ETV Bharat / state

তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে 1300 পেডিয়াট্রিক আইসিইউ রাজ্যে

দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরা । তাই আগে থেকে প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার ।

SSS
MAMATA
author img

By

Published : Jun 24, 2021, 4:16 AM IST

কলকাতা , 24 জুন : বিশেষজ্ঞরা বলছেন করোনার (COVID-19) তৃতীয় ঢেউ আছড়ে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরাই । তাই আগে থেকেই করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার । চিকিৎসকদের সুপারিশ অনুসারে, তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি কার্যকরী হতে পারে ভ্যাকসিন । সেই কারণে টিকাকরণ কর্মসূচির উপরও জোর দিচ্ছে রাজ্য ।

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, এখনও পর্যন্ত ভ্যাকসিনের 2 কোটি ডোজ় দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal) । বৃহস্পতিবার থেকে ফের প্রতিদিন ভ্যাকসিনের 4 লাখ করে ডোজ় দেওয়া হবে । এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সেইসব মায়েদের যাদের সন্তানের বয়স 12 বছর বা তার নিচে ।

এছাড়াও বুধবার মুখ্যমন্ত্রী করোনা ভ্যাকসিন নিয়ে আরও একবার কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুললেন । তিনি বলেন, "আমরা 3 কোটি ভ্যাকসিন চেয়েছিলাম কিন্তু পাইনি । 3 কোটি ভ্যাকসিন পেলে, 1 কোটি ভ্যাকসিন বেসরকারি ক্ষেত্রে দেওয়া হত ৷ সরকার নিত 2 কোটি ।"

করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে । সে কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এদিন বলেন, "যে সব মায়েদের সন্তানের বয়স 12 বছর বা তার নিচে তাঁদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হবে । করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave) আসার আগে শিশুদের চিকিৎসার পরিকাঠামো বাড়ানো হবে । করা হবে 1300 পেডিয়াট্রিক আইসিইউ (PICU) বেড । জুলাইয়ের মধ্যে শিশুদের বেডের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, "এই মুহূর্তে করোনার ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে । প্রধানমন্ত্রী কোভ্যাক্সিন নিতে বলেছিলেন, কিন্তু কোভ্যাক্সিন নিয়ে অনেক পড়ুয়ারা বিদেশ যেতে পারছে না । এ বিষয়ে কেন্দ্রের পদক্ষেপ করা উচিত । প্রয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সঙ্গেও কথা বলা দরকার ।"

আরও পড়ুন : হামের টিকা কোভিড থেকে সুরক্ষিত রাখতে পারে শিশুদের : রিপোর্ট

বুধবার উপনির্বাচন নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন," 8 দফায় ভোটের সময় রাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছিল । এখন সেই সংক্রমণ 6 শতাংশের নিচে নেমেছে । এই অবস্থায় কেন উপনির্বাচনের আয়োজন করছে না নির্বাচন কমিশন (ECI) ?"

কলকাতা , 24 জুন : বিশেষজ্ঞরা বলছেন করোনার (COVID-19) তৃতীয় ঢেউ আছড়ে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরাই । তাই আগে থেকেই করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার । চিকিৎসকদের সুপারিশ অনুসারে, তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি কার্যকরী হতে পারে ভ্যাকসিন । সেই কারণে টিকাকরণ কর্মসূচির উপরও জোর দিচ্ছে রাজ্য ।

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, এখনও পর্যন্ত ভ্যাকসিনের 2 কোটি ডোজ় দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal) । বৃহস্পতিবার থেকে ফের প্রতিদিন ভ্যাকসিনের 4 লাখ করে ডোজ় দেওয়া হবে । এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সেইসব মায়েদের যাদের সন্তানের বয়স 12 বছর বা তার নিচে ।

এছাড়াও বুধবার মুখ্যমন্ত্রী করোনা ভ্যাকসিন নিয়ে আরও একবার কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুললেন । তিনি বলেন, "আমরা 3 কোটি ভ্যাকসিন চেয়েছিলাম কিন্তু পাইনি । 3 কোটি ভ্যাকসিন পেলে, 1 কোটি ভ্যাকসিন বেসরকারি ক্ষেত্রে দেওয়া হত ৷ সরকার নিত 2 কোটি ।"

করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে । সে কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এদিন বলেন, "যে সব মায়েদের সন্তানের বয়স 12 বছর বা তার নিচে তাঁদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হবে । করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave) আসার আগে শিশুদের চিকিৎসার পরিকাঠামো বাড়ানো হবে । করা হবে 1300 পেডিয়াট্রিক আইসিইউ (PICU) বেড । জুলাইয়ের মধ্যে শিশুদের বেডের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, "এই মুহূর্তে করোনার ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে । প্রধানমন্ত্রী কোভ্যাক্সিন নিতে বলেছিলেন, কিন্তু কোভ্যাক্সিন নিয়ে অনেক পড়ুয়ারা বিদেশ যেতে পারছে না । এ বিষয়ে কেন্দ্রের পদক্ষেপ করা উচিত । প্রয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সঙ্গেও কথা বলা দরকার ।"

আরও পড়ুন : হামের টিকা কোভিড থেকে সুরক্ষিত রাখতে পারে শিশুদের : রিপোর্ট

বুধবার উপনির্বাচন নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন," 8 দফায় ভোটের সময় রাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছিল । এখন সেই সংক্রমণ 6 শতাংশের নিচে নেমেছে । এই অবস্থায় কেন উপনির্বাচনের আয়োজন করছে না নির্বাচন কমিশন (ECI) ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.