কলকাতা, 24 ফেব্রুয়ারি : ট্রাম্পের ভারত সফরের বিরোধিতা করল বাম-ছাত্র যুবরা । আজ বিকেলে ধর্মতলা থেকে অ্যামেরিকান সেন্টার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা । কিডস স্ট্রিটের সামনে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করে তারা।
মিছিল নিয়ে সৃজন বলেন, এদেশে লুট করতে অন্যতম ঘৃণ্য ব্যক্তি ট্রাম্প এসেছেন । নরেন্দ্র মোদি কয়েক হাজার কোটি টাকা খরচ করে ট্রাম্পকে এদেশের কৃত্রিম সৌন্দর্য দেখাবেন ।
১২ টি ছাত্র-যুব সংগঠনের ডাকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় । বিক্ষোভ আটকাতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয় । এরপর তারা রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ দেখায় ।