ETV Bharat / state

Srijato Controversy: 'ধর্মীর ভাবাবেগে আঘাত', শ্রীজাতর বিরুদ্ধে মামলার শুনানি সোমবার - শ্রীজাতর বিরুদ্ধে মামলা

কবি শ্রীজাত তাঁর একটি কবিতায় হিন্দু ধর্ম সম্পর্কে কয়েকটি আপত্তিকর শব্দ ব্যবহার করেছিলেন ৷ এ নিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে (HC on Srijato Controversy) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 14, 2022, 12:59 PM IST

Updated : Sep 14, 2022, 1:40 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: হিন্দু ধর্মের পবিত্র একটি প্রতীক সম্পর্কে তাঁর লেখায় শ্রীজাত অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেছে বিভিন্ন মহল । তাদের দাবি এভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন কবি । আর তাই সিট গঠন করে সিআইডি তদন্ত চেয়ে কলকতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে কবির বিরুদ্ধে (HC on Srijato Controversy) । মামলাকারীর বক্তব্য, বিজেপি মুখপাত্র নুপূর শর্মার মন্তব্য ঘিরে যদি সারা দেশে তোলপাড় পড়ে যায় তাহলে শ্রীজাতর বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত । জানা গিয়েছে আগামী সোমবার এই মামলার শুনানি হবে (HC to hear plea against poet srijato bandyopadhyay ) ।

মামলাকারী 2017 সালে প্রথম বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছিলেন । পাশাপাশি বিধাননগর থানাতেও দায়ের হয়েছিল অভিযোগ ৷ এরপর শ্রীজাতর বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি । 2021 সালে কলকাতা হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে মামলা করেছিলেন বিপ্লবকুমার চৌধুরী । সেই মামলার দ্রুত শুনানি চেয়ে আজ বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের (Justice Rajasekhar Mantha) দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরোজ এডুলজি ৷ বিচারপতি জানান, আগামী সোমবার অর্থাৎ 19 সেপ্টেম্বর মামলার শুনানি হবে ।

আরও পড়ুন: "আমার বাড়ির ছাদে পৃথক রাজ্য চাই", ফেসবুকে ভাইরাল শ্রীজাতর বঙ্গভঙ্গ বিরোধী কবিতা

এই বিতর্ক নিয়ে অবশ্য নিজের মতা ব্যক্ত করেছেন কবি । তাঁর মতে, তিনি লেখায় যে প্রতীকের উল্লেখ করেছেন তাঁর সঙ্গে হিন্দু ধর্মের কোনও যোগ নেই ৷ কিন্তু অনেকেই মনে করেন ওই প্রতীকটি ধর্মের পবিত্র প্রতীক । আর তাই দীর্ঘ পাঁচ বছর ধরে শ্রীজাতর লেখা ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। বছর তিনেক আগে অসমের শিলচরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখেও পড়তে হয় তাঁকে । সেই পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে তিনি সংবাদমাধ্যমে একাধিকবার বলেছেন, সেদিন তাঁর প্রাণ সংশয় দেখা দিয়েছিল । এবার বিতর্ক গড়াল আদালত পর্যন্ত ।

কলকাতা, 14 সেপ্টেম্বর: হিন্দু ধর্মের পবিত্র একটি প্রতীক সম্পর্কে তাঁর লেখায় শ্রীজাত অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেছে বিভিন্ন মহল । তাদের দাবি এভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন কবি । আর তাই সিট গঠন করে সিআইডি তদন্ত চেয়ে কলকতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে কবির বিরুদ্ধে (HC on Srijato Controversy) । মামলাকারীর বক্তব্য, বিজেপি মুখপাত্র নুপূর শর্মার মন্তব্য ঘিরে যদি সারা দেশে তোলপাড় পড়ে যায় তাহলে শ্রীজাতর বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত । জানা গিয়েছে আগামী সোমবার এই মামলার শুনানি হবে (HC to hear plea against poet srijato bandyopadhyay ) ।

মামলাকারী 2017 সালে প্রথম বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছিলেন । পাশাপাশি বিধাননগর থানাতেও দায়ের হয়েছিল অভিযোগ ৷ এরপর শ্রীজাতর বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি । 2021 সালে কলকাতা হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে মামলা করেছিলেন বিপ্লবকুমার চৌধুরী । সেই মামলার দ্রুত শুনানি চেয়ে আজ বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের (Justice Rajasekhar Mantha) দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরোজ এডুলজি ৷ বিচারপতি জানান, আগামী সোমবার অর্থাৎ 19 সেপ্টেম্বর মামলার শুনানি হবে ।

আরও পড়ুন: "আমার বাড়ির ছাদে পৃথক রাজ্য চাই", ফেসবুকে ভাইরাল শ্রীজাতর বঙ্গভঙ্গ বিরোধী কবিতা

এই বিতর্ক নিয়ে অবশ্য নিজের মতা ব্যক্ত করেছেন কবি । তাঁর মতে, তিনি লেখায় যে প্রতীকের উল্লেখ করেছেন তাঁর সঙ্গে হিন্দু ধর্মের কোনও যোগ নেই ৷ কিন্তু অনেকেই মনে করেন ওই প্রতীকটি ধর্মের পবিত্র প্রতীক । আর তাই দীর্ঘ পাঁচ বছর ধরে শ্রীজাতর লেখা ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। বছর তিনেক আগে অসমের শিলচরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখেও পড়তে হয় তাঁকে । সেই পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে তিনি সংবাদমাধ্যমে একাধিকবার বলেছেন, সেদিন তাঁর প্রাণ সংশয় দেখা দিয়েছিল । এবার বিতর্ক গড়াল আদালত পর্যন্ত ।

Last Updated : Sep 14, 2022, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.