ETV Bharat / state

আপার প্রাইমারির ইন্টারভিউ নিলেও রেজ়াল্ট আউট এখনই নয়, নির্দেশ হাইকোর্টের - SSC

আপার প্রাইমারির শিক্ষক পদ প্রার্থীদের ইন্টারভিউ নিলেও প্রকাশ করা যানে না ফল । SSC কে নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য । আগামীকাল ফের মামলার শুনানি ।

কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jul 1, 2019, 7:26 PM IST

কলকাতা, ১ জুলাই : স্কুল সার্ভিস কমিশন গত ২৭ ও ২৮ জুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ২ জুলাই থেকে শুরু হবে আপার প্রাইমারির পার্সোনালিটি টেস্ট । কিন্তু ইন্টারভিউ নিলেও স্কুল সার্ভিস কমিশন রেজ়াল্ট বের করতে পারবে না মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত । আজ এই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।

স্কুল সার্ভিস কমিশন গত ২৭ ও ২৮ জুন বিজ্ঞপ্তি দিয়ে জানায় ২ জুলাই থেকে শুরু হবে আপার প্রাইমারির শিক্ষক পদ প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট । ২০১৫ সালের ১৬ অগাস্ট আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয় । ফলপ্রকাশ হয় ২০১৬ সালে । এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার প্রশিক্ষিত ও ১ লাখের কিছু বেশি প্রার্থী ছিলেন অপ্রশিক্ষিত । তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল আগামীকাল থেকে ।

আজ হাইকোর্টে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির পর বিচারপতি মৌসুমি ভট্টাচার্য বলেন, "সার্ভিস কমিশন বলছে তারা ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে । মামলাকারীদের আইনজীবী বলছেন, প্রকাশ করা হয়নি । আমি বুঝব কী করে ? স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আগামীকাল সমস্ত নথিপত্র নিয়ে আসবেন । আগামীকাল আবার শুনানি হবে । আগামীকাল থেকে আপার প্রাইমারিতে পার্সোনালিটি টেস্ট শুরু হলেও তার ফলপ্রকাশ করা যাবে না ।"

মামলাকারীদের আইনজীবী সুবীর সান্যাল বলেন, "চলতি বছরের মার্চ মাসে মামলা দায়ের করেছেন প্রশিক্ষিত প্রার্থীরা। তাঁদের মুল অভিযোগ ছিল ইন্টারভিউতে প্রশিক্ষিতদের না ডেকে অপ্রশিক্ষিতদের ডাকা হচ্ছে । হাইকোর্ট নির্দেশ দিয়েছিল প্রশিক্ষণপ্রাপ্তদের আগে সুযোগ দিতে হবে । কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের না ডেকে প্রশিক্ষণহীনদের ডাকছে SSC । "

পাশাপাশি মামলাকারীরা সম্পূর্ণ ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার দাবি জানিয়েছেন । তাঁদের বক্তব্য, লিস্ট প্রকাশ না করলে বোঝা যাচ্ছে না প্রশিক্ষণপ্রাপ্তরা আগে ডাক পাচ্ছেন নাকি প্রশিক্ষণহীনরা । সার্ভিস কমিশন লিস্ট প্রকাশ না করায় উঠছে পক্ষপাতিত্বের অভিযোগও । এখনও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত প্রার্থীর ডকুমেন্টস ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি । এই অবস্থায় কী করে ইন্টারভিউ শুরু হয় তা নিয়েও প্রশ্ন তুলছেন মামলাকারীরা ।

এদিকে SSC-র আইনজীবী সুতনু পাত্র বলেন, "আমরা ইতিমধ্যেই ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছি আমাদের ওয়েবসাইটে । ইন্টারভিউয়ের জন্য ১:১:৪ রেশিও মেনটেন করা হয়েছে । যারা সুযোগ পায়নি তারাই কোর্টে এসেছে । আমরা কোনও প্রশিক্ষণহীনকে ডাকিনি । আর কোথাও যদি ভুল হয়ে থাকে, তাহলে আমরা তা সংশোধন করব । ইন্টারভিউয়ের পাশাপাশি ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রক্রিয়াও চলবে । যারা এখনও ডাক পাননি তাঁরা পরে ডাক পাবেন । "

কলকাতা, ১ জুলাই : স্কুল সার্ভিস কমিশন গত ২৭ ও ২৮ জুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ২ জুলাই থেকে শুরু হবে আপার প্রাইমারির পার্সোনালিটি টেস্ট । কিন্তু ইন্টারভিউ নিলেও স্কুল সার্ভিস কমিশন রেজ়াল্ট বের করতে পারবে না মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত । আজ এই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।

স্কুল সার্ভিস কমিশন গত ২৭ ও ২৮ জুন বিজ্ঞপ্তি দিয়ে জানায় ২ জুলাই থেকে শুরু হবে আপার প্রাইমারির শিক্ষক পদ প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট । ২০১৫ সালের ১৬ অগাস্ট আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয় । ফলপ্রকাশ হয় ২০১৬ সালে । এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার প্রশিক্ষিত ও ১ লাখের কিছু বেশি প্রার্থী ছিলেন অপ্রশিক্ষিত । তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল আগামীকাল থেকে ।

আজ হাইকোর্টে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির পর বিচারপতি মৌসুমি ভট্টাচার্য বলেন, "সার্ভিস কমিশন বলছে তারা ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে । মামলাকারীদের আইনজীবী বলছেন, প্রকাশ করা হয়নি । আমি বুঝব কী করে ? স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আগামীকাল সমস্ত নথিপত্র নিয়ে আসবেন । আগামীকাল আবার শুনানি হবে । আগামীকাল থেকে আপার প্রাইমারিতে পার্সোনালিটি টেস্ট শুরু হলেও তার ফলপ্রকাশ করা যাবে না ।"

মামলাকারীদের আইনজীবী সুবীর সান্যাল বলেন, "চলতি বছরের মার্চ মাসে মামলা দায়ের করেছেন প্রশিক্ষিত প্রার্থীরা। তাঁদের মুল অভিযোগ ছিল ইন্টারভিউতে প্রশিক্ষিতদের না ডেকে অপ্রশিক্ষিতদের ডাকা হচ্ছে । হাইকোর্ট নির্দেশ দিয়েছিল প্রশিক্ষণপ্রাপ্তদের আগে সুযোগ দিতে হবে । কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের না ডেকে প্রশিক্ষণহীনদের ডাকছে SSC । "

পাশাপাশি মামলাকারীরা সম্পূর্ণ ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার দাবি জানিয়েছেন । তাঁদের বক্তব্য, লিস্ট প্রকাশ না করলে বোঝা যাচ্ছে না প্রশিক্ষণপ্রাপ্তরা আগে ডাক পাচ্ছেন নাকি প্রশিক্ষণহীনরা । সার্ভিস কমিশন লিস্ট প্রকাশ না করায় উঠছে পক্ষপাতিত্বের অভিযোগও । এখনও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত প্রার্থীর ডকুমেন্টস ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি । এই অবস্থায় কী করে ইন্টারভিউ শুরু হয় তা নিয়েও প্রশ্ন তুলছেন মামলাকারীরা ।

এদিকে SSC-র আইনজীবী সুতনু পাত্র বলেন, "আমরা ইতিমধ্যেই ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছি আমাদের ওয়েবসাইটে । ইন্টারভিউয়ের জন্য ১:১:৪ রেশিও মেনটেন করা হয়েছে । যারা সুযোগ পায়নি তারাই কোর্টে এসেছে । আমরা কোনও প্রশিক্ষণহীনকে ডাকিনি । আর কোথাও যদি ভুল হয়ে থাকে, তাহলে আমরা তা সংশোধন করব । ইন্টারভিউয়ের পাশাপাশি ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রক্রিয়াও চলবে । যারা এখনও ডাক পাননি তাঁরা পরে ডাক পাবেন । "

Intro:আগামীকাল থেকে ইন্টারভিউ শুরু হলেও বের করা যাবে না ওদের রেজাল্ট Body:
মানস নস্কর---

আগামীকাল থেকে আপার প্রাইমারীতে পারসোনালিটি টেস্ট শুরু হলেও বের করা যাবে না ওদের রেজাল্ট, নির্দেশ হাইকোর্টের

কলকাতা ১ জুলাইঃ
স্কুল সার্ভিস কমিশন গত ২৭ ও ২৮ জুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আগামী ২ জুলাই থেকে শুরু হবে আপার প্রাইমারীর পারসোনালিটি টেস্ট। কিন্ত ইন্টারভিউ নিলেও স্কুল সার্ভিস কমিশন এদের রেজাল্ট বের করতে পারবে না মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত,নির্দেশ হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর।

২০১৫ সালের ১৬ ই অগাস্ট পরীক্ষা হয়।তার রেজাল্ট বেরোয় ২০১৬ সালে। এরপর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা শুরু হয় । এই পরীক্ষায় যারা পাশ করেছে তাদের মধ্যে
১লাখ ২০ হাজার প্রশিক্ষিত , ১লাখের বেশি প্রার্থী ছিলেন অপ্রশিক্ষিত। এদেরই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল থেকে।

কিন্ত আজ মামলাকারীদের তরফে আইনজীবী সুবীর সান্যাল জানালেন",চলতি বছরের মার্চে মামলা দায়ের করেছেন প্রশিক্ষিত প্রার্থীরা।বিকান্ত ঘোষ, আরিফ মহম্মদ খা সহ কয়েকশো প্রার্থী এই মামলা করেন। মুল দাবি ছিল প্রশিক্ষিতদের ডাকা হচ্ছে না।কিন্ত অপ্রশিক্ষিতরা ডাক পাচ্ছে।সেখানে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল প্রশিক্ষণপ্রাপ্তদেরকে আগে সুজোগ দিতে হবে। কিন্ত আয়েশা খাতুন নামে এক প্রশিক্ষণহীন প্রার্থীকে আগামী ১০ জুলাই ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। অথচ এখনো বহু প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী রয়েছে। পাশাপাশি আমাদের দাবি, সম্পূর্ণ ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে সার্ভিস কমিশনকে।কারন এই লিস্ট না প্রকাশ করলে আমি বুঝবো কি করে সার্ভিস কমিশন যাকে ডেকেছে সে আমার থেকে বেশি মেধাবী কিনা?সার্ভিস কমিশন আদৌও পক্ষপাতিত্ত করছে কিনা?এখানো সমস্ত প্রার্থীর ডকুমেন্টস ভেরিফিকেশন সম্পুর্ন হয়নি।অথচো ইইন্টারভিউ শুরু করা হচ্ছে।সার্ভিস কমিশনের কাজে কোথাও অস্বচ্ছতা রয়েছে। "এর বিরুদ্ধে সার্ভিস কমিশনের তরফে আইনজীবী সতনু পাত্র জানান, " আমরা ইতিমধ্যেই ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছি আমাদের ওয়েবসাইটে। আমরা ১ঃ১.৪ রেশিও মেনটেন করেছি।যারা সুজোগ পায়নি তারাই কোর্টে এসেছে।আমরা কোন প্রশিক্ষণহীনকে ডাকি নি।আর কোথাও যদি ভুল হয় আমরা সংশোধন করবো। পাশাপাশি ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি।আমরা পরে আবার ডাকবো। "শেষে বিচারপতি জানান সার্ভিস কমিশন বলছে তারা ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে। মামলাকারীর আইনজীবী বলছেন প্রকাশ করা হয়নি।আমি বুঝবো কি করে?আগামীকাল স্কুল সার্ভিস কমিশন সমস্ত নথিপত্র নিয়ে আসবে। আগামীকাল আবার শুনানি। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.