ETV Bharat / state

DA সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার নয়, হাইকোর্টে বলল রাজ্য - hc

DA মামলার রিভিউ পিটিশন সংক্রান্ত মামলার শুনানি শেষ। কিন্তু রায়দান স্থগিত রাখল হাইকোর্ট।

kolkata high court
author img

By

Published : Feb 8, 2019, 9:59 PM IST

Updated : Feb 8, 2019, 10:09 PM IST

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : DA মামলার রিভিউ পিটিশন সংক্রান্ত মামলার শুনানি আজ শেষ হল। তবে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। আজ রিভিউ পিটিশন সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের তরফে AG কিশোর দত্ত বলেন, "DA রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার নয়।" তিনি বিচারপতি হরিশ ট্যান্ডন ও শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চে সুপ্রিমকোর্টের বিভিন্ন রায় উল্লেখ করে বলেন, "DA কেন্দ্রীয় সরকার বেশি দিচ্ছে না রাজ্য বেশি দিচ্ছে সেটা কি আদৌ বিচার্য?" যদিও এরপরই কর্মচারীদের পক্ষের আইনজীবী সরদার আমজাদ আলি বলেন,"কোর্ট তো আগেই রায় দিয়েছে DA রাজ্যের সরকারি কর্মীদের আইনসঙ্গত অধিকার।"

১৮ জানুয়ারি রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত বলেন, "রাজ্য সরকারকে তাদের বক্তব্য বলার সুযোগ না দিয়েই DA সংক্রান্ত বিষয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের কাছে দুটি বিষয় ঠিক করতে পাঠিয়ে দিয়েছে হাইকোর্ট। এটা ঠিক হয়নি। এখানে রাজ্যের আরও বক্তব্য ছিল।" কিন্ত বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ জানায়, রিভিউ পিটিশন সংক্রান্ত মামলায় সাধারণত বেশি কিছু বলার সুযোগ আইনত থাকে না। এরপর AG -কে তাঁর বক্তব্য রাখার সুযোগ দেয় ডিভিশন বেঞ্চ।

undefined

গত বছরের ৩১ অগাস্ট কলকাতা হাইকোর্ট রায় দেয় যে, DA রাজ্যের সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। পাশাপাশি SAT-কে নির্দেশ দেয়, রাজ্যের কর্মীদের DA-র হার কেন্দ্রীয় সরকারের কর্মীদের মতো হবে কি না তা ঠিক করতে। দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হস্টেলে নিযুক্ত রাজ্যের কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে DA পান। তাঁরাও সেই হারে DA পাবেন কি না তাও ঠিক করতে বলা হয় SAT-কে।

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : DA মামলার রিভিউ পিটিশন সংক্রান্ত মামলার শুনানি আজ শেষ হল। তবে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। আজ রিভিউ পিটিশন সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের তরফে AG কিশোর দত্ত বলেন, "DA রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার নয়।" তিনি বিচারপতি হরিশ ট্যান্ডন ও শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চে সুপ্রিমকোর্টের বিভিন্ন রায় উল্লেখ করে বলেন, "DA কেন্দ্রীয় সরকার বেশি দিচ্ছে না রাজ্য বেশি দিচ্ছে সেটা কি আদৌ বিচার্য?" যদিও এরপরই কর্মচারীদের পক্ষের আইনজীবী সরদার আমজাদ আলি বলেন,"কোর্ট তো আগেই রায় দিয়েছে DA রাজ্যের সরকারি কর্মীদের আইনসঙ্গত অধিকার।"

১৮ জানুয়ারি রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল কিশোর দত্ত বলেন, "রাজ্য সরকারকে তাদের বক্তব্য বলার সুযোগ না দিয়েই DA সংক্রান্ত বিষয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের কাছে দুটি বিষয় ঠিক করতে পাঠিয়ে দিয়েছে হাইকোর্ট। এটা ঠিক হয়নি। এখানে রাজ্যের আরও বক্তব্য ছিল।" কিন্ত বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ জানায়, রিভিউ পিটিশন সংক্রান্ত মামলায় সাধারণত বেশি কিছু বলার সুযোগ আইনত থাকে না। এরপর AG -কে তাঁর বক্তব্য রাখার সুযোগ দেয় ডিভিশন বেঞ্চ।

undefined

গত বছরের ৩১ অগাস্ট কলকাতা হাইকোর্ট রায় দেয় যে, DA রাজ্যের সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। পাশাপাশি SAT-কে নির্দেশ দেয়, রাজ্যের কর্মীদের DA-র হার কেন্দ্রীয় সরকারের কর্মীদের মতো হবে কি না তা ঠিক করতে। দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হস্টেলে নিযুক্ত রাজ্যের কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে DA পান। তাঁরাও সেই হারে DA পাবেন কি না তাও ঠিক করতে বলা হয় SAT-কে।

SHOTLIST:
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY.
ASSOCIATED PRESS
London, 8 February 2019
1. Pull focus BAFTA Statue, The Savoy Hotel
2. Various Charlotte Wood applying make-up to skin
3. SOUNDBITE (English) Charlotte Wood, Lancome Pro Artist, on the range of nominees attending the ceremony:
"Absolutely, and that's one thing that's really, really nice about an awards ceremony versus a photo shoot or something that. Everyone is of all different ages, different skin tones, male, female. So you get a really nice diverse opportunity to do different sorts of make-up which is really fun."
4. Various Charlotte Wood applying eye make-up
5. SOUNDBITE (English) Charlotte Wood, Lancome Pro Artist - on BAFTA trends:
"I think with BAFTA there's so much heritage that goes with the red carpet and the awards so people are quite traditional which I actually really like and really quite respect. But I do think it's quite fun - I've seen a few young actresses rising through the ranks. Lily Collins, Lucy Boynton - they're much more playful with their make-up which I think, as an artist, is always fun."
6. Various Charlotte Wood applying lipstick
7. SOUNDBITE (English) Charlotte Wood, Lancome Pro Artist, on what a classic look is:
"It's kind of that 'legs out or arms out' kind of thing - it's the same with make-up. You do a strong lip and a softer eye or a smoky eye and a soft lip, it's kind of playing one feature and not all - or it's balancing the tones. So we get asked quite a lot for a lovely brown smoky eye or a feline flick or a red lip. They always look great."
8. Various Paul Edmonds blow drying hair  
9. SOUNDBITE (English) Paul Edmonds, Creative Director (at Paul Edmonds) - on weather proofing a hairstyle:
"When you are going to do someone's hair. They normally have an idea what they want so they'll come with a picture and especially now they'll have it on their phone. What you then have to do is take into consideration the weather, I'm looking outside now and it's a bit grey. It can be a bit tricky and you will have to alter it, if it is raining and if it's that fine rain - that's a hairdressers dread - because there's very little you can do. So it ends up being much tighter heads, more Up Dos maybe straight or maybe curlier depending on...  you have to go with the hair. So it's just dependent, very dependent."
10. Various Paul Edmonds plaiting hair  
11. SOUNDBITE (English) Paul Edmonds, Creative Director (at Paul Edmonds) - on BAFTA hair trends:
"I think it's much more undone than it ever used to be and I think you'll have a few people have the very sleek chignon and something that's quite hard - not hard but kind of formal. But generally it's very relaxed. This year it's a lot of very relaxed waves so it's not the kind of beachy wave, it's much more kind of loose, almost falling out look. So I think it's much prettier."
12. Various Paul Edmonds plaiting ladies hair  
13. SOUNDBITE (English) Paul Edmonds, Creative Director (at Paul Edmonds) - on nervous nominees:
"I think nerves is always a factor, not mine but the people that are walking the red carpet. Red carpets are terrifying, they are one of the worst things in the world. And I think if you talk to any celebrity, any actor, actress they'd much rather be in front of a camera or even behind a camera, rather than on that red carpet."
14. Various Swarovski jewellery
15. Swarovski clutch bags
BEHIND THE SCENES AT THE BAFTA FILM AWARDS STYLE SUITE
It's London, it's February and it's the BAFTA Film Awards - that's a potentially wintery, windy or wet red carpet for the nominees and presenters.
In order to make sure they look their best, in all weather conditions, BAFTA set up a special Style Suite at The Savoy Hotel.
First stop is the Lancome make-up room, where anyone who is in the running for an award or opening an envelope on stage can be glammed up - meaning a wide range of sexes, ages and skin tones. (Even male stars pop by for a facial or some grooming.)
Lancome Pro Artist Charlotte Wood enjoys the challenge and says BAFTA is similar to the Oscars when it comes to people choosing classic, traditional looks.
"It's kind of that 'legs out or arms out' kind of thing - it's the same with make-up. You do a strong lip and a softer eye or a smoky eye and a soft lip, it's kind of playing one feature and not all - or it's balancing the tones. So we get asked quite a lot for a lovely brown smoky eye or a feline flick or a red lip. They always look great."
Next, it's time to get their hair looking stylish and rain-proof.
Creative Director Paul Edmonds opens a pop up salon at The Savoy over the weekend to make-sure special guests at the BAFTA Film Awards won't be looking windswept (unless that's the look they are after).
As well as doing hair, Edmonds and his team are on hand with the emotional support a nervous nominee needs.
"I think nerves is always a factor, not mine but the people that are walking the red carpet. Red carpets are terrifying, they are one of the worst things in the world. And I think if you talk to any celebrity, any actor, actress they'd much rather be in front of a camera or even behind a camera, rather than on that red carpet."
Edmonds also has a practical tip on picking a style that will survive the long red carpet, the ceremony and the after party.
"If it is raining and if it's that fine rain - that's a hairdressers dread - because there's very little you can do. So it ends up being much tighter heads, more Up Dos, maybe straight or maybe curlier depending on...  you have to go with the hair. So it's just dependent, very dependent."
Finally - it wouldn't be an awards show without a bit of bling.
Atelier Swarovski also have a suite where BAFTA Film stars can borrow their sparkle - including earrings, necklaces, rings or a glittering clutch bag.
The BAFTA Film Awards take place on Sunday 10 February at the Royal Albert Hall.
Nominees attending include Claire Foy, Letitia Wright, Melissa McCarthy, Viola Davis, Timothee Chalamet, Rachel Weisz, Olivia Colman, Mahershala Ali and Bradley Cooper.
Plus presenters Cate Blanchett, Henry Golding, Margot Robbie, Mary J Blige, Lucy Boynton, Lily Collins, Michelle Yeoh, Salma Hayek and Danai Gurira.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
Last Updated : Feb 8, 2019, 10:09 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.