ETV Bharat / state

"পুলিশ শাসকদলের কর্মীদের মতো কাজ করছে", ফের সরব রাজ্যপাল - মমতাকে উল্লেখ করে টুইট রাজ্যপালের

পুলিশ শাসকদলের রাজনৈতিক কর্মীর মতো কাজ করছে বলে অভিযোগ তুলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য জানতে চেয়ে মমতাকে উল্লেখ করে টুইটে ভিডিয়ো বার্তা রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷

Jagdeep Dhankhar
জগদীপ ধনকড়
author img

By

Published : Jul 23, 2020, 2:38 PM IST

কলকাতা, 23 জুলাই : টুইটারে ভিডিয়ো বার্তার মাধ্যমে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ওই ভিডিয়োয় রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে মুখ্যমন্ত্রীর কাছে তথ্য জানতে চান তিনি ৷

আমফান দুর্নীতি থেকে শুরু করে হেমতাবাদে BJP বিধায়কের মৃত্যু সবক্ষেত্রেই রাজ্যকে আক্রমণ করতে দেখা গেছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৷ তৃণমূলের 21 জুলাই ভার্চুয়াল সমাবেশের আগের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন রাজ্যপাল ৷ টুইট করে নিজেই সেকথা জানিয়েছিলেন ৷ টুইটে তিনি লেখেন, "রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করব ৷ পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ আমার কাছে অগ্রাধিকার পাবে ৷ তাদের দুর্দশা দেখে আমি এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছি ৷ মানুষের স্বার্থে আমি নিয়োজিত ৷ সংবিধানকে রক্ষা করা আমার কর্তব্য ৷"

রাজ্যপালের আক্রমণের একাধিকবার পালটা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ 21 জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকেও রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তিনি বলেন, "দিল্লির এক তাঁবেদার বলেছিলেন, উপাচার্যদের শোকজ় করবেন ৷ আমি বলেছি, ক্ষমতা থাকলে শোকজ় করে দেখান ৷ গায়ে হাত দিয়ে দেখান ৷ তারপর দেখবেন, ছাত্র বিপ্লব কাকে বলে ৷"

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকালই কড়া ভাষায় টুইটারে প্রতিক্রিয়া দেন ধনকড় ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পরপর দুটি টুইট করেন ৷ প্রথম টুইটবার্তায় তিনি লেখেন, "15 জুলাই এবং 21 জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাংবিধানিক প্রধানের সম্পর্কে যে মতামত প্রকাশ করেছেন, তা দুর্ভাগ্যজনক । যাঁরা সাংবিধানিক কর্তব্য পালন করছেন, তাঁরা বাচ্চাদের দস্তানা পরে নেই ।"

এরপর অন্য একটি বার্তায় লেখেন, "সাংবিধানিক পদাধিকারীরা খঞ্জ নন । তাঁদের পা-ও মাটির তৈরি নয় । আশা করব, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর স্বার্থকে অগ্রাধিকার দেবেন । যৌথভাবে কাজ করার পরিবেশ তৈরি করে তাঁদের দুর্দশা দূর করতে সচেষ্ট হবেন ।"

  • Given enormity of decline in law and order @MamataOfficial have urged CM to urgently brief me.

    This as Political Leaders and opposition MPs and MLAs being virtually hunted out of public space by partisan police acting as political workers.

    This cannot be allowed in democracy. pic.twitter.com/Sqz0kDoxSF

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ ফের টুইটে ভিডিয়ো বার্তায় সরব হন ধনকড় ৷ রাজ্যের আইনশৃঙ্খলার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ বলেন, "রাজ্যপাল হিসেবে এ রাজ্যে আইনশৃঙ্খলার ক্ষেত্রে যে ব্যাপক অবনতি দেখা দিয়েছে তা নিয়ে আমি চিন্তিত ৷ কারণ পুলিশ রাজনৈতিক কর্মীর মতো কাজ করছে ৷ জনপ্রতিনিধি, বিরোধী দলগুলির সাংসদ ও বিধায়কদের জনসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে ৷ এটা অগণতান্ত্রিক ৷ এই পরিস্থিতিতে আমি যখন দেখতে পাচ্ছি সাংসদদের সঙ্গে খারাপ ব্যবহার করছে পুলিশ তখন আমি এই বিষয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইব ৷ "

পুলিশের এই ব্যবহারের ফলে রাজ্যে আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে তার সুরাহার জন্য আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধও করেন তিনি ৷ ধনকড় বলেন, "আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবে সময় বের করে এই বিষয়ে যেন আমার সঙ্গে কথা বলেন ৷ আমি নিশ্চিত, এই বিষয়টিকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন ৷ কারণ পুলিশ আইনানুগ আচরণ না করে শাসকদলের রাজনৈতিক কর্মীর মতো কাজ করবে তা আমরা কোনওমতেই মেনে নিতে পারি না ৷ "

একইসঙ্গে তিনি পুলিশকেও তাদের আচরণ নিয়ে হুঁশিয়ার করেন ৷ বলেন, "আমি বারংবার পুলিশদের হুঁশিয়ার করছি ৷ আইন অনুযায়ী কাজ করা ও নিয়ম মেনে চলা তাদের একমাত্র কর্তব্য ৷ আমি নিশ্চিত যে তারা আমার কথা শুনবে ও রাজনৈতিক কর্মীর মতো কাজ করা বন্ধ করবে ৷ "

কলকাতা, 23 জুলাই : টুইটারে ভিডিয়ো বার্তার মাধ্যমে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ওই ভিডিয়োয় রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে মুখ্যমন্ত্রীর কাছে তথ্য জানতে চান তিনি ৷

আমফান দুর্নীতি থেকে শুরু করে হেমতাবাদে BJP বিধায়কের মৃত্যু সবক্ষেত্রেই রাজ্যকে আক্রমণ করতে দেখা গেছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৷ তৃণমূলের 21 জুলাই ভার্চুয়াল সমাবেশের আগের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন রাজ্যপাল ৷ টুইট করে নিজেই সেকথা জানিয়েছিলেন ৷ টুইটে তিনি লেখেন, "রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করব ৷ পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ আমার কাছে অগ্রাধিকার পাবে ৷ তাদের দুর্দশা দেখে আমি এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছি ৷ মানুষের স্বার্থে আমি নিয়োজিত ৷ সংবিধানকে রক্ষা করা আমার কর্তব্য ৷"

রাজ্যপালের আক্রমণের একাধিকবার পালটা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ 21 জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকেও রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তিনি বলেন, "দিল্লির এক তাঁবেদার বলেছিলেন, উপাচার্যদের শোকজ় করবেন ৷ আমি বলেছি, ক্ষমতা থাকলে শোকজ় করে দেখান ৷ গায়ে হাত দিয়ে দেখান ৷ তারপর দেখবেন, ছাত্র বিপ্লব কাকে বলে ৷"

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকালই কড়া ভাষায় টুইটারে প্রতিক্রিয়া দেন ধনকড় ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পরপর দুটি টুইট করেন ৷ প্রথম টুইটবার্তায় তিনি লেখেন, "15 জুলাই এবং 21 জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাংবিধানিক প্রধানের সম্পর্কে যে মতামত প্রকাশ করেছেন, তা দুর্ভাগ্যজনক । যাঁরা সাংবিধানিক কর্তব্য পালন করছেন, তাঁরা বাচ্চাদের দস্তানা পরে নেই ।"

এরপর অন্য একটি বার্তায় লেখেন, "সাংবিধানিক পদাধিকারীরা খঞ্জ নন । তাঁদের পা-ও মাটির তৈরি নয় । আশা করব, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর স্বার্থকে অগ্রাধিকার দেবেন । যৌথভাবে কাজ করার পরিবেশ তৈরি করে তাঁদের দুর্দশা দূর করতে সচেষ্ট হবেন ।"

  • Given enormity of decline in law and order @MamataOfficial have urged CM to urgently brief me.

    This as Political Leaders and opposition MPs and MLAs being virtually hunted out of public space by partisan police acting as political workers.

    This cannot be allowed in democracy. pic.twitter.com/Sqz0kDoxSF

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ ফের টুইটে ভিডিয়ো বার্তায় সরব হন ধনকড় ৷ রাজ্যের আইনশৃঙ্খলার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ বলেন, "রাজ্যপাল হিসেবে এ রাজ্যে আইনশৃঙ্খলার ক্ষেত্রে যে ব্যাপক অবনতি দেখা দিয়েছে তা নিয়ে আমি চিন্তিত ৷ কারণ পুলিশ রাজনৈতিক কর্মীর মতো কাজ করছে ৷ জনপ্রতিনিধি, বিরোধী দলগুলির সাংসদ ও বিধায়কদের জনসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে ৷ এটা অগণতান্ত্রিক ৷ এই পরিস্থিতিতে আমি যখন দেখতে পাচ্ছি সাংসদদের সঙ্গে খারাপ ব্যবহার করছে পুলিশ তখন আমি এই বিষয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইব ৷ "

পুলিশের এই ব্যবহারের ফলে রাজ্যে আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে তার সুরাহার জন্য আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধও করেন তিনি ৷ ধনকড় বলেন, "আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবে সময় বের করে এই বিষয়ে যেন আমার সঙ্গে কথা বলেন ৷ আমি নিশ্চিত, এই বিষয়টিকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন ৷ কারণ পুলিশ আইনানুগ আচরণ না করে শাসকদলের রাজনৈতিক কর্মীর মতো কাজ করবে তা আমরা কোনওমতেই মেনে নিতে পারি না ৷ "

একইসঙ্গে তিনি পুলিশকেও তাদের আচরণ নিয়ে হুঁশিয়ার করেন ৷ বলেন, "আমি বারংবার পুলিশদের হুঁশিয়ার করছি ৷ আইন অনুযায়ী কাজ করা ও নিয়ম মেনে চলা তাদের একমাত্র কর্তব্য ৷ আমি নিশ্চিত যে তারা আমার কথা শুনবে ও রাজনৈতিক কর্মীর মতো কাজ করা বন্ধ করবে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.