কলকাতা 12 মার্চ: কুরবান শা হত্য়া মামলায় মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি টিভি রাধাকৃষ্ণণ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে।
আনিসুর রহমানের বিরুদ্ধে চলা কোরবান শা হত্যা মামলা রাজ্য সরকার প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও 2 মার্চ তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য৷ এরপর সেই রায়কে চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য় সরকার৷
আরও পড়ুন- আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে গিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের
তৃণমূল নেতা কুরবান শা খুনের মামলায় পাঁশকুড়া থেকে গ্রেফতার করা হয় আনিসুর রহমানকে৷ কিন্তু তাঁর বিরুদ্ধে মামলা প্রত্য়াহার করার সিদ্ধান্ত নেয় রাজ্য়৷ রাজ্য়ের আবেদনে সাড়া দেয় তমলুক আদালত৷ খারিজ করে দেওয়া হয় তাঁর বিরুদ্ধে আনা সমস্ত মামলা৷ কিন্তু তমলুক আদালতের সেই নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট৷ সেই মামলা প্রত্য়াহার করা যাবে না বলে নির্দেশ দেয় আদালত৷
সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য়৷ আজ ডিভিশন বেঞ্চ কোনও স্থগিতাদেশের নির্দেশ দেয়নি৷ ডিভিশন বেঞ্চ সব পক্ষকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। আগামী 23 মার্চ ফের এই মামলার শুনানি।