষকরা এই প্রশিক্ষণ নেন । নতুন বিষয় হওয়ার কারণে কোনও বেসরকারি সংস্থার তরফ থেকেও এই বিষয়ে প্রশ্নোত্তর তৈরি করা যাচ্ছিল না । তবে এ বার বিজ্ঞপ্তি প্রকাশ করা হল । নিজেদের ওয়েবসাইটে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স নিয়ে পড়ুয়াদের বোঝার মতো তথ্য, প্রশ্নপত্র ইত্যাদি আপলোড করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।

আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলছে বন, দাবানলের খবর আগেভাগে জানাতে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেসেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেছেন, "কম্পিউটার সায়েন্সের শিক্ষকরাই পড়াবেন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স । ওয়েবসাইটে যে নতুন তথ্য আপলোড করা হচ্ছে, তা শিক্ষকরাই পড়ে বুঝে তারপর ছাত্রছাত্রীদের পড়াবেন । ওয়েবসাইট থেকে অনলাইনে পড়াশোনা করা যাবে । তবে আমরা চাই মধ্যশিক্ষা পর্ষদ এইসব তথ্য বই আকারে বের করুক, যাতে যেখানে ইন্টারনেট নেই সেই প্রত্যন্ত এলাকার পড়ুয়ারাও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ব্যাপারে পড়াশোনা করতে পারে । তার সঙ্গে যথাযথ শিক্ষক চাই ।"

আরও পড়ুন: এআই-টুল এবার দেবে ক্যানসারের পূর্বাভাস ! বলছে গবেষণা

কলকাতা, 30 অক্টোবর: এ বছর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন দুটি বিষয় হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স । তবে এই নিয়ে আপাতত কোনও বই বা প্রশ্নোত্তর নেই । সেই কারণে এ বার বড় পদক্ষেপ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । এই দুটি বিষয় নিয়েই সংসদের পোর্টালে থাকবে প্রশ্নপত্র ও বোঝার মতো বিভিন্ন তথ্য । ফলে পড়ুয়া ও শিক্ষক দু'জনেরই সুবিধা হবে ।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স - এই দুটি বিষয় নিয়েই সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি প্রশিক্ষণ শিবির হয় । প্রথম পর্যায়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের 60টি স্কুলের কম্পিউটার সায়েন্সের শিক্ষকরা এই প্রশিক্ষণ নিয়েছেন । 16 দিন ধরে চলে এই প্রশিক্ষণ । এরপরে ফের দ্বিতীয় পর্যায়ে 60টি স্কুলের কম্পিউটার শিক্ষকরা এই প্রশিক্ষণ নেন । নতুন বিষয় হওয়ার কারণে কোনও বেসরকারি সংস্থার তরফ থেকেও এই বিষয়ে প্রশ্নোত্তর তৈরি করা যাচ্ছিল না । তবে এ বার বিজ্ঞপ্তি প্রকাশ করা হল । নিজেদের ওয়েবসাইটে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স নিয়ে পড়ুয়াদের বোঝার মতো তথ্য, প্রশ্নপত্র ইত্যাদি আপলোড করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।

আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলছে বন, দাবানলের খবর আগেভাগে জানাতে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেসেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেছেন, "কম্পিউটার সায়েন্সের শিক্ষকরাই পড়াবেন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স । ওয়েবসাইটে যে নতুন তথ্য আপলোড করা হচ্ছে, তা শিক্ষকরাই পড়ে বুঝে তারপর ছাত্রছাত্রীদের পড়াবেন । ওয়েবসাইট থেকে অনলাইনে পড়াশোনা করা যাবে । তবে আমরা চাই মধ্যশিক্ষা পর্ষদ এইসব তথ্য বই আকারে বের করুক, যাতে যেখানে ইন্টারনেট নেই সেই প্রত্যন্ত এলাকার পড়ুয়ারাও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ব্যাপারে পড়াশোনা করতে পারে । তার সঙ্গে যথাযথ শিক্ষক চাই ।"

আরও পড়ুন: এআই-টুল এবার দেবে ক্যানসারের পূর্বাভাস ! বলছে গবেষণা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.