ETV Bharat / state

ভাঙা নয়, পোস্তা উড়ালপুল গড়ার কথা ভাবছে রাজ্য - পোস্তা উড়ালপুল ব্রিজ

একটা সময় সিদ্ধান্ত হয়েছিল যে ভাঙা হবে উড়ালপুলটি । সেই সংক্রান্ত নোটিফিকেশনও জারি হয়ে গেছিল ৷ কিন্তু কাজ শুরুর আগেই কলকাতা পুলিশ ও KMDA-এর মধ্যে সমন্বয়ের অভাবে ভাঙার কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ কিন্তু এবার উড়ালপুল নতুন করে চালু করা যায় কি না তা দেখতে বিশেষজ্ঞ পরামর্শ সংস্থাকে দায়িত্ব দিতে চলছে KMDA । ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে ।

Posta Uralpul
পোস্তা উড়ালপুল
author img

By

Published : Jan 23, 2020, 5:50 AM IST

Updated : Jan 23, 2020, 6:43 AM IST

কলকাতা , 23 জানুয়ারি : ভেঙে পড়েছিল উড়ালপুল । অথচ প্রকল্প ছিল স্বপ্নের । তৈরি হলে কমে যেত হাওড়া যাওয়ার যানজট । কিন্তু স্বপ্ন সফল হয়নি । তার আগেই ভেঙে পড়ে পোস্তা উড়ালপুল । রাজ্যের যতগুলি দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে এটা অন্যতম । এবার সেই উড়ালপুল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার । সূত্র জানাচ্ছে, ভাঙা নয়, গড়ার কথা ভাবছে পূর্ত দপ্তর ।

একটা সময় সিদ্ধান্ত হয়েছিল যে ভাঙা হবে উড়ালপুলটি । সেই সংক্রান্ত নোটিফিকেশনও জারি হয়ে গেছিল ৷ কিন্তু কাজ শুরুর আগেই কলকাতা পুলিশ ও KMDA-এর মধ্যে সমন্বয়ের অভাবে ভাঙার কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ কিন্তু এবার উড়ালপুল নতুন করে চালু করা যায় কি না তা দেখতে বিশেষজ্ঞ পরামর্শ সংস্থাকে দায়িত্ব দিতে চলছে KMDA । ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে ।

নবান্ন সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে আসন্ন পুরভোটের আগেই পুনর্নির্মাণের কাজ শুরু হবে । এ প্রসঙ্গে পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "এর আগে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত কোনও সমস্যাই সঠিকভাবে জানতে পারা যায়নি । মেরামত করা হবে না কি সম্পূর্ণ ভেঙে ফেলা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি । সেই কারণে নতুন করে স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‌। "

এ দিকে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্য সরকার দ্বিতীয় পর্যায়ে শহরের সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা শুরু করতে চলেছে । যে সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হবে সেগুলি হল করুণাময়ী সেতু, আম্বেদকর সেতু , চেতলা RCC সেতু, দুর্গাপুর ব্রিজ, ঢাকুরিয়া ব্রিজ, জীবনানন্দ সেতু, চিৎপুর ব্রিজ, উত্তর কলকাতার আর জি কর হাসপাতালের সামনে ক্যানাল ব্রিজ । মোট চারটি বিশেষজ্ঞ সংস্থা এই কাজ করবে । এই সংস্থাগুলি হলো স্টুপ, IT &kotes, BACC, SGRL । এই সংস্থাগুলিকে সেতুর স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর । তারা সবুজসংকেত দিলেই শুরু হবে কাজ ।

কলকাতা , 23 জানুয়ারি : ভেঙে পড়েছিল উড়ালপুল । অথচ প্রকল্প ছিল স্বপ্নের । তৈরি হলে কমে যেত হাওড়া যাওয়ার যানজট । কিন্তু স্বপ্ন সফল হয়নি । তার আগেই ভেঙে পড়ে পোস্তা উড়ালপুল । রাজ্যের যতগুলি দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে এটা অন্যতম । এবার সেই উড়ালপুল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার । সূত্র জানাচ্ছে, ভাঙা নয়, গড়ার কথা ভাবছে পূর্ত দপ্তর ।

একটা সময় সিদ্ধান্ত হয়েছিল যে ভাঙা হবে উড়ালপুলটি । সেই সংক্রান্ত নোটিফিকেশনও জারি হয়ে গেছিল ৷ কিন্তু কাজ শুরুর আগেই কলকাতা পুলিশ ও KMDA-এর মধ্যে সমন্বয়ের অভাবে ভাঙার কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ কিন্তু এবার উড়ালপুল নতুন করে চালু করা যায় কি না তা দেখতে বিশেষজ্ঞ পরামর্শ সংস্থাকে দায়িত্ব দিতে চলছে KMDA । ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে ।

নবান্ন সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে আসন্ন পুরভোটের আগেই পুনর্নির্মাণের কাজ শুরু হবে । এ প্রসঙ্গে পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "এর আগে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত কোনও সমস্যাই সঠিকভাবে জানতে পারা যায়নি । মেরামত করা হবে না কি সম্পূর্ণ ভেঙে ফেলা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি । সেই কারণে নতুন করে স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‌। "

এ দিকে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্য সরকার দ্বিতীয় পর্যায়ে শহরের সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা শুরু করতে চলেছে । যে সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হবে সেগুলি হল করুণাময়ী সেতু, আম্বেদকর সেতু , চেতলা RCC সেতু, দুর্গাপুর ব্রিজ, ঢাকুরিয়া ব্রিজ, জীবনানন্দ সেতু, চিৎপুর ব্রিজ, উত্তর কলকাতার আর জি কর হাসপাতালের সামনে ক্যানাল ব্রিজ । মোট চারটি বিশেষজ্ঞ সংস্থা এই কাজ করবে । এই সংস্থাগুলি হলো স্টুপ, IT &kotes, BACC, SGRL । এই সংস্থাগুলিকে সেতুর স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর । তারা সবুজসংকেত দিলেই শুরু হবে কাজ ।

Intro:কলকাতা, 23 জানুয়ারি: ভেঙে পড়েছিল উড়ালপুল। অথচ প্রকল্প ছিল স্বপ্নের। তৈরি হলে কমে যেত হাওড়া যাওয়ার যানজট। স্বপ্ন সফল হয়নি। তার আগেই ভেঙে পড়ে উড়ালপুল। রাজ্যের যতগুলি দুর্ঘটনা ঘটেছে সেটা অন্যতম। এবার সেই ব্রিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। সূত্র জানাচ্ছে, ভাঙা নয়, করার কথা ভাবছে পূর্ত দপ্তর।



Body:একটা সময় সিদ্ধান্ত হয়ে গেছিল ভাঙ্গা হবে পোস্তা উড়ালপুল। কবে থেকে ভাঙ্গা হবে সে বিষয়ে নিশ্চয়তা ছিল না‌। ফলে থমকে যায় কাজ। অভিযোগ, সমন্বয়ের অভাব ছিল কলকাতা পুলিশ এবং পূর্ত দপ্তর এর মধ্যে। ফলে ভাঙার কাজ এগোয়নি। আর সেই সূত্রেই এবার উড়ালপুল নতুন করে চালু করা যায় কিনা তা দেখতে বিশেষজ্ঞ পরামর্শ সংস্থাকে দায়িত্ব চলছে কেএমডিএ। ইতিমধ্যেই ঢাকা হয়ে গেছে টেন্ডার।

নবান্ন সূত্রে খবর সব ঠিকঠাক তো আসন্ন পুরভোটের আগেই পুনর্নির্মাণের কাজ শুরু হবে। এ প্রসঙ্গে পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,“ এর আগে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা নিয়োজিত কোন সমস্যায় সঠিকভাবে কিছু জানাতে পারেনি। সেটি মেরামত হবে নাকি সম্পূর্ণ ভেঙে ফেলা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি। সেই কারণে নতুন করে স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে‌। তাদের সুপারিশ মত ভেঙে পরামশের কাজ কিভাবে হবে তা ঠিক হবে"।


Conclusion:এদিকে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্য সরকার দ্বিতীয় পর্যায়ে শহরের একটি সেতুর স্বাস্থ্য পরীক্ষার কথা শুরু করতে চলেছে। এই সেতু গুলো হল করুণাময়ী ব্রিজ, আম্বেদকর সেতু ,চেতলা আরসিসি সেতু, দুর্গাপুর ব্রিজ ,ঢাকুরিয়া ব্রিজ ,জীবনানন্দ সেতু, চিৎপুর ব্রিজ ,উত্তর কলকাতার আরজিকর হাসপাতালের সামনে ক্যানাল ব্রিজ। মোট চারটি বিশেষজ্ঞ সংস্থা এই কাজ করবে । এই সংস্থাগুলি হলো স্টুপ,IT &kotes, BACC, SGRL। এই সমস্যাগুলোকে সেতুর স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। তারা সবুজসংকেত দিলেই শুরু হবে কাজ।
Last Updated : Jan 23, 2020, 6:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.