ETV Bharat / state

Group-D Job Aspirants Protest: নিয়োগের দাবিতে প্রতিবাদ মিছিলে পা মেলালেন বিশেষভাবে সক্ষম সন্দীপ - গ্রুপ ডি’র প্রতিবাদ মিছিল

Group-D Job Aspirants Protest at Hazra: গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের প্রতিবাদ মিছিলে বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি ৷ তিনিও 2017 সালে পরীক্ষায় পাশ করেছিলেন ৷ কিন্তু, আজও চাকরি পাননি ৷ হাটাচলায় সমস্যা হলেও, নিজের ন্যায্য দাবিতে পথে নমালেন নদিয়ার বাসিন্দা সন্দীপ মণ্ডল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 8:20 PM IST

গ্রুপ-ডি’র নিয়োগের দাবিতে ক্যামক স্ট্রিট থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল

কলকাতা, 27 সেপ্টেম্বর: আজ ফের চাকরির দাবিতে পথে নেমে প্রতিবাদ-মিছিল গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের ৷ আর সেই প্রতিবাদ-মিছিলে সামিল হলেন চাকরিপ্রার্থীদের অভিভাবকরা ৷ সন্তানদের মানসিক যন্ত্রণার ভাগীদার হতে এই মিছিলে শামিল হয়েছিলেন তাঁরা ৷ আর তাঁদের মাঝে আজ দেখা গেল ওয়েটিং লিস্টে থাকা এরকমই একজন বঞ্চিত চাকরিপ্রার্থীকে ৷ যাঁর লড়াইটা অন্যদের থেকে অনেকটাই আলাদা ৷ কারণ মনের সঙ্গে সঙ্গে তাঁকে প্রতিদিন বেঁচে থাকতে নিজের শরীরের সঙ্গেও লড়াই করতে হয় ৷ বিশেষভাবে সক্ষম ওই চাকরিপ্রার্থীর নাম সন্দীপ মণ্ডল ৷ তিনি নদিয়ার করিমপুর থেকে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন ৷

বাকি চাকরিপ্রাথীদের মতো প্রতিদিন অবস্থান মঞ্চে শারীরিকভাবে উপস্থিতি থাকেন না সন্দীপ মণ্ডল ৷ তবে, মানসিকভাবে তিনি সবসময় রয়েছেন সহ-যোধাদের সঙ্গে ৷ তিনি আজকের এই মহামিছিলে বাকিদের সঙ্গেই পা মেলালেন ক্যামাক স্ট্রিট থেকে হাজরা মোড় পর্যন্ত ৷ ছোটবেলা থেকেই পায়ের সমস্যা তাঁর ৷ তাই ক্রাচের উপর ভরসা করেই চলাফেরা করতে হয় সন্দীপকে ৷

তিনিও বাকিদের মতো 2017 সালে গ্রুপ-ডি চাকরির পরীক্ষায় পাশ করেছিলেন ৷ কিন্তু, গত 6 বছর পেরিয়ে গেলেও ন্যায্য চাকরি পাননি বলে অভিযোগ করলেন ৷ নিজের চিকিৎসার অর্থ জোগাড় করতে হয় ৷ তাই সেই তাগিদে নদিয়া থেকে এসে এই মিছিলে হাজরা মোড় পর্যন্ত হাঁটলেন বিশেষভাবে সক্ষম এই বঞ্চিত চাকরিপ্রার্থী ৷ তিনি বলেন, ‘‘শারীরিকভাবে সমস্যা আছেই ৷ কিন্তু, বর্তমানে তার থেকেও বড় অসুবিধায় রয়েছি আমরা সবাই ৷ সেই 2017 সালে পরীক্ষায় পাশ করে ওয়েটিং লিস্টে রয়েছি ৷ এখনও চাকরির জন্য আন্দোলন করে চলেছি ৷’’

আরও পড়ুন: মমতা-অভিষেকের পাড়ায় চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিলে 'না' হাইকোর্টের

তিনি আরও বলেন, ‘‘আমরা জানি না আজকের এই মহামিছিলে কোনও সুরাহা হবে কি না ৷ কিন্তু, আমরা আশাবাদী ৷ আমরা চাই, মুখ্যমন্ত্রী একবার অন্তত এসে আমাদের সঙ্গে কথা বলুন ৷ আমার এই চিকিৎসার জন্য অনেক অর্থ চাই ৷ সেই টাকা যে কীভাবে জোগাড় করব ভগবান জানেন ৷ লেবারারদের মতো যখন যে কাজ পাই সেটাই করি ৷ এভাবেই জীবন এবং চিকিৎসা দুই চলছে ৷’’ আজ সকল গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের সমর্থনে এই মিছিলে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, ‘‘400 দিন ধরে ঝড়, জল, রোদ-বৃষ্টি উপেক্ষা করে এরা পথে বসে আছেন ৷ এদের মনোবল এবং লক্ষ্যের প্রতি দৃঢ়তার তারিফ করতে হবে ৷’’

গ্রুপ-ডি’র নিয়োগের দাবিতে ক্যামক স্ট্রিট থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল

কলকাতা, 27 সেপ্টেম্বর: আজ ফের চাকরির দাবিতে পথে নেমে প্রতিবাদ-মিছিল গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের ৷ আর সেই প্রতিবাদ-মিছিলে সামিল হলেন চাকরিপ্রার্থীদের অভিভাবকরা ৷ সন্তানদের মানসিক যন্ত্রণার ভাগীদার হতে এই মিছিলে শামিল হয়েছিলেন তাঁরা ৷ আর তাঁদের মাঝে আজ দেখা গেল ওয়েটিং লিস্টে থাকা এরকমই একজন বঞ্চিত চাকরিপ্রার্থীকে ৷ যাঁর লড়াইটা অন্যদের থেকে অনেকটাই আলাদা ৷ কারণ মনের সঙ্গে সঙ্গে তাঁকে প্রতিদিন বেঁচে থাকতে নিজের শরীরের সঙ্গেও লড়াই করতে হয় ৷ বিশেষভাবে সক্ষম ওই চাকরিপ্রার্থীর নাম সন্দীপ মণ্ডল ৷ তিনি নদিয়ার করিমপুর থেকে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন ৷

বাকি চাকরিপ্রাথীদের মতো প্রতিদিন অবস্থান মঞ্চে শারীরিকভাবে উপস্থিতি থাকেন না সন্দীপ মণ্ডল ৷ তবে, মানসিকভাবে তিনি সবসময় রয়েছেন সহ-যোধাদের সঙ্গে ৷ তিনি আজকের এই মহামিছিলে বাকিদের সঙ্গেই পা মেলালেন ক্যামাক স্ট্রিট থেকে হাজরা মোড় পর্যন্ত ৷ ছোটবেলা থেকেই পায়ের সমস্যা তাঁর ৷ তাই ক্রাচের উপর ভরসা করেই চলাফেরা করতে হয় সন্দীপকে ৷

তিনিও বাকিদের মতো 2017 সালে গ্রুপ-ডি চাকরির পরীক্ষায় পাশ করেছিলেন ৷ কিন্তু, গত 6 বছর পেরিয়ে গেলেও ন্যায্য চাকরি পাননি বলে অভিযোগ করলেন ৷ নিজের চিকিৎসার অর্থ জোগাড় করতে হয় ৷ তাই সেই তাগিদে নদিয়া থেকে এসে এই মিছিলে হাজরা মোড় পর্যন্ত হাঁটলেন বিশেষভাবে সক্ষম এই বঞ্চিত চাকরিপ্রার্থী ৷ তিনি বলেন, ‘‘শারীরিকভাবে সমস্যা আছেই ৷ কিন্তু, বর্তমানে তার থেকেও বড় অসুবিধায় রয়েছি আমরা সবাই ৷ সেই 2017 সালে পরীক্ষায় পাশ করে ওয়েটিং লিস্টে রয়েছি ৷ এখনও চাকরির জন্য আন্দোলন করে চলেছি ৷’’

আরও পড়ুন: মমতা-অভিষেকের পাড়ায় চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিলে 'না' হাইকোর্টের

তিনি আরও বলেন, ‘‘আমরা জানি না আজকের এই মহামিছিলে কোনও সুরাহা হবে কি না ৷ কিন্তু, আমরা আশাবাদী ৷ আমরা চাই, মুখ্যমন্ত্রী একবার অন্তত এসে আমাদের সঙ্গে কথা বলুন ৷ আমার এই চিকিৎসার জন্য অনেক অর্থ চাই ৷ সেই টাকা যে কীভাবে জোগাড় করব ভগবান জানেন ৷ লেবারারদের মতো যখন যে কাজ পাই সেটাই করি ৷ এভাবেই জীবন এবং চিকিৎসা দুই চলছে ৷’’ আজ সকল গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের সমর্থনে এই মিছিলে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, ‘‘400 দিন ধরে ঝড়, জল, রোদ-বৃষ্টি উপেক্ষা করে এরা পথে বসে আছেন ৷ এদের মনোবল এবং লক্ষ্যের প্রতি দৃঢ়তার তারিফ করতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.