কলকাতা, 30 নভেম্বর: ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল হাইকোর্টে। এর আগেও একাধিকবার তাঁর জামিন সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সিবিআই তৃণমূলের বিভিন্ন প্রভাবশালীর বাড়িতে তল্লাশির তথ্য হাতে নিয়ে খতিয়ে দেখে তারপরই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন ইডি আইনজীবী।
এদিন বিকেলে জামিন মামলার শুনানিতে ইডির আইনজীবী আদালতে বলেন, "আজ এই মামলার পরিপ্রেক্ষিতেই সিবিআই বিভিন্ন এলাকায় তল্লাশি করছেন। তাদের থেকে তথ্য নিয়ে সবকিছু খতিয়ে দেখে আমরা এই জামিন মামলার শুনানি হোক তা চাই। অন্যদিকে, পার্থর আইনজীবী কিশোর দত্ত এ ব্যাপারে সহমত হন। তাতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে বলেন, "এখানে আপনি সময় নিচ্ছেন, আর আপনার মক্কেল সুপ্রিম কোর্টে গিয়ে বলবেন, হাইকোর্টকে সময় বেঁধে দিয়ে মামলা শুনতে বলুন!"
তাতে কিছুটা অস্বস্তি নিয়েই পার্থর আইনজীবী আশ্বাস দেন এবার তেমন কিছু হবে না। তারপরেই আগামী 4 জানুয়ারি এই মামলার শুনানির দিন ধার্য করে আদালত। প্রসঙ্গত, এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের ধৃত চেয়ারম্যান মানিক ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে শুনানি পিছনোর আবেদন করে সুপ্রিম কোর্টে গিয়ে অভিযোগ করেছিলেন, হাইকোর্টকে সময় বেঁধে দিয়ে তার মামলার শুনানির নির্দেশ দিতে। এদিন সেই প্রসঙ্গ টেনেই বিচারপতি ঘোষ পার্থর আইনজীবীকে খোঁচা দিলেন বলে মনে করছেন আইনজীবীরা।
উল্লেখ্য, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকালে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআই হানা দেয়। পাটুলি থানা এলাকায় 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্যর বাড়ি ছাড়াও কোচবিহার, মুর্শিদাবাদ-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই।
আরও পড়ুন: